সিন্ধু সভ্যতা - সিন্ধু সভ্যতার বৈশিষ্ট্য

সিন্ধু সভ্যতা ব্রোঞ্জ যুগীয় সভ্যতা। সিন্ধু সভ্যতার সময়কাল (৩৩০০ – ১৩০০ খ্রিষ্টপূর্বাব্দ। সিন্ধু সভ্যতার পূর্ণবর্ধিত কাল ২৬০০ – ১৯০০ খ্রিষ্টপূর্বাব্দ। এই সভ্যতার প্রধান কেন্দ্র ছিল মূলত ভারতীয় উপমহাদেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত সিন্ধু নদ অববাহিকা।  এই সভ্যতার বিকাশ লাভ হয় প্রস্তর যুগে। প্রাচীন যুগকেই প্রস্তর যুগ বলা হয়। প্রথম দিকে এই সভ্যতা পাঞ্জাব অঞ্চলের সিন্ধু অববাহিকায় বিকাশ লাভ করে। পরে তা প্রসারিত হয় ঘগ্গর-হকরা নদী উপত্যকা ও গঙ্গা-যমুনা দোয়াব অঞ্চল পর্যন্ত। বর্তমান পাকিস্তান রাষ্ট্রের প্রায় সম্পূর্ণ অংশ, ভারতীয় প্রজাতন্ত্রের পশ্চিমদিকের রাজ্যগুলি, দক্ষিণ-পূর্ব আফগানিস্তান 

এবং বালোচিস্তান প্রদেশের পূর্ব অংশ এই সভ্যতার অন্তর্গত ছিলো ।



সিন্ধু সভ্যতা (The Indus Civilization)

মিশর ও মেসোপটেমিয়ায় যখন গড়ে উঠেছিল নগর সভ্যতা, প্রায় কাছাকাছি সময়ে ভারতবর্ষেও গড়ে উঠেছিল নগর সভ্যতা। এটি ব্রোঞ্জযুগের সভ্যতা। এখানে লোহার কোনো জিনিস পাওয়া যায়নি । প্ৰায় ৩৫০০ বছর পূর্বে দ্রাবিড় জাতি এ সভ্যতা গড়ে তুলেছিল বলে মনে করা হয়।


এ প্রাচীন সভ্যতা আবিষ্কৃত হয় ১৯২১ সালে। সভ্যতাটি সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল বলে এটি ‘সিন্ধু সভ্যতা' নামে পরিচিত দ্রাবিড় জাতি এ সভ্যতা গড়ে তুলেছিল বলে মনে করা হয়। হরল্লা নগরীটি গড়ে উঠেছিল সিন্ধুর উপনদী বাতী'র তীরে। এটি অবস্থিত বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। আর মূল সিন্ধুনদের তীরে এক বর্গমাইল এলাকা জুড়ে গড়ে উঠেছিল মুহেডোদারো নগরী।

১৯২২ সালে পাকিস্তানের লারকানা জেলায় মাটি খুঁড়ে আবিষ্কার করা হয় মহেঞ্জোদারো নগরীর ধবংসাবশেষ। সিন্ধু সভ্যতার আবিষ্কারক জন মার্শাল, দয়ারাম সাহনী ও রাখালদাস বন্দ্যোপাধ্যায়। সিন্ধু সভ্যতায় পাওয়া সীল ও মাটির পাত্রের সাথে মেসোপটেমিয়ার দ্রব্যের মিল আছে। তাই বিখ্যাত প্রত্নতত্ত্ববিদ স্যার জন মার্শাল মনে করেন যে, সিন্ধু সভ্যতা গৌরবের শিখরে উঠেছিল খ্রিস্টপূর্ব ৩২৫০ থেকে ২৭৫০ অব্দের মধ্যে।


সিন্ধু সভ্যতার নগর পরিকল্পনা

সভ্যতার ইতিহাসে সিন্ধু সভ্যতা পরিকল্পিত একটি নগরীর ধারণা দিয়েছে। উভয় শহরে রাস্তার দুপাশে দোতলা তিনতলা বাড়ি ছিল। প্রতি বাড়িতে ছিল চৌবাচ্চাসহ গোসলখানা, কূপ। দুইটি শহরেই পাকা নর্দমা ছিল।


পেশা

সিন্ধু সভ্যতার বেশিরভাগ লোক কৃষিকাজ করত।


পরিমাপ পদ্ধতি

সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অবদান হল পরিমাপ পদ্ধতি উদ্ভাবন করা। দ্রব্য ওজনের জন্য নগরবাসী বিভিন্ন পরিমাপের বাটখারা ব্যবহার করত। দৈর্ঘ্য পরিমাপের জন্য তারা বিভিন্ন স্কেল ব্যবহার করত।


সীলমোহর

মহেঞ্জোদারো ও হরপ্পায় হাড় ও পাথরের তৈরি সীলমোহর পাওয়া গেছে।

সিন্ধু সভ্যতার পতনের কারণ

সিন্ধু সভ্যতার পতন শুরু হয় আনুমানিক ২৭৫০ খ্রিস্টপূর্বাব্দে। কিভাবে সিন্ধু সভ্যতার ধ্বংস হয় সে বিষয়ে পণ্ডিতগণ সঠিক কোন সিদ্ধান্তে আসতে পারেননি। হয়তো বাহিরের কোন শত্রুর আক্রমণ অথবা প্রচন্ড কোন ভূমিকম্প বা ভয়াবহ কোন বন্যার ফলে এ সভ্যতা ধ্বংস হয়ে যায় ।


সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল বলে এটি সিন্ধু সভ্যতা নামে পরিচিত।

সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়- ১৯২১ খ্রিস্টাব্দে।

মাটি খুঁড়ে প্রথম যে শহরটির খোঁজ মিলে তা হল- 'হরপ্পা নগরী', পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত।

১৯২২ সালে আবিষ্কৃত হয়- 'মহেঞ্জোদারো নগরী যা পাকিস্তানের লারকানা জেলায় অবস্থিত।

সিন্ধু সভ্যতার সীল ও মাটির পাত্রের সাথে যে সভ্যতার দ্রব্যের মিল রয়েছে- মেসোপটেমিয়া (সুমেরীয়) সভ্যতার।।

সিন্ধু সভ্যতা গৌরবের শিখরে ওঠে- খ্রিস্টপূর্ব ৩২৫০-২৭৫০ অব্দের মধ্যে।

হরপ্পা নগরী গড়ে উঠে সিন্ধুর উপনদী- ইরাবতির তীরে।

সিন্ধু সভ্যতা গড়ে তুলে- দ্রাবিড় জাতি।

পরিমাপের জন্য বাটখারা ও স্কেল ব্যবহার করত- সিন্ধু সভ্যতার অধিবাসীগণ।

দাগকাটা স্কেল পাওয়া গেছে- হরপ্পা নগরীতে।

দুই কক্ষ হতে পঁচিশ কক্ষ বিশিষ্ট বাড়ির সন্ধান পাওয়া যায়- সিন্ধু সভ্যতায়।

বৃহৎ মিলনায়তন পাওয়া যায়- মহেঞ্জোদারোতে।

মাটির তৈরি দুই চাকার ষাঁড় টানা খেলনা গাড়ি পাওয়া গেছে- হরপ্পায়।

সিন্ধু সভ্যতার পতন শুরু হয় আনুমানিক ২৭৫০ খ্রিস্টপূর্বাব্দে।

সিন্ধু সভ্যতা আবিস্কার করেন- রাখালদাস বন্দ্যোপাধ্যায়।



সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা – (খাদ্য অধিদপ্তরের পরিদর্শক ৯৬)乳不

আর্যগণ

কৃষাণগণ

শকগণ

দ্রাবিড়গণ

১.

উত্তর: ঘ

Moenzo-daro & Harappa civilization is nearly:/মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতা প্রায়- [IFIC Bank Proationary Officer: 96] ক

Two thousand years old (দুই হাজার বছরের প্রাচীন)

Three and half thousand years old (সাড়ে তিন হাজার বছরের প্রাচীন)

One thousand years old (এক হাজার বছরের প্রাচীন)

One and half thousand years old (দেড় হাজার বছরের প্রাচীন) উত্তর: খ সিন্ধু সভ্যতা আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- জাতীয় বিশ্ববিদ্যালয় (মানবিক): ০৯-১০)

আর. সি. মজুমদার

রাখালদাস বন্দ্যোপাধ্যায়

নীহাররঞ্জন রায়

কালিদাস নাগ

উত্তর: খ

२.

৩.
প্রাচীন কোন সভ্য দেশের অধিবাসীদের সাথে সিন্ধু উপত্যকার অধিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায়? শ্রম অধিদপ্তরে অফিসার: ৯৪)

ব্যাবিলন

গ্রিস

মিশর

চীন

উত্তর: ক

৫. সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? রাজশাহী বিশ্ববিদ্যালয় অ-বাণিজ্য গ্রুপ (ব্যবস্থাপনা বিভাগ) ০০৮-০৯/

তাম্র যুগের

আর্য যুগের

সুমেরীয় যুগের

শহরভিত্তিক যুগের

উত্তর: ক

৬. সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোনটির ব্যবহার জানতো না? রাজশাহী বিশ্ববিদ্যালয় (ইতিহাস বিভাগ): ০৮-০৯/

প্রশাসনিক ব্যবস্থা

জল নিষ্কাশন ব্যবস্থা

লিখন পদ্ধতি

লোহার অস্ত্র

উত্তর: ঘ

কত খ্রিস্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার পতন হয়? (গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার: ১৩)

১৫০০

২৭৫০

১২৮০

উত্তর: খ
১৮. সিন্ধু সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? (ঢাবি (ঘ): ১৩-১৪]

ক. গঙ্গা

গ. সিন্ধু

খ. কালিন্দী

ঘ. যমুনা

উ: গ

১৯. হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসেবে পরিচিত? [CGDF অডিটর-২০১৭/

উ: গ

২০. মহেঞ্জোদারো শব্দটির অর্থ জাবি ভর্তি পরীক্ষা (ইতিহাস বিভাগ): ২০১৪-১৫)

ক. ক্যালডীয় সভ্যতা

খ. অ্যাসিরীয় সভ্যতা

গ. সিন্ধু সভ্যতা

ঘ. ইনকা সভ্যতা

ক. মৃতের ঢিবি

গ. পিঁপড়ার ঢিবি

খ. উড়ির ঢিবি

ঘ. কোনটিই নয়

ক. পাঞ্জাব প্রদেশে

গ. উত্তর প্রদেশে

খ. সিন্ধু প্রদেশে

ঘ. পেশোয়ার প্রদেশে

উ: ক

২১. মহেঞ্জোদারো সভ্যতা কোথায় অবস্থিত? (চবি ভর্তি (চ ইউনিট): ২০১৫-১৬/

২২. সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কী ছিল? খুলনা বিশ্ব, (খ): ১৭-১৮]

ক. আইন ও প্রশাসন

খ. লিখন পদ্ধতি

গ. পয়:নিষ্কাশন ব্যবস্থা

ঘ. শিল্পকলা ও স্থাপত্য

উ: খ

উ: গ

২৩. সিন্ধু সভ্যতা আবিষ্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে- (জাতীয় বিশ্ববিদ্যালয়

(মানবিক): ২০০৯-১০/

ক. আর.সি. মজুমদার

খ. রাখালদাস বন্দ্যোপাধ্যায়

গ. নীহাররঞ্জন রায়

ঘ. কালিদাস নাগ

উ: খ

২৪. প্রাচীন কোন সভ্য দেশের অধিবাসীদের সাথে সিন্ধু উপত্যকার অধিবাসীদের সাদৃশ্য লক্ষ্য করা যায়? শ্রম অধিদপ্তরের অফিসার: ০৪।

ক. ব্যাবিলন

গ. মিশর

খ. গ্রিস

ঘ. চীন

উ: ক

২৫. কত খ্রিষ্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার পতন হয়? [গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার: ১৫)

ক. ১৫০০

গ. ৩০০০

খ. ২৭৫০

ঘ. ১২৮০

২৬. কোন সভ্যতার অধিবাসীরা দ্রব্যের ওজন পরিমাপ পদ্ধতির উদ্ভাবক? (মহা

হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে সহকারী পরিসংখ্যান কর্মকর্তা-১৮।

ক. চৈনিক

খ. হিব্রু

গ. সিন্ধু

ঘ. ব্যাবিলনীয়

উ: গ

২৭. কত খ্রিষ্টপূর্বাব্দে সিন্ধু সভ্যতার পতন হয়? (তথ্য মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার: ১৭]

ক. ২৫০০

গ. ৩০০০

খ. ২৭৫০

ঘ. ২২৮০

উ: খ

২৮. সিন্ধু সভ্যতার প্রতিষ্ঠাতা- [খাদ্য পরি দর্শক - ১৬]

ক. আর্যগণ

গ. শকগণ

খ. কৃষাণগণ

ঘ. দ্রাবিড়গণ

২৯. সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা? (রাখি, ইতিহাস বিভাগ: ০৮-০৯।

উঃ ঘ

ক. তাম্র যুগের

খ. আর্য যুগের

গ. সুমেরীয় যুগের

ঘ. শহর ভিত্তিক যুগের

উ: ক


৩০. সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোনটির ব্যবহার জানতো না? [রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইতিহাস বিভাগ: ০৮-০৯]

ক. প্রশাসনিক ব্যবস্থা

খ. জল নিষ্কাশন ব্যবস্থা

গ. লিখন পদ্ধতি

ঘ. লোহার অস্ত্র

উঃ ঘ

৩১. মহেঞ্জোদারো ও হরপ্পা সভ্যতা প্রায়- [IFIC Bank Proationary Officer. 2017]

ক. দুই হাজার বছরের প্রাচীন

খ. সাড়ে তিন হাজার বছরের প্রাচীন

গ. এক হাজার বছরের প্রাচীন

ঘ. দেড় হাজার বছরের প্রাচীন

উ: খ

৩২. দ্রাবিড়গদণ কোন সভ্যতার প্রতিষ্ঠাতা- [মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা '০২; চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, (চ ইউনিট): ০৩-০৪]

ক. রোমান সভ্যতা

খ. ক্যালেডিয় সভ্যতা

গ. সিন্ধু সভ্যতা

ঘ. রোমান সভ্যতা

উ: গ

৩৩. সিন্ধু সভ্যতার অন্যতম প্রধান আবিষ্কার কোনটি? [IFIC Bank Officer -'09]

ক. লোহার অস্ত্র

খ. লিখন পদ্ধতি

উ: গ

hiddahari

গ. বাটখারা

ঘ. হায়ারোগ্লিফিক

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url