নীতিমালা ও শর্তাবলী

Timeline Treasures” সাইটে আপনাকে স্বাগতম! আপনি আমাদের প্ল্যাটফর্ম এবং পরিষেবা গুলো ব্যবহার করা শুরু করার আগে, অনুগ্রহ করে নিম্নলিখিত নিয়ম ও শর্তাবলী সাবধানে পড়ুন। আমাদের ওয়েবসাইট অ্যাক্সেস বা ব্যবহার করে, আপনি এই নিয়ম ও শর্তাবলী দ্বারা আবদ্ধ হতে সম্মত হন। আপনি যদি এই শর্তাবলীর কোন অংশের সাথে একমত না হন তবে আপনি অবশ্যই ওয়েবসাইটটি ব্যবহার হতে বিরত থাকুন। এছাড়াও ব্যবহারকারীরা “Timeline Treasures” এর "গোপনীয়তা নীতি" ও মেনে মানতে সম্মত হবেন। এই শর্তাবলীর বিপরীতে আপনার কোন আপত্তি থাকলে আমাদের সাথে “যোগাযোগ” করার জন্য অনুরোধ করা হচ্ছে।

ব্যবহারকারী কোন প্রকার দ্বিমত পোষণ করলে তা গ্রহণ করা বা না করার এখতিয়ার সম্পূর্ণ “Timeline Treasures” সংরক্ষণ করবে। “Timeline Treasures” সাইটে সকল ব্যবহারকারীকে অবশ্যই সকল "শর্তাবলী এবং ব্যবহারবিধী" মেনে চলতে হবে। ব্যবহারকারীরা সকল “শর্তাবলী” মানতে অপারগ হলে কিংবা শর্তাবলী পরিপন্থী কোন কাজ করলে ব্যবহারকারীকে “Timeline Treasures” ওয়েবসাইটে প্রবেশের আধিকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার ক্ষমতা “Timeline Treasures” সংরক্ষণ করে। “Timeline Treasures” ওয়েবসাইটে প্রবেশ করার অর্থ হলো ব্যবহারকারীরা “Timeline Treasures” এর সেবা নিচ্ছেন এবং ব্যবহারের সকল শর্তাবলী মেনে নিতে সম্মতি প্রদান করছেন।

সংজ্ঞা এবং ব্যাখ্যাঃ

১. “Timeline Treasures” ওয়েবসাইট বলতে [nashimpervez.com] কে বোঝানো হয়েছে।
২. "ব্যবহারকারী" যে কোনো ব্যক্তিকে বোঝায় যে ওয়েবসাইটটি অ্যাক্সেস করে বা ব্যবহার করে।
৩. "বিষয়বস্তু" ওয়েবসাইটে পোস্ট করা যেকোনো তথ্য, ডেটা, টেক্সট, ছবি, অডিও, ভিডিও বা অন্যান্য উপকরণকে বোঝায়।
৪ "অ্যাডমিন" ওয়েবসাইট পরিচালনা এবং নিয়ন্ত্রণ করার জন্য দ্বায়িত্ব প্রাপ্ত ব্যক্তিদের বোঝায়।
৫ "অতিথি পোস্ট" অ্যাডমিন ব্যতীত অন্য ব্যবহারকারীদের দ্বারা জমা দেওয়া সামগ্রীকে বোঝায়।

ব্যবহারকারীর আচরণঃ

  • ব্যবহারকারী শুধুমাত্র আইনগত বৈধ কাজে কিংবা শুধুমাত্র পাঠের উদ্দেশ্যে Timeline Treasures এর ওয়েবসাইটে প্রবেশ করে সেবা গ্রহন করতে পারবেন। ওয়েবসাইটের অডিও ও ভিজুয়াল কন্টেন্ট কেবলমাত্র শোনা ও দেখার জন্য। এর বাইরে কোন কিছুর অনুমতি Timeline Treasures প্রদান করে না।
  • Timeline Treasures ওয়েবসাইটের কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার ক্ষেত্রে উৎসাহ প্রদান করে থাকে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট শেয়ার করার ক্ষেত্রে অবিকৃতভাবে এবং প্রয়োজনীয় স্বীকৃতি প্রদানপূর্বক পরিবেশন করতে হবে।
  • সেবা গ্রহণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান বাণিজ্যিক বা অবাণিজ্যিক যাই হোক না কেন Timeline Treasures এর কোন সেবা বা তথ্য কেবলমাত্র অবাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করার অনুমুতি প্রদান করে। ব্যবহারকারী বাণিজ্যিক উদ্দেশ্যে Timeline Treasures ওয়েবসাইটের কোন তথ্য বা সেবা ব্যবহার করলে তার বিরুদ্ধে Timeline Treasures আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে।

নিষিদ্ধ ও অননুমোদিত ব্যবহারঃ

  • ব্যবহারকারী Timeline Treasures কে কোন রাজনৈতিক দল, বর্ণবাদ, সম্প্রদায়িকতা বা কোন লিঙ্গ বৈষম্যবাদী তৎপরতার সাথে যুক্ত করে এর ভাবমূর্তি ক্ষুন্ন করতে পারবেনা। অনৈতিক এবং আক্রমণাত্মক কোন ছবি বা লেখা পোস্ট করে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে পারবেনা।
  • ব্যবহারকারীদের অবশ্যই ওয়েবসাইটে কোনো বেআইনি, অপমানজনক, মানহানিকর, হয়রানিমূলক বা অন্যথায় আপত্তিকর আচরণে জড়িত হওয়া যাবে না।
  • ব্যবহারকারীদের অবশ্যই ক্ষতিকারক সফ্টওয়্যার প্রবর্তন বা হ্যাকিং, ফিশিং, পাইরেসি কার্যকলাপে জড়িত সহ ওয়েবসাইটের কার্যকারিতা ব্যাহত বা হস্তক্ষেপ করার চেষ্টা করা করা থেকে বিরত থাকবেন।

ব্যবহারকারী ডিভাইসের সুরক্ষাঃ

Timeline Treasures ওয়েবসাইট ব্যবহারকারী তার নিজের ডিভাইসের সুরক্ষা নিজেরােই নিশ্চিত করবেন। Timeline Treasures ওয়েবসাইট ব্যবহারের সময় ভাইরাস জনিত বা অন্য কোন কারণে ডিভাইসের ক্ষতি হলে তার দায়ভার Timeline Treasures বহন করে না। তৃতীয় পক্ষের কোন কন্টেন্ট এ প্রবেশের কারণে ডিভাইসের কোন ক্ষতি হলে Timeline Treasures কোনভাবেই দায়ী নয়।

অন্য ওয়েবসাইটে স্থানান্তরঃ

Timeline Treasures ওয়েবসাইটে তৃতীয় পক্ষের লিংক ব্যবহার করা হতে পারে। সেক্ষেত্রে Timeline Treasures এর ওয়েবসাইট থেকে ব্যবহারকারীরা অন্য কোন ওয়েবসাইটে স্থানান্তরিত হলে তার দায়ভার Timeline Treasures বহন করে না। এই ওয়েবসাইটে প্রকাশিত কোন হাইপারলিংকের নিরাপত্তা Timeline Treasures প্রদান করে না। তাই হাইপারলিংকগুলোতে নিজ দায়িত্বে সতর্কতার সাথে প্রবেশ করুন।

তৃতীয় পক্ষের কনটেন্টঃ

কোন কন্টেন্ট Timeline Treasures ওয়েবসাইট কতৃক তৈরি নয়, তা Timeline Treasures এর ওয়েবসাইটে প্রকাশিত হলেও তা তৃতীয় পক্ষের কন্টেন্ট হিসেবে বিবেচিত হবে।

বিজ্ঞাপনঃ

Timeline Treasures এর ওয়েবসাইটে পরিবেশিত বিজ্ঞাপনের মালিকানা তৃতীয় পক্ষের। বিজ্ঞাপন দাতা ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ এবং তা অন্যপক্ষের সাথে আদান প্রদান করতে পারে। এর ফলে কোন সমস্যার সৃষ্ট হলে তার জন্য Timeline Treasures দায়ী থাকবে না। বিজ্ঞাপন Timeline Treasures এর ওয়েবসাইটে প্রদর্শিত হলেও তার দায় Timeline Treasures এর নয়।

শর্তাবলী পরিবর্তনঃ

Timeline Treasures পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো সময় তার প্রকাশিত যে কোন নীতিমালায় সংশোধন, পরিবর্তন, পরিমার্জন এবং পরিবর্ধন করার অধিকার রাখে। তবে পরিবর্তনগুলো ওয়েবসাইটে প্রকাশিত হয়। তাই ব্যবহারকারীদের নীতিমালার পরিবর্তনগুলোর দিকে লক্ষ্য রাখার অনুরোধ জানাচ্ছে। নীতিমালা পরিবর্তনের পরে ব্যবহারকারী ওয়েবসাইটে ব্যবহার করলে তখন তিনি পরিবর্তিত নীতিমালা মেনে নিয়েই ওয়েবসাইটে ব্যবহার করেছেন বলে ধরে নেয়া হবে।

কুকির ব্যবহারঃ

Timeline Treasures কোন ব্যবহারকারীর কুকি বা ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করে না। Timeline Treasures এর ওয়েবসাইটে প্রবেশের মাধ্যমে যদি তৃতীয় কোন পক্ষ ব্যবহারকারীর কুকি সংরক্ষণ করে থাকে তাহলে তার ওপর Timeline Treasures এর কোন নিয়ন্ত্রণ নেই। তাই Timeline Treasures এর ওয়েবসাইট ব্যবহার করার সময় তৃতীয় পক্ষের কোন ওয়েবসাইট বা লিঙ্ক ব্যবহারে সতর্কতা অবলম্বন করার নির্দেশনা প্রদান করে। তবে ব্যবহারকারী নিবন্ধন কালে Timeline Treasures কে প্রয়োজনীয় যে সকল তথ্য সরবরাহ করে থাকেন তা তৃতীয় পক্ষের সঙ্গে আদান প্রদান করা হয় না।

দেশের বাইরে থেকে ওয়েবসাইটে প্রবেশঃ

বাংলাদেশের বাইরে থেকে যারা ওয়েবসাইটে প্রবেশ করবেন তাদের ব্যক্তিগত তথ্য "ব্যবহারের শর্তাবলী" ও "গোপনীয়তার নীতি" অনুযায়ী প্রক্রিয়া করা হবে।

ওয়ারেন্টির দাবিত্যাগঃ

  • Timeline Treasures সব সময়ই ব্যবহারকারীকে সর্বোত্তম সেবা, নির্ভুল ও অথেন্টিক তথ্য দেয়ার চেষ্টা করে।
  • সর্বক্ষেত্রেই সকল বিষয়বস্তুর যথার্থতা, সম্পূর্ণতা বা উপযোগিতার নিশ্চয়তা Timeline Treasures প্রদান করে না।
  • Timeline Treasures এর ওয়েবসাইটে প্রকাশিত সকল তথ্য ও সেবা কোন ওয়ারেন্টি বা গ্যারান্টি ছাড়াই শুধুমাত্র তথ্যের জন্য, পরামর্শের জন্য নয়।
  • Timeline Treasures ওয়েবসাইটের কন্টেন্ট, ওয়েবসাইটের ব্যবহার বা ওয়েবসাইটের উপর নির্ভরতা থেকে উদ্ভূত যে কোন ক্ষতি বা ক্ষতির জন্য সমস্ত দায় অস্বীকার করে।

ব্যাঘাত, ওয়েব সাইট অপ্রাপ্যতাঃ

Timeline Treasures সর্বক্ষণ তার সেবা চালু রাখার চেষ্টা করে। তবে Timeline Treasures এর নিয়ন্ত্রণ নেই, এমন কোন সমস্যা যেমন- ইন্টারনেটের সমস্যা বা এই ধরনের সমস্যার কারণে, ব্যবহারকারী কর্তৃক তৃতীয় পক্ষের কোন কনটেন্ট ডাউনলোড বা তাতে প্রবেশ করার কারণে সমস্যা হলে বা সেবায় ব্যাঘাত ঘটলে তার দায় Timeline Treasures নেবে না। বর্তমানে বিদ্যমান বাংলাদেশের আইন অনুযায়ী Timeline Treasures এর ওয়েবসাইটে প্রকাশিত কোন কন্টেন্ট বা সেবার কারণে কারো কোনো ক্ষতি হলে এর দায়ভার Timeline Treasures বহন করে না।

আইনঃ

  • বাংলাদেশে বিদ্যমান বর্তমান আইন অনুযায়ী Timeline Treasures ওয়েবসাইট ব্যবহারের শর্তাবলী এবং ব্যবহারকারীর সাথে সম্পর্ক পরিচালিত হয়।
  • পাশাপাশি তথ্য প্রকাশ, তথ্য সংরক্ষণ, ফাঁস বা এগুলোর ঘটার তারিখ নিয়ে কোন বিতর্ক সৃষ্টি হলে তা আরবিট্রেশন অ্যাক্ট, ২০২১ অনুযায়ী সালিশের মাধ্যমে নিষ্পত্তি করা হয়ে থাকে।
  • এই সালিশ পরিচালনার পূর্ণাঙ্গ এখতিয়ার আদালতের হাতে রয়েছে। যারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন বা সেবা নিবেন তাদের আবাসস্থল, অবস্থান বা নাগরিকত্ব অনুযায়ী এই নীতিমালা প্রযোজ্য হবে।

সংশোধন নীতিমালাঃ

Timeline Treasures এর ওয়েবসাইটে সকল আর্টিকেল ত্রুটিহীন ও নির্ভুলভাবে প্রকাশ করার সর্বাত্মক চেষ্টা করা হয়ে থাকে। তা সত্বেও অনিচ্ছাকৃত ভুল হওয়াটা অস্বাভাবিক নয়। অনিচ্ছাকৃত হলেও যেকোনো প্রকার ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই অনিচ্ছাকৃত ভুলগুলো আমাদের নজরে এলে যথাযথ নিয়ম মেনে সংশোধন করে প্রকাশের মাধ্যমে ব্যবহারকারীদের দৃষ্টি গোচর করা হয়। এর পরেও ব্যবহারকারীদের চোখে কোন ভুল ধরা পড়লে আমাদের সাথে “যোগাযোগ” করলে Timeline Treasures সংশোধনের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

গেস্ট পোস্ট জমাঃ

Timeline Treasures ব্যবহারকারীদের ওয়েবসাইটে প্রকাশনার জন্য অতিথি পোস্ট জমা দেওয়ার অনুমতি দিতে পারে। জমা দেওয়ার নির্দেশিকা আলাদাভাবে প্রদান করা হবে, এবং সমস্ত অতিথি পোস্ট অ্যাডমিন দ্বারা পর্যালোচনা এবং অনুমোদন করা হবে।

নীতিমালা ও শর্তাবলীতে আপনার একমত হওয়া প্রসঙ্গেঃ

আপনি Timeline Treasures এর (ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম ইত্যাদি) যে কোনো অংশ ভিজিট করার মাধ্যমে এই প্ল্যাটফর্মের সকল শর্তবলী, গোপনীয়তা নীতি সহ সমস্ত নীতিমালার সাথে একমত পোষণ করছেন। আপনি যদি আমাদের কোন শর্ত, গোপনীয়তা নীতি ও অন্ন্যন্য নীতিমালার সাথে একমত পোষণ না করেন তাহলে Timeline Treasures এর সকল সার্ভিস/ সেবা গ্রহণ করা থেকে নিজেকে বিরত রাখুন।

গভর্নিং আইন ও এখতিয়ারঃ

  • সকল শর্তাবলী ও নীতিমালা আইন নীতির দ্বন্দ্বকে বিবেচনা না করেই [বাংলাদেশ] এর আইন দ্বারা পরিচালিত এবং ব্যাখ্যা করা হবে।
  • এই নিয়ম ও শর্তাবলী থেকে উদ্ভূত বা সম্পর্কিত যেকোন বিরোধ [বাংলাদেশ] আদালতের একচেটিয়া এখতিয়ারের অধীন হবে।
  • Timeline Treasures ওয়েবসাইটে প্রবেশ বা ব্যবহার করে, আপনি স্বীকার করেছেন যে আপনি এই ওয়েবসাইটের সকল শর্তাবলী ও নীতিমালা পড়েছেন, বুঝেছেন এবং সম্মত হয়েছেন।

সমাপ্তিঃ

Timeline Treasures যে কোনো সময় এবং যে কোনো কারণে পূর্ব ঘোষণা ছাড়াই বিষয়বস্তু বা অতিথি পোস্ট প্রকাশ করার ক্ষমতা সহ ওয়েবসাইটে ব্যবহারকারীর প্রবেশ বন্ধ বা স্থগিত করতে পারে।

এই নীতিমালা ও শর্তাবলী সম্পর্কে আপনার কোন প্রশ্ন বা উদ্বেগ থাকলে, অনুগ্রহ করে আমাদের সাথে “যোগাযোগ” করুন।

সর্বশেষ আপডেটঃ [০১/০৪/২০২৪]

আপনি কি সম্মত?
প্রিয় ব্যবহারকারী, আপনারা এই ওয়েব সাইটের সকল নিয়ম, নীতিমালা এবং শর্তাবলী পড়ে এবং মেনে এই ওয়েব সাইট ব্যবহার করতে একমত কি?
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.