মন্তব্য প্রকাশের নীতিমালা

Timeline Treasures এর ওয়েবসাইটে মন্তব্য পোস্ট করার সময় বাংলাদেশের প্রচলিত আইন এবং ওয়েবসাইটের নীতিমালা ও শর্তাবলী মেনে মন্তব্য করতে পারবেন।
  • Timeline Treasures ওয়েবসাইটের যে কোনো পোস্ট, ভিডিও বা পেইজে মন্তব্য করার ক্ষেত্রে যে পোস্ট, ভিডিও, অডিও, ছবি, বা পেইজে মন্তব্য করবেন কেবলমাত্র সেই পোস্ট, ভিডিও, অডিও, ছবি, বা পেইজ সংশ্লিষ্ট কোনো বিষয়ের কোন কিছু জানতে বা জানাতে চাইলে মন্তব্য করতে পারবেন।
  • যে পোস্ট বা ভিডিও বা পেইজে মন্তব্য করবেন সেই পোস্ট বা ভিডিও বা পেইজ সংশ্লিষ্ট কোনো বিষয়ে নিজের ভাল লাগার অনুভূতি ব্যক্ত বা গঠনমূলক সমালোচনা করে মন্তব্য করতে পারবেন। উপরোক্ত বিষয়গুলি ছাড়া অন্য কোন বিষয়ে মন্তব্য করতে পারবেন না।
  • দেশ ও দেশের বাইরের কোন ব্যাক্তি, জাতি, গোষ্ঠী, প্রতিষ্ঠান, ভাষা ও ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে বা অবমাননাকর কোন মন্তব্য করতে পারবেন না।
  • অশালীন ও অশ্লীল, বিজ্ঞাপনমূলক, মানহানীকর, অশ্রাব্য ও আক্রমনাত্বক শব্দ/বাক্যের কোন শব্দ বা বাক্য ব্যবহার করে মন্তব্য করতে পারবেন না।
  • Timeline Treasures এর অনুমতি ব্যতীত কমেন্টে বিজ্ঞাপনমূলক তথ্য বা লিংক পোষ্ট করা সম্পূর্ণ নিষিদ্ধ।
  • ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করা, ভয় দেখানো, হুমকি দেয়া, আর্থিক লেন-দেনে উদ্বুদ্ধ করা নীতিমালা পরিপন্থী।
  • ভুল বা অসম্পূর্ণ বাক্যের মাধ্যমে মন্তব্য করতে পারবেন না।
  • Timeline Treasures যে কোন মন্তব্য প্রকাশ না করা ও বাতিলের অধিকার রাখে।
  • Timeline Treasures এর ওয়েবসাইটে প্রকাশিত কোন পোস্টে বা প্লাটফর্মে অঘটনমূলক, অসামাজিক, অশ্লীল, অসত্য, অনৈতিক বা আক্রমণাত্মক কোন পোস্ট, কমেন্ট, মেসেজ বা কল করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হতে পারে।
এই নিয়ম ও শর্তাবলী সম্পর্কে আপনার কোন প্রশ্ন বা উদ্বেগ থাকলে, অনুগ্রহ করে আমাদের সাথে “যোগাযোগ” করুন।

সর্বশেষ আপডেটঃ [০১/০৪/২০২৪]

এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url