ইতিহাসের গুরুত্বপূর্ণ সাল-বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ তারিখ

ইতিহাসের গুরুত্বপূর্ণ সাল-বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ তারিখ

ইতিহাসের গুরুত্বপূর্ণ সাল

০ - সালে যিশু খ্রিষ্টের জন্ম।
৩২০ - চন্দ্রগুপ্ত কর্তৃক গুপ্ত বংশের প্রতিষ্ঠা।
৫৭০ - হযরত মুহাম্মদ (সাঃ) এর জন্ম।
৬৩২ - হযরত মুহাম্মদ (সাঃ) এর মৃত্যু।
৭৫৬ - গোপাল কর্তৃক পাল বংশের প্রতিষ্ঠা।
১২০৪ - লক্ষ্মণ সেনকে পরাজিত করে বখতিয়ার খলজির বাংলা জয়।
১৩৩৩ - মুহম্মদ বিন তুঘলকের রাজত্বের সময় ইবনে বতুতার আগমন।
১৪৯৮ - পর্তুগীজ নাবিক ভাস্কো-দা-গামার ভারত আগমন। পানিপথে ভারতে আসার জলপথ আবিষ্কার।
১৫২৬ - বাবরের সাথে পানি পথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদীর পরাজয় এবং বাবর কর্তৃক মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা।
১৫৫৬ - সম্রাট আকবরের দিল্লীর সিংহাসন লাভ, আকবরের সেনাপতি বৈরাম খান ও আফগান নেতা হিমুর মধ্যে পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুর পরাজয়।
১৬১০ - ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হিসেবে স্থাপন ।
১৬৭৮ - সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা মোঃ আজম শাহ লালবাগের কেল্লা নির্মাণ কাজ শুরু করেন।

১৭৩৯ - নাদির শাহ কর্তৃক ভারত আক্রমণ ।
১৭৫৭ - পলাশীর যুদ্ধ।
১৭৬১ - পানিপথের তৃতীয় যুদ্ধে আহমদ শাহ আবদালির নিকট মারাঠাদের পরাজয়।
১৭৬৪ - বক্সারের যুদ্ধে ইংরেজদের নিকট মীর কাশিমের পরাজয়।
১৭৬৫ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ।
১৭৭০ - ভয়াবহ দুর্ভিক্ষ (ছিয়াত্তরের মন্বন্তর, বাংলা ১১৭৬)। ।
১৭৮০ - জেমস অগাস্টাস হিকি কর্তৃক বেঙ্গল গেজেট প্রকাশ
১৭৮৪ - ভারত শাসন আইন চালু ।
১৭৯৩ - চিরস্থায়ী বন্দোবস্ত ঘোষণা।
১৮০০ - কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়।
১৮১৮ - জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত ‘দিকদর্শন’ পত্রিকা প্রকাশ।
১৮২৯ - লর্ড বেন্টিংক কর্তৃক সতীদাহ প্রথা রহিতকরণ।
১৮৩১ - তিতুমীরের বাঁশের কেল্লা নির্মাণ।
১৮৪৩ - অক্ষয়কুমার দত্ত সম্পাদিত ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা প্রকাশ।
১৮৫৩ - লর্ড ডালহৌসি কর্তৃক উপমহাদেশে সর্বপ্রথম রেল যোগাযোগ চালু।
১৮৫৬ - লর্ড ডালহৌসি কর্তৃক বিধবা বিবাহ আইন পাশ।
১৮৫৭ - উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু। সিপাহী বিদ্রোহ।
১৮৫৮ - ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান।
১৮৬০ - নীল বিদ্রোহের অবসান ।
১৮৬১ - কৃষ্ণচন্দ্র মজুমদার সম্পাদিত 'ঢাকা প্রকাশ' প্রকাশিত।
১৮৭২ - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত 'বঙ্গদর্শন প্রকাশিত।
১৮৭২ - নবাব আব্দুল গণি পুত্রের নামে ঢাকায় আহসান মঞ্জিল নির্মাণ করেন।
১৮৮০ - বেগম রোকেয়ার জন্ম।
১৮৮৫ - ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা।
১৯০৫ - বঙ্গভঙ্গ এবং ঢাকাকে প্রাদেশিক রাজধানী ঘোষণা।
১৯০৬ - মুসলিম লীগ প্রতিষ্ঠা।
১৯১০ - বাংলাদেশের প্রথম যাদুঘর ‘বরেন্দ্র গবেষণা যাদুঘর’ রাজশাহীতে প্রতিষ্ঠা।
১৯১১ - লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ।
১৯১২ - ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষে নাথান কমিশন প্রতিষ্ঠা।
১৯১৩ - রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার লাভ।
১৯১৪ - প্রমথ চৌধুরী সম্পাদিত ‘সবুজপত্র’ প্রকাশ।
১৯১৬ - জাতিগত সম্প্রীতি রক্ষায় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি।
১৯১৮ - উপমহাদেশের প্রথম নৈশ বিদ্যালয় চালু।
১৯১৯ -ভারতের প্রদেশগুলোতে দ্বৈতশাসন প্রবর্তন।
           - খিলাফত আন্দোলন ।
           - জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুরের নাইট উপাধি ত্যাগ।
আরো পড়ুনঃ বাংলাদেশের ঐতিহাসিক জায়গা
১৯২০ - মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন।
১৯২১ -ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
১৯২৩ - বেঙ্গল প্যাক্ট চুক্তি।
১৯২৬ - ঢাকা মুসলিম সাহিত্য সমাজ গঠিত হয়।
১৯২৭ - আবুল হুসেন সম্পাদিত শিখা পত্রিকা প্রকাশ।
১৯৩০ - সূর্যসেনের নেতৃত্বে অস্ত্রাগার লুন্টন।
১৯৩৭ - জিন্নাহর দ্বি-জাতি তত্ত্ব প্রদান।
১৯৩৮ - বঙ্গীয় চাষী খাতক আইন পাস।
১৯৪০ - লাহোর প্রস্তাব উত্থাপন।
১৯৪২ - গান্ধীর নেতৃত্বে ভারত ছাড় আন্দোলন।
১৯৪৭ - পেট্রোবাংলা প্রতিষ্ঠা; ভারত বিভাগ।
           - ৩রা জুন পরিকল্পনা/মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ঘোষণা।
           - পাকিস্তানের ১ম গণ পরিষদ গঠন।
           - ভারত ও পাকিস্তানের স্বাধীনতা লাভ।
১৯৪৮ - পূর্ব পাকিস্তান মুসলীগ ছাত্রী সংগঠনের জন্ম।
১৯৪৯ - আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা।
১৯৫০ - জমিদারী প্রথা বিলুপ্ত, মংলা সমুদ্র বন্দর নির্মাণ।
১৯৫১ - আদমজী জুট মিল প্রতিষ্ঠা।
১৯৫২ - ভাষা আন্দোলনে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠন ও ভাষার জন্য প্রাণদান।
           - বাংলাদেশে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা।
১৯৫৩ - দেশের বৃহত্তম ও প্রথম কর্ণফুলি কাগজকল স্থাপিত।
            - রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
            - যুক্তফ্রন্ট গঠন।
১৯৫৪ - প্রাদেশিক পরিষদের নির্বাচন ২৩৭ এর মধ্যে ২২৩ আসনে যুক্তফ্রন্টের বিজয়।
১৯৫৫ - বাংলাদেশের প্রথম গ্যাসফিল্ড আবিষ্কার।
            - বাংলা একাডেমি প্রতিষ্ঠা।
১৯৫৬ - বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি।
            - পাকিস্তানের প্রথম সংবিধান প্রতিষ্ঠা।
            - বারডেম প্রতিষ্ঠা।
১৯৫৭ - মওলানা ভাসানীর নেতৃত্বে কাগমারী (টাঙ্গাইল) সম্মেলন অনুষ্ঠিত।
            - বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠিত।
১৯৫৮ - বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা (বিএফডিসি) প্রতিষ্ঠিত।
            - বিআইডব্লিউটিএ প্রতিষ্ঠিত।
            - ফৌজদারহাট ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত।
১৯৫৯ - আখতার হামিদ খান কুমিল্লায় BARD প্রতিষ্ঠা করেন।
১৯৬১ - কক্সবাজারের রামুতে প্রথম রাবার বাগান স্থাপন।
            - বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত ।
১৯৬২ - বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, পাকিস্তানের দ্বিতীয় সংবিধান প্রণয়ন ।
১৯৬৩ - ঝিনাইদহ ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা।
১৯৬৪ - ঢাকা থেকে টিভি অনুষ্ঠান সম্প্রচার শুরু।
১৯৬৫ - কাশ্মির ইস্যুতে ভারত ও পাকিস্তান যুদ্ধ।
            - মির্জাপুর ক্যাডেট কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ প্রতিষ্ঠিত।
১৯৬৬ - ৬ দফা দাবী পেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, ভারত ও পাকিস্তানের মধ্যে তাসখন্দ চুক্তি।
১৯৬৮ - আগরতলা মামলা (বঙ্গবন্ধু সহ ৩৫ জনকে আসামী করা হয়)।
১৯৬৯ - সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন ও গণঅভ্যুত্থান।
১৯৭০ - পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ১৬৭টি আসন লাভ।
            - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
            - বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট প্রতিষ্ঠা ।
            - আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা।
১৯৭১ - মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভ।
১৯৭২ - ১ম শিক্ষা কমিশন গঠন (কুদরত-ই-খুদা)।
            - UNESCO ও IMF-এ বাংলাদেশের সদস্যপদ লাভ।
১৯৭৩ - বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয়।
১৯৭৪ - চাদনীঘাটে দেশের প্রথম পানি সরবরাহ কার্যক্রম শুরু।
            - প্রথম আদমশুমারি।
            - কাবিখা কর্মসূচি চালু ।
            - বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে।
            - জাতিসংঘে বঙ্গবন্ধু কর্তৃক ১ম বাংলায় ভাষণ।
১৯৭৫ - সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা।
            - ঢাকার রামপুরায় বিটিভি স্থাপন।
১৯৭৭ - প্রথম কৃষিশুমারি অনুষ্ঠিত।
            - প্রথম গণভোট অনুষ্ঠিত।
            - আইসিসির সদস্য পদ লাভ।
            - শিশু একাডেমি প্রতিষ্ঠা।
১৯৭৮ - সিলেট ক্যাডেট কলেজ প্রতিষ্ঠা।
১৯৭৯ - ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলা উদ্বোধন।
১৯৮০ - বাংলাদেশে প্রথম রঙ্গিন টিভি চালু ।
১৯৮১ - দ্বিতীয় আদমশুমারি অনুষ্ঠিত ।
১৯৮২ - ঢাকা Dacca থেকে Dhaka করা হয়।
১৯৮৩ - বাংলাদেশে প্রথম ইসলামী ব্যাংকিং চালু (ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ)।
            - গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা।
১৯৮৪ - বাংলাদেশ প্রথম অলিম্পিকে অংশগ্রহণ করে।
১৯৮৫ - প্রথম উপজেলা নির্বাচন, দ্বিতীয় গণভোট (এরশাদের সমর্থন যাচাই)।
১৯৮৬ - দ্বিতীয় কৃষিশুমারী।
               - হরিপুরের তেলক্ষেত্র আবিষ্কার।
               - জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশী সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী।
            - সাধারণ পোস্টাল কোড চালু।
১৯৮৭ - জাতীয় সংসদে বাংলাভাষাকে জীবনের সর্বস্তরে ব্যবহারের জন্য আইন পাস।
১৯৮৮ - উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালু।
১৯৯১ - তৃতীয় আদমশুমারি।
           - তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন ।
           - তৃতীয় গণভোট (দ্বাদশ সংশোধনী) পাশ।
            - বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু ।
১৯৯৩ - চাঁপাইনবাবগঞ্জে প্রথম আর্সেনিক ধরা পড়ে।
            - বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা সারাদেশে চালু।
১৯৯৪ - জাতীয় বৃক্ষমেলা শুরু। 
১৯৯৫ - গবাদি পশুর প্রথম ভ্রুণ বদল। 
১৯৯৬ - বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট চালু।
১৯৯৭ - তৃতীয় কৃষিশুমারি।
            - সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা । 
১৯৯৮ - কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠা । 
১৯৯৯ - UNESCO কর্তৃক ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপে ঘোষণা।
২০০০ - বাংলাদেশ ক্রিকেটে টেস্ট স্ট্যাটাস লাভ করে।
২০০১ - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত।
২০০২ - আদমজি পাটকল বন্ধ।
২০০৫ - বাংলাদেশ প্রথম টেস্ট সিরিজ জয় করে।
২০০৭ - বাংলাদেশে সিডর আঘাত হানে।
            - বিচার বিভাগ পৃথক হয়।
২০০৮ - একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের স্বীকৃতি।
            - সর্বশেষ (৪র্থ) কৃষিশুমারি।
            - বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।
২০১১ - পঞ্চম আদমশুমারী।
            - তত্ত্বাবধাক সরকার ব্যবস্থা বিলুপ্ত।

বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ তারিখ

জানুয়ারি
১৯৯৫
বাংলাদেশ WTO এর সদস্য পদ লাভ করে।
৪ ১৯৭২ 8 ১৯৯০
বাংলাদেশে প্রথম কাগজের মুদ্রা চালু হয়।
বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয়।
৫ ১৯৭২
বাংলাদেশের প্রথম বিমান চালু।
১০ ১৯৭২
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন।
১০
১৯৬৬ ভারত ও পাকিস্তানের মধ্যে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত।
১৯৯২ শহীদ জাহানারা ইমাম কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাবাস বাংলাদেশ উদ্বোধন।
১৯৩৪
সূর্যসেনের ফাঁসি।
১৮ ১৯৬৮ বঙ্গবন্ধুসহ ৩৫ জনকে আসামী করে আগরতলা মামলা দায়ের।
20 ১৯৬৯
শহীদ আসাদের হত্যাকাণ্ড।
২৮ ১৯৮২ রাষ্ট্রপতি আব্দুস সাত্তার কর্তৃক জাতীয় সংসদের ভিত্তি প্রস্তর স্থাপন
ফেব্রুয়ারি
১ ১৯৭২ প্রথম আফ্রিকান দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় সেনেগাল ।
৫ ১৯৬৬ লাহোরে বিরোধীদলের সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিব কর্তৃক ৬ দফা ঘোষণা ।
৭ ১৫
১৯৫৭ টাঙ্গাইলে কাগমারী সম্মেলন অনুষ্ঠিত ।
১৯৬৯ আগরতলা মামলার আসামী সার্জেন্ট জহরুল হজ্বকে হত্যা।
১৮
১৯৬৯ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শহীদ শামসুজ্জোহাকে হত্যা।
১৯৫২ ভাষার দাবীতে ১৪৪ ধারা ভঙ্গ করে জীবন দান।
২২ ১৯৬৯
আগরতলা মামলা প্রত্যাহার
২৩ ১৯৬৯ রেসকোর্স ময়দানে গণসংবর্ধনায় তোফায়েল আহমেদ কর্তৃক শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি প্রদান
মার্চ
২ ১৯৭১ আ স. ম. আব্দুর রব কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় জাতীয় পতাকা উত্তোলন।
৭ ১৯৭১ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক স্বাধীনতার ঘোষণা।
৭ ১৯৭৩ প্রথম জাতীয় সংসদ নির্বাচন।
১৭৯৩ চিরস্থায়ী বন্দোবস্ত ঘোষণা।
23 ১৯৪০ লাহোর প্রস্তাব উত্থাপন ।
১৯৬৬ লাহোরে সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু কর্তৃক ৬ দফা প্রস্তাব উত্থাপন।
১৯৭১ 'অপারেশন সার্চ লাইট' নামে গণহত্যা।
২৬ ১৯৭১ চট্টগ্রামের কালুরঘাটে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপিত।
এপ্রিল
8 ১৯৭২ বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দান ।
১৯৭৩ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত ।
১০ ১৯৭১ মুজিবনগর সরকার গঠন ও আনুষ্ঠানিক স্বাধীনতার ঘোষণাপত্র জারি। পাঠ
করেন অধ্যাপক ইউসুফ আলী /গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত
১১ ২০০৪ বিটিভি ওয়ার্ল্ড চালু।
১৩ ১৯১৮ জালিওয়ালাবাগ হত্যাকাণ্ড।
১৭ ১৯৭১ মুজিবনগরে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ঘোষণা।
১৮ ১৯৩০ সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন।
১৯৭২ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থা হিসেবে বাংলাদেশ কমনওয়েলথ এর সদস্যপদ লাভ।
২২
অ্যাসিওরেন্স বিসিএস প্রিলিমিনারি ডাইজেস্ট + ২৭৫
মে
৭১৮৬১ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম।
১৬ ১৯৭৬ ফারাক্কা লং মার্চ দিবস 1
शुन
২১ ২০০৯
হাইকোর্ট বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক বলে রায় দেয়।
২৩
১৭৫৭ পলাশীর যুদ্ধ।
২৩
১৯৪৯ আওয়ামী লীগ প্রতিষ্ঠা।
২৬
২০০০ বাংলাদেশ ক্রিকেটে টেস্ট স্ট্যাটাস লাভ করে।
জুলাই
১৯৯১ VAT চালু।
৯ ২০০৩ র‍্যাব গঠনের লক্ষ্যে আইন পাশ হয়।
আগস্ট
১১৯৭১
জর্জ হ্যারিসন ও রবি শংকরের গাওয়া Concert for Bangladesh. অনুষ্ঠিত হয় ম্যাডিসন স্কয়ারে (নিউইয়র্ক)।
২০১১ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চিত্রপরিচালক তারেক মাসুদ ও মিশুক মনিরের মৃত্যু। জাতীয় শোক দিবস।
১৫
সেপ্টেম্বর
১ ২০০৮ জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠা
১৫ প্রতিবছর জাতীয় আয়কর দিবস
১৭ ১৯৭৪ জাতিসংঘের সদস্য পদ লাভ।
১৯ ২০০৮ বাংলাদেশের প্রথম হিমায়িত ভ্রুণ শিশুর জন্ম হয়।
অক্টোবর
৭ ১৯৫৮
প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা কর্তৃক প্রথম সামরিক শাসন জারি ।
বাংলাদেশের সংবিধান গণপরিষদে প্রথম উত্থাপিত হয়। ১২ ১৯৭২
১৬
১৯০৫
লর্ড কার্জন কর্তৃক বঙ্গভঙ্গ ঘোষণা।
১৮
১৯৭২
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পুরষ্কার লাভ।
নভেম্বর
২০০৭ স্বাধীন বিচার বিভাগের যাত্রা।
১৯৭৫ জেলহত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে জাতীয় চারনেতাকে ঢাকা
কেন্দ্রীয় জেলখানায় হত্যা করা হয়।
8
সংবিধান দিবস।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ।
বাংলাদেশ প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ খেলে।
২০০৪ দুদক গঠিত হয়। সশস্ত্র বাহিনী দিবস।
ডিসেম্বর
১৯৮০ বাংলাদেশে প্রথম রঙ্গিন টিভি চালু।
১৯৫৫ বাংলা একাডেমি দিবস।
8 ১৮২৯ সতীদাহ প্রথা রহিত।
৫ ১৯৬৯ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের নামকরণ করেন বাংলাদেশ।
৬ ১৯৭১ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভারত।
৭ ১৯৭১
দ্বিতীয় স্বীকৃতিদানকারী দেশ ভুটান।
বেগম রোকেয়া দিবস।
১২ ২০১৩ মানবতা বিরোধী অপরাধে প্রথম ফাঁসির রায় কার্যকর।

শহীদ বুদ্ধিজীবী দিবস।
১৯১৬
লক্ষ্মৌ চুক্তি।
১৯৭১
বাংলাদেশের বিজয় অর্জন।
১৯৭১
বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠা।
১৯৭২
বাংলাদেশের সংবিধান কার্যকর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার উদ্বোধন।
১৯৭৯
হুসেইন মুহাম্মদ এরশাদ কর্তৃক জাতীয় স্মৃতিসৌধের উদ্বোধন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url