Introductory There & It কি || Introductory There & It এর ব্যবহার

Introductory শব্দের অর্থ সূচনাবাচক বা পরিচিতিমূলক। ইংরেজি গ্রামারের আরো একটি গুরুত্বপূর্ণ টপিক হলো Introductory ‘There’ & ‘It’. ইংরেজি লেখা বা বলার সময় প্রয়ই আমাদের Introductory ‘There’ & ‘It’ ব্যবহার করার প্রয়োজন হয়। এই আর্টিকেলে Introductory ‘There’ & ‘It’ কি? এদের ব্যবহার উদাহরণসহ আলোচনা করা হয়েছে।

Table Of Content: Introductory There & It এর ব্যবহার

Introductory ‘There’ কি?

কোথাও কোন কিছুর অস্তিত্ব আছে বা ছিলো অথবা এ সমন্ধে কোন কিছু বলা বা প্রকাশ করার জন্য বাক্যে Introductory বা Preparatory Subject হিমেবে ‘There’ ব্যবহার করা হয়। এসময় প্রকৃত Subject-কে Verb-এর পরে বসানো হয়। প্রকৃতপক্ষে, Introductory ‘There’ বাক্যের শুরুতে ব্যবহৃত হয়। যদিও ‘There’ হলো Adverb of Place. কিন্তু একটি Sentence-কে উপস্থাপন করার জন্য যখন ‘There’-কে একটি বাক্যের শুরুতে ব্যবহার করা হয় তখন এটিকে Introductory বা Preparatory ‘There’ বলা হয়। এক্ষেত্রে, ‘There’-এর কোন Adverbial Sense থাকেনা।

Introductory ‘There’ এর ব্যবহার

অন্যভাবে বলা যায়, কোন বাক্যের Subject যদি অনির্দিষ্ট হয় এবং বাক্যের Verb যদি “Be” অর্থাৎ, ‘থাকা’, কিংবা ‘অস্তিত্ব থাকা’ ইত্যাদি অর্থজ্ঞাপক কোন Verb হয়, তাহলে বাক্যের প্রথমে ‘There’ ব্যবহৃত হয়।
Introductory ‘There’ যুক্ত Sentence-এর Structure:
  • There + ‘to be’ Verb + Subject + Adverbials (Sentence-এর বাকি অংশ)
Example:
  • There is a big playground in front of our college.
  • There are many mango trees in the village.
ব্যাখ্যাঃ উপরের বাখ্য দুটিতে playground ও mango trees এর ‘থাকা বা অস্তিত্ব’ আছে। তাই বাক্য দুটি উপস্থাপন করার জন্য বাক্যের শুরুতে Introductory ‘There’ ব্যবহার করা হয়েছে।

‘There’ এর সাথে ব্যবহৃত be-verb এর কতিপয় রূপঃ

is, was, were, will be, may be, might be, might have been, should be, should have been, must be, must have been, can be, could be, could have been, seems to be, seemed to be, appears to be, appeared to be, happens to be, happened to be, exists, lives, live, arose.
More Example:
বাংলা ইংরেজি
এক দেশে এক রাজা ছিলো। There was a king in a country. বা There lived a king in a country.
একটি সমস্যা থাকতে পারে। There can be a problem.
কোন বিপদ হবে না। There will be no danger.
সেখানে বিশজন লোক ছিল। There were twenty people.
এই পুকুরে অনেক মাছ আছে। There are many fishes in this pond.
এই বনে বাঘ থাকতে পারে। There may be tigers in this jungle.
আমাদের গ্রামে একটি পুরাতন মসজিদ ছিলো। There was an old mosque in our village.
এখানে একটি মসজিদ থাকা উচিত। There should be a mosque here.
তার চরিত্রে কোন অসততা নেই। There is no dishonesty in his character.
একটি অফিসে নিয়ম-কানুন থাকা উচিত। There should be rules and regulations in an office.

There is/was/are/were-এর ব্যবহার

আমরা বাক্যের Subject Singular হলে There is/was ব্যবহার করতে হয় এবং Subject Plural হলে There are/were ব্যবহার করতে হয়। নিম্নে Introductory ‘There’ + to be Verb + Singular/Plural Subjects-এর কিছু উদাহরণ দেওয় হলো।
Example:
  • There is a book on the table.
  • There is the book I was looking for.
  • There are many people on the road.
  • There were some girls walking in the garden.
Note: নিচের Structure টি লক্ষ করুন।
  • There is + no + Gerund + Sentence-এর বাকি অংশ।
এই Structure-টি Impossibility (অসম্ভব পরিস্থিতি/অসম্ভব কাজ) নির্দেশ/প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়।
Example:
  • There is no denying the fact that she stole the money.
  • There is no knowing wgat will happen.
  • There is no knowing what he did with the money.
উপরের বাক্যগুলোকে এভাবেও লেখা যায়। যেমন-
  • It is impossible to deny that she stole the money.
  • It is impossible to know what will happen.
  • It is impossible to know what he did with the money.

There isn't/aren't-এর ব্যবহার

কোন কিছুর অস্তিত্ব আছে প্রকাশ কারতে আমরা There is/are ব্যবহার করে থাকি। ঠিক তেমনই কোন কিছুর অস্তিত্ব নেই এমন কিছু প্রকাশ করার জন্য There isn't/aren't ব্যবহার করা হয়। অর্থাৎ Negative Sentence-এ There isn't/aren't ব্যবহার করা হয়। বাক্যের Subject Singular হলে There isn't ব্যবহার করতে হয় এবং Subject Plural হলে There aren't ব্যবহার করতে হয়। নিচের Structure দুটি লক্ষ করুন।
  • There isn't + Subject + Extension.
  • There aren't + Subject + Extension.
Example:
  • There isn't a lion in the zoo.
  • There isn't a book on the table.
  • There isn't a cow in the field.
  • There isn't a security guard in the building.
  • there aren't any stars in the sky.
  • There aren't any people in the meeting.
  • There aren't any corns in the field.
  • There aren't any players in the court.
উপরের বাক্যগুলোকে নিচের মতো করেও লেখা যায়। যেমন-
  • There is no lion in the zoo.
  • There is no book on the table.
  • There are no stars in the sky.
  • There are no people in the party.
আমরা Uncountable Noun-এর সাথেও ‘There isn't’ ব্যবহার করে থাকি। যেমন-
  • There isn't any sugar in the pot.
  • There isn't any water in the pond.
  • Ther isn't any dust after the rain.
উপরের বাক্যগুলোকে নিচের মতো করেও লেখা যায়। যেমন-
  • There is no sugar in the pot.
  • There is no water in the pond.
  • There is no dust after the rain.

Introductory ‘There’ এর ব্যতিক্রম ব্যবহার

তবে, কিছু কিছু ‘to be’ Verb ছাড়াও এমন কিছু Verb আছে যাদের সাথে Introductory ‘There’ ব্যবহৃত হয়। যেমন-
বাংলা ইংরেজি
কোন ভুল ছিল বলে মনে হয়। There seemed to be some mistake.
এখন আর কোনও বিভ্রান্তি নেই। There exists no confusion now.
কিছু রহস্য অউন্মোচিত রয়ে গেল। There remained some mysteries unrevealed.
মনে হচ্ছিলো দারুন লড়াই হয়েছে। There appeared to have been a great fight.
একটা প্রবাদ আছে, করো অথবা মরো। There goes a proverb, ‘Do or Die’.
এই বনে বাঘ থাকতে পারে। There may be tigers in this jungle.
আমাদের গ্রামে একটি পুরাতন মসজিদ ছিলো। There was an old mosque in our village.
এখানে একটি মসজিদ থাকা উচিত। There should be a mosque here.
তার চরিত্রে কোন অসততা নেই। There is no dishonesty in his character.
একটি অফিসে নিয়ম-কানুন থাকা উচিত। There should be rules and regulations in an office.
এছাড়াও, A lot of, Many, Much, More, Enough, ইত্যাদি শব্দের সাথে এবং Numbers (সংখ্যা)-র সাথেও ‘There’ ব্যবহার করে থাকি।
Example:
  • There are a lot of problems to discuss.
  • There is too much noise in the class room.
  • Will there be enough chairs in the conference room?
  • Ther are thirty days in April.
এবার নিচের Sentence গেুলো লক্ষ করুনঃ
  • I have a garden.
  • There are many flowers in my garden.
  • There are also some vegetable plants in the garden.
  • I myself take care of the garden.
উপরের ইটালিক ও বোল্ড করা বাক্য গুলোতে Introductory ‘There’ ব্যবহার না করেও নিম্ন রুপে লেখা যেত।
  • Many flowers are in my garden.
  • Some vegetable plants are also in the garden.

Exercise Of Introductory ‘There’

1. এখন আর কোন বিপদ হবে না। 2. আর কোন ঝগড়া হওয়া উচিত নয়। 3. এই কবিতায় একটি মজার জিনিস আছে। 4. এই পুকুরে মাছ থাকতে পারে। 5. এখানে একটি সভা হবে। 6. ওখানে সাপ থাকতেও পারত।

Introductory ‘It’ কি?

আর্টিকেলের শুরুতেই বলা হয়েছে Introductory শব্দের অর্থ সূচনাবাচক বা পরিচিতিমূলক। Sentence-এর শুরুতে যখন ‘It’ ব্যবহৃত হয় এবং এর অর্থ শাব্দিক না হয়ে বা Noun Phrase-এর Pronoun হিসেবে ব্যবহৃত না হয়ে Sentence-এর Structure ঠিক রাখতে বা গঠন করতে কিছুটা রূপক অর্থে ‘It’ ব্যবহৃত হয় তখন Sentence-এর শুরুর এই ‘It’ কে Introductory বা Preparatory ‘It’ বলা হয়।

Introductory ‘It’ এর ব্যবহার

অনেক ক্ষেত্রেই Introductory ‘It’ কে Introductory ‘There’-এর মতই ব্যবহার করা হয়। তবে, Introductory ‘There’ & ‘It’-এর মধ্যে সুস্পষ্ট পার্থক্যও দেখা যায়। সাধারণত Sentence-এ Place (জায়গা/স্থান) নিদের্শ করার জন্য ‘There’ ব্যবহার করা হয় এবং সময় বা পরিস্থিতি নির্দেশ করার জন্য Sentence-এর শুরুতে ‘It’ ব্যবহার করা হয়। বাংলা বাক্য কোন অসমাপিকা ক্রিয়া (যেমন- করা, যাওয়া ইত্যাদি) দিয়ে শুরু হলে Introductory ‘It’ ব্যবহার করে ইংরেজিতে অনুবাদ করা যায়।
Example:
বাংলা ইংরেজি
মষূলধারে বৃষ্টি হচ্ছিলো। It was raining cats and dogs.
বলা সহজ কিন্তু করা কঠিন। It is easy to say but difficult to do./To say is easy but to do is difficult.
গরিবদের ঠাট্টা করা ভালো নয়। It is not good to laugh at the poor.
গরিবদেরকে সাহায্য করা ধনীদের কর্তব্য। It is the duty of the rich to help the poor.
ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য ভালো। It is good to take exercise./To take exercise is good for health.
Note:সময় (Time), দিন (Day), মাস (Month), তাপমাত্রা (Temperature), আবহাওয়া (Weather), স্রোত (Tide), দূরত্ব (Distance) ইত্যাদি প্রকাশ করতে হলে ‘It’ দিয়ে বাক্য শুরু করতে হয়।
Example:
বাংলা ইংরেজি
এখন নয়টা বেজে দশ মিনিট। It is ten minutes past nine.
শিশির পড়ছে। It is dewing.
আজ রবিবার। It is Sunday./Today is Sunday.
খুব ঠান্ডা পড়ছে। It is very cold.
ঢাকা থেকে চট্টগ্রাম অনেক দূর। It is a long distance from Dhaka to Chattogram.
এখন পৌনে নয়টা বাজে। It a quarter to nine.
এখন নয়টা বাজতে দশ মিনিট বাকি। It is ten minutes to nine.
Note: কোন কিছু করার এখনই সময়; এরূপ বুঝাতে নিম্নরুপে Sentence গঠন করতে হয়।
Structure:
  • It is time + infinitive (to+ Verb)
Example:
বাংলা ইংরেজি
এখন ঘুমোতে যাবার সময়। It is time to go to bed.
এখন আমাদের তৈরি হবার পালা। It time for us to get ready.
পড়ার সময় পড় খেলার সময় খেল। Read when it is time to read and play when it is time to play.
এখন পড়ার সময়। It is time to study.
এখন বাড়ি যাবার সময়। It is time to go home.
Note: কোন কাজ আরও আগে করা উচিত ছিল, দেরি হয়ে গেছে, সুতরাং আর দেরি না করে এখনই করা উচিত এরূপ বুঝাতে নিচের Structure-টি ব্যবহৃত হয়।
  • It is time + Subject + Verb (past) + Extension.
Example:
বাংলা ইংরেজি
আমাদের খাদ্যাভ্যাস এখনই পরিবর্তন করা উচিত। It is (high) time we changed our eating habit.
আমাদের দেশের জন্য কিছু করার এখনই সময়। It is time we did something for our country.
আরও অনেক আগে পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়া উচিত ছিল। It is (high) time he took preparation for the exam.
Note: কোন কিছুর দরকার নেই বুঝাতে নিচের Structure-টি ব্যবহৃত হয়।
  • It is no use/It is no good + Extension.
Example:
বাংলা ইংরেজি
জোরে দৌড়ানোর দরকার নেই। It is no use running swiftly.
অপরের সাথে ঝগড়া করা ভালো নয়। It is no good quarrelling with others.
তর্ক করা কোন ভালো কিছু নয়। It is no good aruging.
Note: বাক্যে জোর প্রদানের জন্য ‘It’ ব্যবহৃত হয়। তখন বাক্যের Main Clause শুরু হয় ‘It’ দ্বারা এবং Subordinate Clause শুরু হয় Who, Which, That ইত্যাদি দ্বারা।
Example:
বাংলা ইংরেজি
তুমি দোষী। (জোর দেওয়া হয়নি) You are guilty.
তুমিই দোষী। (জোর দেওয়া হয়েছে) It is you who are guilty.
সে আজ আসবে। (জোর দেওয়া হয়নি) He will come today.
সে আজই আসবে। (জোর দেওয়া হয়েছে) It is today that he will come.
তুমি গ্লাসটি ভেঙ্গেছো। (জোর দেওয়া হয়নি) You have broken the glass.
তুমিই গ্লাসটি ভেঙ্গেছো। (জোর দেওয়া হয়েছে) It is you who have broken the glass.

Exercise Of Introductory ‘It’

1. এখন খেলার আসার কথা আছে। 2. এখন বৃষ্টি হওয়ার সময়। 3. আজ খুব গরম পড়ছে। 4. বলা সহজ কিন্তু করা কঠিন। 5. এখন সোয়া দশটা বাজে। 6. এটা হলো জানুয়ারি মাস। 7. নিয়মিত ব্যায়াম করা স্বাস্থ্যের পক্ষে ভালো।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url