Noun কাকে বলে - Noun কত প্রকার ও কি কি

সুপ্রিয় পাঠক আগের একটি ব্লগে আমরা Parst of Speech কাকে বলে, Parst of Speech কত প্রকার ও কি কি এই বিষয়ে জেনেছি। আমাদের আজকের আলোচ্য বিষয় Noun কি, Noun কত প্রকার ও কি কি এবং Noun এর কাজ (Function of Noun). Noun কাকে বলে - Noun কত প্রকার ও কি কি

Noun কাকে বলে

নিচের বাক্য গুলো লক্ষ্য করুন-
Rose is a beautiful girl. The hare can run fast. Dhaka is the capital of Bangladesh. Honesty is the best policy.Water is an essential thing.
উপরের Sentence গুলো বিশ্লেষণ করলে দেখা যায়-
Rose একটি মেয়ের নাম। Hare এক জাতীয় প্রাণীর নাম। Dhaka একটি শহরের নাম। Bangladesh একটি দেশের নাম। Honesty একটি গুণের নাম। Water একটি পদার্থের নাম। এ সকল Word দিয়ে কোন কিছুর নাম বোঝাচ্ছে। তাই এগুলোই Noun.
সংজ্ঞাঃ- যে Word দ্বারা কোনো ব্যক্তি, বহু, প্রাণী, জাতি, স্থান, গুণ, দোষ বা অবস্থার নাম বুঝায়, তাকে Noun বা বিশেষ্য বলে।

Noun এর শ্রেণীবিভাগ

Noun কে দুইটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে শ্রেণীবিভাগ করা হয়।
(ক) Noun যে সকল জিনিসের নাম প্রকাশ করে তাদের অবস্থার প্রেক্ষিতে।
(খ) Noun যে সকল জিনিসের নাম প্রকাশ করে তাদের ‘গণনযোগ্যতা ’ ভিত্তি।

প্রথম দৃষ্টিকোণ থেকে Nounকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-
(i) Concrete Noun (ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ্য)
(ii) Abstract Noun (অভৌত /ভাববাচক বা গুণবাচক বিশেষ্য)

Concrete Noun কে আবার চার ভাগে ভাগ বিভক্ত।
(a) Proper Noun (নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য)
(b) Common Noun (জাতিবাচক বিশেষ্য)
(c) Collective Noun (দল বা সমষ্টিবাচক বিশেষ্য)
(d) Material Noun (পদার্থ বা বস্তুবাচক বিশেষ্য)

দ্বিতীয় দৃষ্টিকোণ থেকে (গণনার উপর ভিত্তি করে) Noun কে আবার দুই ভাগে ভাগ করা যায়। যথা-
(a) Countabole Noun.
(b) Uncountable Noun.
Concrete Noun
যেসব Noun-এর বাহ্যিক আকার আছে এবং ইন্দ্রিয়ের সাহায্যে যাদের উপলব্ধি করা যায়, সেগুলোকে Concrete Noun বলে।
যেমন-
যা প্রত্যক্ষ করা যায়ঃ Apple, Bird, Watch, Radio, Ball, Table, The Holy Quran, Book, Pen, Gold, Dog, Tiger, Road, Palace ইত্যাদি।
যার গন্ধ নেয়া যায়ঃ Wind, Oil, Odour, Gas ইত্যাদি।
Proper Noun
এখানে Proper শব্দটি গুরুত্বপূর্ণ। Proper অর্থ হলো ‘নির্দিষ্ট ’।
যে Noun দ্বারা কোন একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, ইত্যাদির নাম বোঝায় তাকে Proper Noun বলে।
Name of persons: Shakespeare, Wordsworth, Rony, Shuma, Tuhin, Salman, Faijun etc.
Name of things: Titanic, Quran, Bible, Monday, Sunday, Sun etc.
Name of places: Bangladesh, Rajshahi, Dhaka, Syhlet, Cumilla, London, New York, America etc.
Common Noun
এখানে Common শব্দটি গুরুত্বপূর্ণ। Common অর্থ হলো ‘সাধারণ’।
যে Noun দ্বারা একই শ্রেণির বা গোষ্ঠীর ব্যক্তি বস্তু বা প্রাণীর প্রত্যেকের সাধারণ নাম বোঝায় তাদেরকে Common Noun বলে।
যেমন-
Rajshahi is a beautiful city.
Nazrul is a great poet.
Rose is a fragrant flower.
Mango is a delicious fruit.
Proper Noun এর সাথে Common Noun এর একটি সুসম্পর্ক রয়েছে।
Proper Noun = Common Noun
Rose = Flower
Nazrul Poet
Rajshahi = City
Bangladesh; Country
Padma = River
Mahin =    Boy
Saba = Girl
Shirt = Dress
Mr. Manju = Man
Mrs. Manjuara = Woman
Collective Noun
এখানে ‘Undivided whole’ বা ‘অবিভক্ত সমষ্টি’ কথাটি গুরুত্বপূর্ণ। এর মধ্যেই Common Noun ও Collective Noun বোঝার পার্থক্য রয়েছে।
কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হওয়া যাক।
City বলতে কোন নির্দিষ্ট শহরকে বোঝায় না, যে কোন শহরকে বোঝায়।
Country বলতে কোন নির্দিষ্ট দেশকে বোঝায় না যে কোন দেশকে বোঝাতে পারে।
River বলতে কোন নির্দিষ্ট নদীকে বোঝায় না, যে কোন নদীকে বোঝাতে পারে।
কিন্তু,
Class (V) (VI) বলতে সকল ছাত্র-ছাত্রীকে একত্রে বোঝায়। তাদের কোন একজনকে আলাদা করে বোঝায় না।
উদাহরণ- Army, Navy, Team, Flock (ঝাঁক), Cavalry (অশ্বারোহী সৈন্যদল), Fleet (রণ তরী), Jury (বিচার সভা), Gang, Crowd, Party, Infantry (পদাতিক বাহিনী), Group, Audience, Committee etc.
Material Noun
যে নাউন দিয়ে কোন পদার্থের সমুদয় অংশকে অখন্ডভাবে বা একত্রে বোঝায় কিন্তু সেই পদার্থ দিয়ে উৎপন্ন কোনো বস্তুকে বোঝায় না তাকে Material Noun বলে। Material Noun কে গণনা করা যায় না, অন্য কোনভাবে শুধু পরিমাপ করা যায়।
উদাহরণ-
Gold is precious metal.
Jute is our cash crop.
Milk is white.
Water is essential for us.
উপরের বাক্যগুলোতে Gold, Jute, Milk, Water হল Material Noun, কিন্তু Gold, Jute, Milk, Water দিয়ে তৈরি কোন কিছু Material Noun নয়।
Abstract Noun
যে সকল Noun দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর অবস্থা গত ধারণা বা গুণকে নির্দেশ করে, যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই, যাকে ধরা বা ছোঁয়া যায় না, গন্ধ বা শ্রবণ দিয়ে বোঝা যায় না, শুধুমাত্র কল্পনা দিয়ে বোঝা যায়, তাকে Abstract Noun বলে।
উদাহরণ-
Truth is beauty.
Health is wealth.
Kindness is a virtue.
Honesty is the best policy.
ওপরের বাক্যগুলোতে beauty, wealth, Kindness,Honesty হল Abstract Noun.
Abstract Noun-এর আরো কিছু উদাহরণ নিচে উল্লেখ করা হলো:
Ambition, Kindness, Friendship, Cruelty, Virtue, Illness, Sadness, Happiness, Honesty. For- giveness, Beauty, Truthfulness, Punctuality, Dishonesty, Policy ইত্যাদি।

গণনার ভিত্তিতে Noun-এর প্রতারভেদ

গণনার ভিত্তিতে Noun-কে দুই ভাগে ভাগ করা যায়।
(1) Countable Noun
(2) Uncountable Noun.
Countable Noun:
যে Noun-কে গণনা করা যায়, তাকে Countable Noun বলে।
যেমন-
Table, Chair, Book, Box, Fan, Key, Bench, Toy, Man, Watch, Plant, Flower etc.
Uncountable Noun:
যে Noun-কে সংখ্যা দিয়ে গণনা করা যায় না, তাকে Uncountable Noun বলে।
যেমন-
Happiness. Cotton, Water, Salt, Virtue, Wealth, Honey, Health, Purity, Silver, Wheat, Rice, Sand, Courage, Silk etc.

Noun এর কাজ (Function of Noun)

একটি Sentenceএ Noun পাঁচ ভাবে ব্যবহৃত হয়। যথা-
(1) Verb এর Subject হিসেবে।
যেমন-
Mishu helps the poor.
Runa sings a song.
উপরের Sentence দুটিতে Mishu ও Runa, Noun. যা বাক্যে Subject হিসেবে ব্যবহৃত হয়েছে।

(2) Transitive Verb এর Object হিসেবে।
I eat rice.
The boy play football.
উপরের Sentence এ rice ও football শব্দ দুটি Noun. যা বাক্যে Subject হিসেবে ব্যবহৃত হয়েছে।

(3) Linkung Verb বা Incomplete Verb এর Complement (পরিপূরক) হিসেবে।
We elected him chairman.
We made him captain.
উপরের Sentence এ chairman ও captain শব্দ দুটি Noun. যা বাক্যে him এর Complement হিসেবে ব্যবহৃত হয়েছে।
(4) Preopsition এর Object হিসেবে।
He is fond of music.
I look for water.
উপরের Sentence এ music ও water শব্দ দুটি Noun. যা বাক্যে Preposition (of ও for) এর Object হিসেবে ব্যবহৃত হয়েছে।
(5) Case বা Noun in Apposition হিসেবে।
Mr. Khan, manager of this bank is an honest bperson.
উপরের বাক্যটিতে manager শব্দটি একটি Noun যা Mr. Khan সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে।যেটি বাক্যের প্রধান অংশ নয় এবং বাক্যের মধ্যে ‘কমা’ (,) দ্বারা বিচ্ছিন্ন করা থাকে। এটিকে Apposition বলা হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url