Parts of Speech কাকে বলে-Parts of Speech কত প্রকার ও কি কি

প্রিয় পাঠক আপনারা যারা ইংরেজি শিখতে চান তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ইংরেজি Grammar-এ Parts of Speech অন্যতম গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় বিষয়।
Parts of Speech কাকে বলে, কত প্রকার ও কি কি
বর্তমানে ইংরেজি শেখার গুরুত্ব অনেক। ইংরেজিতে কথা বলা বা ইংরেজি শেখার জন্য Parts of Speech কি বা কাকে বলে,Parts of Speech কত প্রকার ও কি কি ইত্যাদি বিষয় সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন। তাই আমরা আজকে Parts of Speech সম্পর্কে প্রাথমিকভাবে আলোচনা করব।

Parts of Speech

আমরা বাক্যে বিভিন্ন শব্দ ব্যবহার করে থাকি। সকল শব্দের অর্থ এক নয় এমনকি সকল শব্দের অর্থ এক জাতীয় নয়। যেমন-
Fahim is an intelligent student who goes to school regularly.
এই বাক্যে Fahim, is, an, intelligent, student, who, goes, to, school, regularly-- প্রত্যেকটি শব্দই ভিন্ন জাতীয় এবং এরা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। এই ভিন্ন জাতীয় অর্থ প্রকাশক Word ব্যবহার করি বলেই আমরা বাক্যে অনেক রকম ভাব ফুটিয়ে তুলতে পারি।
তাই অর্থ অনুসারে ইংরেজি শব্দের শ্রেণীবিন্যাস জানা প্রয়োজন। Sentence বা বাক্য তৈরির মূল ভিত্তি হচ্ছে Parts of Speech। Parts of Speech এর ধারণা ব্যথিত ব্যাকরণগত ভাবে সঠিক Sentence বলা বা লেখা প্রায় অসম্ভব। তাই, সঠিকভাবে ইংরেজিতে Sentence লেখা বা বলার জন্য অবশ্যই Parts of Speech এর জ্ঞান থাকতে হবে।

Part-মানে ‘অংশ’, আর Speech-মানে ‘বাক্য’। সুতরাং, Parts of Speech মানে ‘বাক্যের অংশ’।
সংজ্ঞাঃ- যখন কোন Sentence এর অন্তর্গত Words গুলোকে তাদের ব্যাকরণগত কার্যকারিতা এবং অর্থের ভিত্তিতে শ্রেণিবিভাগ করা হয় তখন তাদরেকে Parts of Speech বলে।
অথবা, বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থ পূর্ণ শব্দকে একেক টি Parts of Speech বলে।

CLASSIFICATION OF PARTS OF SPEECH

Parts of Speech কাকে বলে, কত প্রকার ও কি কি
Sentence এ ব্যবহৃত Word গুলোর কাজ অনুসারে Parts of Speech-কে ৮ (আট) ভাগে ভাগ করা যায়।
1. Noun, 2. Pronoun, 3. Adjective, 4. Verb, 5. Adverb, 6. Preposition, 7. Conjunction, 8. Interjection.

Noun (বিশেষ্য)

যে শব্দ দ্বারা কোন ব্যক্তি, বস্তু, প্রাণি, কোন ধারণা ইত্যাদির নাম বোঝায় তাকে Noun বলে।
যেমন:-
Labib, Rimon, Jerry, Tom etc. ( Name of Human)
Mango, Apple, Orange, Banana etc. (Name of Fruit)
Dhaka, Rajshahi, Khulna, Barishal etc (Name Of Place)
Laptop, Computer, Book, Calculator etc. (Name of Object)
Purification, Hesitation, Construction etc (Name of Action)

Pronoun (সর্বনাম)

যে শব্দ Noun - এর পরিবর্তে ব্যবহৃত হয় এবং সেই Noun -কে নির্দেশ করে তাদেরকে Pronoun বলে।
যেমন:-
Saima is a good student.
She goes the school regularly.
The cow is a domestic animal.
It has four legs.
উদাহরণঃ- He, She, It, They, Them, Their, We, Our, Us, You, Your, Yours, His, Her, Hers, This, That, Who, What, Which ইত্যাদি।

Adjective (বিশেষণ)

যে শব্দ Noun/Pronoun- এর পূর্বে বসে সেই Noun/Pronoun- এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমান নির্দেশ করে তাকে Adjective বলে।
যেমন:-
The crow is an ugly bird.
Nishi is a beautiful girl.
She is happy because she has won a prize.
She has five pencils.
The baby needs sufficient milk.
উদাহরণঃ- fine, hard, ugly, rich, kind, small, naughty, first, second, a, two, much ইত্যাদি।

Verb (ক্রিয়া)

যে শব্দ দ্বারা কোন ‘করা’, ‘হওয়া’ এবং ‘থাকা’ বোঝায় তাকে Verb বলে।
যেমন:-
Jack reads a book.
Rose is a beautiful girl.
She has a nice doll.
উদাহরণঃ- do, go ,come, eat, sing, run, take, think, be, have, laugh, dance, give, love ইত্যাদি।

Adverb (ক্রিয়া বিশেষণ)

যে সব Word বাক্যের অন্তর্গত Verb, Adjective, Adverb কে modify করে তাকে Adverb বলে।

অন্যথায়:- Adverb বাক্যের Noun এবং Pronoun ছাড়া অন্য সকল Parts of Speech কে, এমনকি একটি Sentence কে modify করে।

যেমন:-
Michael Phelps runs fast.
He walks slowly.
She looks very beautiful.
The sun shines just over our head.
উদাহরণঃ- regularly, beautifully, well, strongly, swiftly, frocibly,normally, exactly ইত্যাদি।

Preposition (পদান্বয়ী অব্যয়)

যে সকল শব্দ Noun বা Pronoun এর পূর্বে বসে বাক্যের অন্তর্গত অনান্য words এর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে Preposition বলে।
যেমন:-
The book is on the table.
We live in Dhaka.
She sat beside me.
Jain plays with his friends.
উদাহরণঃ- at, to, by, on, above, behind, under, below, from, into, of, for, with, without, before, after ইত্যাদি।

Conjunction (সংযোজক অব্যয়)

যে শব্দ দুই বা ততোধিক word, phrase, clause বা sentence- কে যুক্ত করে তাকে Conjunction বলে।
যেমন:-
Roma and Soma are sisters.
He is poor but honest.
Do or die.
Wait until I come.
উদাহরণঃ- since, as, becouse, though, although, eventhough, unless, till, untill, if, while, lest ইত্যাদি।

Interjection (আবেগ/বিস্ময়সূচক অব্যয়)

যে শব্দ দ্বারা মনের আকস্মিক অনুভূতি যেমন আনন্দ, দু:খ, বিস্ময়, ঘৃনা, ভয় ইত্যাদি প্রকাশ পায় তাকে Interjection বলে।
যেমন:-
Hurrah! We have won the game.
Hush! The headmaster goes.
Alas! The man is dead.
Fie!, Fie! You are a thief.
উদাহরণঃ-
Grief (দু:খ) : Alas!
Surprise (বিস্ময়) : Oh!, What!, Ah!
Joy (আনন্দ) : Hurrah!
Hatred (ঘৃণা) : Tut! Tut!, Shame!, Pooh!
Attention (মনোযোগ) : Hello!, Hear!,Hark!
Silence (নীরাবতা): Silence!, Hush!
Pain (ব্যাথা) : Uff..!, Ah!, Ouch!

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url