Analogy কি - Analogy প্রশ্নের ধরণ-Analogy কিভাবে গঠিত হয়

বিসিএস প্রিলিমিনারিসহ বিভিন্ন প্রতিযোগিতামুলক টেস্টে সম্ভবত সবচেয়ে কঠিন বিষয়টি হচ্ছে Analogy। এই জটিলতার কারণ প্রথমত, বিষয়টি সম্বন্ধে পূর্ব অভিজ্ঞতার অভাব এবং দ্বিতীয়ত, বিশ্লেষণ ও ভাষাগত জটিলতা।
Analogy কি - Analogy প্রশ্নের ধরণ-Analogy কিভাবে গঠিত হয়
বিষয়টি কতটা জটিল তা বুঝানোর জন্য এতটুকুই যথেষ্ট যে, অনেক পরীক্ষার্থীই জানেন না Analogy বলতে কোন প্রশ্নগুলোকে বুঝানো হয়। যারা বিগত কয়েক বছরের প্রিলিমিনারি টেস্টের প্রশ্ন পড়েছেন তারা নিশ্চয়ই ইংরেজি অংশে নিম্নোক্ত প্রশ্নটি লক্ষ্য করে থাকবেন।

সূচিপত্রঃ-Analogy কি - Analogy প্রশ্নের ধরণ

Question: Each question below consists of a related pair of words. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair.
প্রশ্নঃ Eager : Indifferent                                                (21st BCS)
(ক) concerned careful
(খ) anxious : nervous
(গ) enthusiastic : half hearted
(ঘ) devoted : dedicated
এ ধরনের প্রশ্নগুলোকে Analogy Questions বলা হয়ে থাকে। বিভিন্ন বিদেশী বিশ্ববিদ্যালয়ে ভর্তির মানদণ্ড হিসেবে বিবেচিত কিছু কিছু আন্তর্জাতিক পরীক্ষায় Analogy Questions-এর আধিক্য লক্ষ্য করা যায়। তবে ১৮তম বিসিএস থেকে পিএসসির বিভিন্ন পরীক্ষায় Analogy Questions অন্তর্ভুক্ত করা হয়। সাধারণত প্রতি পরীক্ষায় ৩ থেকে ৪টি এ জাতীয় প্রশ্ন দেয়া থাকে। ইংরেজি অংশে দেয়া থাকলেও Analogy Questions দ্বারা ভাষা জ্ঞান ও মানসিক দক্ষতা উভয়টিই যাচাই করা হয়।

Analogy কি? (What is Analogy?)

'Analogy' শব্দটির অর্থ comparison of one thing with another অর্থাৎ একটি জিনিসের সাথে আরেকটি জিনিসের তুলনা অথবা একটি জিনিসের সাথে আরেকটি জিনিসের সাদৃশ্য বা বৈসাদৃশ্য তথা মিল বা অমিল চিহ্নিত করা। Analogy প্রশ্নের মাধ্যমে পরীক্ষার্থীর ২ জোড়া শব্দের মধ্যে যৌক্তিক সদৃশ সম্পর্ক শনাক্তকরণের দক্ষতা যাচাই করা হয়।
মনে রাখতে হবে Analogy প্রশ্নে অর্থের (meaning) সাদৃশ্যের চেয়ে সম্পর্কের (Relationship) সাদৃশ্য বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ Analogy-এর ক্ষেত্রে শুধু অর্থের (meaning) সাদৃশ্য থাকলেই হবে না, সম্পর্কেরও সাদৃশ্য থাকতে হবে। তবে সম্পর্কের সাদৃশ্য অর্থের দিক দিয়েও হতে পারে। প্রশ্নে প্রদত্ত শব্দ যুগল এর মধ্যে যে ধরনের সম্পর্ক বিদ্যমান Answer Choices এ প্রদত্ত শব্দ যুগলগুলোর মধ্যে যেটিতে একই রূপ সম্পর্ক বিদ্যমান সেটিই সঠিক উত্তর। অর্থাৎ Analogy প্রশ্নে দুই জোড়া শব্দ যুগল এর মধ্যে Similar Relationship সনাক্ত করতে বলা হয়।

যেমন-Heart (হৃৎপিণ্ড): Pump (পাম্প করা) :: Stomach (পাকস্থলী): Digest (হজম করা)। Relationship: Heart-এর কাজ Pump করা এবং Stomach-এর কাজ Digest করা। Analogy কে আমরা গণিতের অনুপাত সমানুপাতের সাথে তুলনা করতে পারি। যেমন-দুটি রাশির অনুপাত যদি ৪:৫ হয় তাহলে তাদের সমানুপাত ৮: ১০ হতে পারে। বিষয়টিকে আরো সহজভাবে বুঝতে হলে নিচের প্রশ্নটির উত্তর বের করার চেষ্টা করুন। প্রশ্নে প্রদত্ত শব্দ জোড়ার মাঝে এমন একটি সম্পর্ক বের করুন যা বিকল্প উত্তরগুলোর শুধু একটিতে বিদ্যমান। যেমন-
প্রশ্নঃ বাবা ঃ  মা
বিকল্প উত্তর
(ক) ভাই  ঃ বোন
(খ) মামা ঃ ভাগ্নে
(গ) স্ত্রী ঃ স্বামী
(ঘ) শালা ঃ শালি
শব্দ জোড়াগুলো আপাতদৃষ্টিতে একই রকম মনে হলেও প্রশ্নে প্রদত্ত শব্দ জোড়ার (বাবা-মা) মধ্যে এমন একটি (বৈবাহিক) সম্পর্ক বিদ্যমান যা শুধু উত্তর (গ) তে পাওয়া যায়। উপরোক্ত প্রশ্নটিই হচ্ছে Analogy Question-এর একটি জলবৎ তরলং উদাহরণ।

Analogy কিভাবে গঠিত হয় (How is Analogy Framed?)

Analogy Question-এ প্রথমে আন্ডার লাইন করা অথবা বড় হাতের মোটা (Capitalized bold) অক্ষরে লেখা এক জোড়া শব্দ (মাঝে অনুপাত চিহ্ন দিয়ে) দেয়া থাকে। এই জোড়া শব্দের মধ্যে যে সম্পর্ক রয়েছে তা বিকল্প উত্তরে দেয়া চার জোড়া শব্দের মধ্যে কোনটিতে বিদ্যমান তা নির্ণয় করতে হয়।

Analogy প্রশ্নে সম্পর্কের ধরণঃ

সাধারণত দুই ধরনের সম্পর্কের আলোকে Analogy প্রশ্ন সাজানো হয়। যেমন-
(১) আনুভূমিক সম্পর্ক (Horizontal Relationship)
(২) উলম্ব বা খাড়া সম্পর্ক (Vertical Relationship)

আনুভূমিক সম্পর্ক (Horizontal Relationship):

আনুভূমিক সম্পর্কের (Horizontal Relationship) Analogy এর মাধ্যমে প্রশ্নে প্রদত্ত শব্দ জোড়ার (Stem pair) মধ্যে বিদ্যমান সম্পর্কের সাথে উত্তরে প্রদত্ত শব্দ জোড়ার (Answer pair) মধ্যে বিদ্যমান সম্পর্কের তুলনা করা হয়।

উলম্ব বা খাড়া সম্পর্ক (Vertical Relationship):

উলম্ব বা খাড়া সম্পর্কের (Vertical Relationship) Analogy এর মাধ্যমে প্রশ্নে প্রদত্ত প্রথম শব্দ ও উত্তরে প্রদত্ত প্রথম শব্দের মধ্যে বিদ্যমান সম্পর্কের তুলনা করা হয়।
অর্থাৎ প্রশ্নে প্রদত্ত শব্দ জোড়াকে যদি AB এবং উত্তরে প্রদত্ত শব্দ জোড়াকে যদি CD ধরি তবে আনুভূমিক সম্পর্কের Analogy হবে A: C:: B: D। নিম্নের Example দুইটি দেখলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

আনুভূমিক সম্পর্কের Analogy বা Analogy of Horizontal Relationship:

LISTEN (শোনা): EAVESDROP (আড়িপাতা) ::
(ক) Hear (শোনা): Recollect (স্মরণ করা)
(খ) Witness (প্রত্যক্ষ করা): Scrutinize (পরীক্ষা করা)
(গ) Wait (অপেক্ষা করা): Lurk (ওত পেতে থাকা)
(ঘ) Ascertain (নিরূপণ করা): Confess (অপরাধ স্বীকার করা)
(ঙ) Travel (ভ্রমণ করা): Squander (অপচয় করা)
ব্যাখ্যাঃ (C) To cavesdrop is to listen to secretly and to lurk is to wait secretly (গোপনে)। Relationship: A B C D

উলম্ব সম্পর্কের Analogy বা Analogy of Vertical Relationship:

MUTTON (ভেড়ার মাংস) : VEAL (বাছুরের মাংস) ::
(ক) Sheep (ভেড়া) : Calf (বাছুর)
(খ) Kennel (কুকুর রাখার ঘর) : Dog (কুকুর)
(গ) Carnivore (মাংসাশী) : Meat (মাংস)
(ঘ) Venison (হরিণের মাংস) : Deer (হরিণ)
(ঙ) Colt (অশ্বশাবক) : Horse (ঘোড়া)
ব্যাখ্যাঃ (A) Sheep এর মাংসকে Mutton বলা হয় এবং Calf এর মাংসকে Veal বলা হয়।
তাহলে Relationship হচ্ছেঃ A : C :: B : D

Analogy প্রশ্নের ধরণঃ

বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় সাধারণত ভিন্ন ভিন্ন ধরনের Analogy প্রশ্ন আসে। তাই Analogy প্রশ্নের Common Format সম্পর্কে ধারণা থাকা আবশ্যক।
নিম্নে Analogy Questions এর অতি Common কিছু Format এর Example দেওয়া হলো। যেমন-

Question's Format 01:

PLAY (নাটক) : ACTS (নাটকের অঙ্ক) ::
(ক) Opera (গীতি নাট্য) : Arias (একক সঙ্গীত)
(খ) Games (খেলা) : Athlets (ক্রীড়াবিদ)
(গ) Poem (কবিতা): Rhymes (ছড়া)
(ঘ) Novel (উপন্যাস): Chapters (অধ্যায়)
(ঙ) Essay (প্রবন্ধ): Topics (আলোচ্য বিষয়)
উত্তরঃ (ঘ) A PLAY (নাটক) consist of many Acts and a Novel (উপন্যাস) consists of many Chapters.

Question's Format 02:

ABACUS (গননা যন্ত্রবিশেষ) : CALCULATOR (গননা করা) ::
(ক) Organ (দেহ যন্ত্র) : Worship (উপাসনা করা)
(খ) Patent (স্বত্ত্ব) : Invent (উদ্ভাবন করা)
(গ) Calipers (ব্যাস মাপনী) : Regulate (নিয়ন্ত্রন করা)
(ঘ) Manuscript (পাণ্ডলিপি) : Edit (সম্পাদন করা)
(ঙ) Sextant (জাহাজের অবস্থান নির্ণয়যন্ত্র) : Navigate (জাহাজের অবস্থান নির্ণয়যন্ত্র)
উত্তরঃ (ঘ) Aa abacus is used to calculate and sextant is used to navigate.

Question's Format 03:

Food (খাবার) is related to HUNGER (ক্ষুধা) as SLEEP (ঘুম/নিদ্রা) is related to--
(ক) Night (রাত্রি)
(খ) Weariness (ক্লান্তি)
(গ) Dream ()
(ঘ) Rest (বিশ্রাম)
(ঙ) Dyspepsia (বদহজম)
ব্যাখ্যাঃ (B) Food eliminates (দূর করা) hunger and sleep eliminates weariness.

Question's Format 04:

Which of the following pair of words does not match?
or. Which of the following analogy is incorrect?
or. Find the odd one out.
or, Which of the following analogy does not match?
(ক) River (নদী) : Fish (মাছ)
(খ) Garden (বাগান): Flower (ফুল)
(গ) Book (পুস্তক): Booklet (পুস্তিকা)
(ঘ) Beach (সমুদ্র সৈকত): Sand (বালি)
(ঙ) Sky (আকাশ): Star (নক্ষত্র)
ব্যাখ্যাঃ (C) River এ Fish থাকে, Garden এ Flower থাকে; Beach এ sand থাকে, Sky এ Star থাকে। কিন্তু Book এ Booklet থাকে না। বরং Booklet is a small book.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url