সিদ্ধান্ত গ্রহণ অভীক্ষা-Decision Making Ability (পার্ট-০১)

বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সিদ্ধান্ত গ্রহণ অভীক্ষা / (Decision Making Ability) থেকে সচরাচর প্রশ্ন হয়ে থাকে। এই প্রশ্নের মাধ্যমে একজন প্রার্থীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কতটুকু তা জানতে পারা যায়।
সিদ্ধান্ত গ্রহণ অভীক্ষা-Decision Making Ability (পার্ট-০১)
তাই বিভিন্ন অবস্থায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে এবং বিব্রতকর পরিস্থিতি এড়াতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকা প্রয়োজন। নিম্নে সিদ্ধান্ত গ্রহণ অভীক্ষা সম্পর্কিত কিছু প্রশ্ন তুলে ধরা হলো।
সকল প্রশ্নের উত্তর পোষ্টের শেষে দেয়া হয়েছে।
>

সিদ্ধান্ত গ্রহণ অভীক্ষা (Decision Making Ability)

১. আপনার পরীক্ষার ফলাফলের শীটে দেখা গেল প্রথম বিভাগে আপনি উত্তীর্ণ কিন্তু মার্কশিট তুলে দেখলেন ফলাফল তৃতীয় বিভাগ। এমতাবস্থায় আপনি কি করবেন?
(ক) বাড়িতে এসে মরা কান্না জুড়ে দিবেন।
(খ) শোকে দুখে বাড়ি ছেড়ে চলে যাবেন।
(গ) বিষয়টি গোপন রাখবেন কাউকে জানতে দিবেন না।
(ঘ) যথাযথ কর্তৃপক্ষের নিকট বিষয়টি সম্পর্কে পরিষ্কার ধারণা চাইবেন।

২. ঘনিষ্ঠ কোন আত্মীয়ের বাসায় অসুস্থ রোগী দেখতে গেলেন কিছু ফল ফলাদি নিয়ে। কিন্তু আত্মীয় বাড়িতে গিয়ে জানতে পারলেন ফলগুলো প্রায় বেশিরভাগই নষ্ট। তখন আপনি কি করবেন?
(ক) খুব লজ্জা পেয়ে গোপনে চলে আসবেন।
(খ) নিজের অনভিজ্ঞতার কথা স্বীকার করবেন।
(গ) দোকানে সম্পর্কে খারাপ ভাষায় মন্তব্য করবেন।
(ঘ)নতুন ভালো ফল কেনার জন্য বাসা থেকে বের হবেন।

৩. আপনি সদ্য একটি খারাপ অভিনীত নাটকের সমালোচনা করে উঠছেন এবং শ্রোতৃমন্ডলী উপস্থিত থাকা সেই নাটকের একজন অভিনেতা আপনার সত্যিকার মতামত চাইলেন, তখন আপনি কি করবেন?
(ক) যে অংশে তিনি ভালো অভিনয় করেছেন উপর আলোচনা করবেন।
(খ) কিভাবে নাটকটি আরো ভালো করা যেত সে সম্পর্কে পরামর্শ দেবেন।
(গ) সত্যি কথা বলবেন অর্থাৎ অভিনয় বেশ খারাপ হয়েছে বলবেন।
(ঘ) অন্য যারা উপস্থিত ছিল তাদের মতামত জিজ্ঞেস করবে।
(ঙ) কথোপকথনের মোড় ঘুরিয়ে অন্য বিষয় নিয়ে আলোচনা করবেন।

৪. আপনি ধূমপান অপছন্দ করেন কিন্তু বাসে বসে আপনার পাশের সিটের যাত্রীটি সিগারেট ধরালো। আপনি কি করবেন?
(ক) তাকে ধূমপানের অপকারিতা সম্পর্কে জ্ঞান দিবেন।
(খ) ধমক দিয়ে সিগারেট ফেলে দিতে বলবেন।
(গ) গাড়ি থেকে নেমে যেতে বলবে।
(ঘ) বাসের মধ্যে সিগারেট ধরানো টা ঠিক হয়নি তা বলবেন।

৫. আপনার পাশের ফ্ল্যাটের বাসিন্দা প্রায়ই অনেক রাত পর্যন্ত গোলমাল করে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে, আপনি তখন কি করবেন?
(ক) কিছুই বলবেন না এবং অন্য বাসার খোঁজ করবেন।
(খ) কিছুই না বলে সেখানে বসবাস করবেন।
(গ) বাড়িওয়ালার সাথে ব্যাপারটি নিয়ে আলোচনা করবেন।
(ঘ) পরবর্তী ছুটির দিনে আপনি নিজেই গোলমাল করবেন যাতে তারা বুঝতে পারে যে তারা কতখানি অসুবিধার সৃষ্টি করছে।
(ঙ) যখন প্রতিবেশীরা গণ্ডগোল করবে তখন তাদের ডেকে আপনার বিরক্তি প্রকাশ করবেন।

৬. সদস্যরা আপনাকে শুধু একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছ, উত্তর দেয়ার কোন অবকাশ দিচ্ছে না এরকম পরিস্থিতিতে আপনি কি করবেন?
(ক) খুব বিরক্ত প্রকাশ করবেন।
(খ) মুচকি মুচকি হাসবেন।
(গ) প্রশ্নকর্তাদের এভাবে প্রশ্ন করতে বাধা প্রদান করবেন বা নিষেধ করবেন।
(ঘ) প্রশ্নগুলো ধারাবাহিকভাবে শুনে মনে রাখতে চেষ্টা করবেন ও প্রশ্ন শেষ হলে জবাব দিতে শুরু করবেন।

৭. মনে করুন, আপনাকে জানানো হলো যে আপনি একটি সংখ্যালঘু দলের সদস্য বলে চাকুরী পেতে পারেন না, যা আপনার পরিচয় জানার আগে আপনাকে দেয়া হবে বলে বলা হয়েছিল। তখন আপনি কি করবেন?
(ক) কিছুই বলবেন না এবং অন্য চাকরির খোঁজ করবেন।
(খ) যে ব্যক্তি আপনাকে জানালো তাকে তিরস্কার করবেন।
(গ) কর্মচারীদের ম্যানেজারদের সাথে বিষয়টি আলোচনা করতে বলবেন।
(ঘ) এরকম অবৈধ নীতির সম্পর্কে বন্ধু-বান্ধব এবং স্ত্রীর সাথে আলোচনা করবেন।
(ঙ) এ সম্পর্কে খবরের কাগজে রিপোর্ট করবেন।

৮. একাডেমিক শিক্ষার সর্বশেষ পর্যায়ে এসে পড়েছেন। আপনার শিক্ষা জীবনের শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত শিক্ষা অর্জনের হিসাব করতে বসে আপনি --------
(ক) বেশ হতাশ হয়ে পড়বেন।
(খ) বেশ সুখ লাভ করবে।
(গ) জীবনের এক দীর্ঘ মধুময় জীবনের অবসান ঘটতে যাচ্ছে ভেবে অস্থিরতা বোধ করবেন।
(ঘ) শিক্ষার্জনের জন্য অতিক্রান্ত সময়ের তুলনায় অর্জিত শিক্ষার তুলনামূলক বিচার করে নতুন পরিকল্পনা করবেন।

৯. আপনার একজন বড় বোন যিনি একই এলাকায় বাস করেন, আপনাকে অত্যন্ত অপছন্দ করেন এবং লোকের সামনে আপনাকে বিব্রত করেন। এক্ষেত্রে আপনি কি করবেন?
(ক) হেঁটে চলে যাবেন এবং কিছুই বলবেন না।
(খ) আপনি না শুনবার ভান করবেন।
(গ) তার বাসায় গিয়ে বিষয়টি সম্পর্কে আলোচনা করবেন এবং এ ব্যাপারে আপনার অনুভূতি ব্যাখ্যা করবেন।
(ঘ) তাকে বলবেন এভাবে চালিয়ে যেতে থাকলে আপনি তাকে কোটে নিয়ে যাবেন।
(ঙ) পাড়ার নেতৃস্থানীয় ব্যক্তিকে এসব বন্ধ করার জন্য চেষ্টা করতে বলবে।

১০. বিসিএস ভাইভা বোর্ডের আপনাকে একটি গান গেয়ে শোনাতে বলা হলো। অথচ গান গাওয়ার একেবারেই কোন অভিজ্ঞতা আপনার নেই। ওই মুহূর্তে আপনি কি করবেন?
(ক) আপনার অপারগতা স্পষ্ট করে জানিয়ে দিবেন।
(খ) বসে থাকবেন।
(গ) আপনার কন্ঠ ভালো না বলে গান গাওয়া সম্ভব না বলবেন।
(ঘ) গান গাইতে না পারার কথা বলে যতটা সম্ভব চেষ্টা করবে।

১১. আপনি দেখছেন আপনার দুজন সহকর্মী কোম্পানির সম্পত্তি নষ্ট করছে। এরকম অবস্থায় আপনি কি করবেন?
(ক) তাদের সম্পত্তি নষ্ট করতে বন্ধ করতে বলবেন নতুবা তাদের নামে রিপোর্ট করবেন বলে হুশিয়ার করবেন।
(খ) চলে যাবেন এবং কিছুই বলবেন না।
(গ)তারা কি করছে তা না দেখার ভান করবেন।
(ঘ) ব্যবস্থাপকের কাছে তৎক্ষণাৎ রিপোর্ট করবেন।
(ঙ) প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করার জন্য সর্বোপদেশ দিবেন।

১২. অফিসে বসের সাথে আপনার সম্পর্ক ভালোই ছিল কিন্তু ইদানিং আপনি লক্ষ্য করছেন বস আপনাকে কেমন কোন গুরুত্বই দিচ্ছেন না বরং উপেক্ষা করছেন। এমন অবস্থায় আপনি কি করবেন?
(ক) বসকে কারণ জিজ্ঞাসা করবেন।
(খ) মনে মনে কারণ সম্পর্কে বুঝতে চেষ্টা করবেন।
(গ) আপনি আগের মতই কাজ করে যাবেন ও বসের মন জোগাতে চেষ্টা করবেন না।
(ঘ) বসকে এড়িয়ে চলতে চেষ্টা করবেন।

১৩. লোকজন পূর্ণ একটি রেস্টুরেন্টে খাবার অর্ডার দিয়ে ২০ মিনিট অপেক্ষা করার পর দেখলেন পরিচালক ভুল অর্ডার নিয়ে উপস্থিত হল। তখন আপনি কি করবেন?
(ক) তখনই তাকে সঠিক খাবার আনার জন্য বলবেন।
(খ) টেবিলে ওই খাবার রেখে রেস্টুরেন্ট ত্যাগ করবেন এবং কোন দাম দেবেন না।
(গ) কিছুই বলবেন না এবং অর্ডারটি গ্রহণ করবেন।
(ঘ) ভুল খাবার পরিবেশন এর জন্য ম্যানেজারকে জানাবেন।
(ঙ) টেবিলে কোনরকম সন্তোষজনক বিনিময় সম্ভব কিনা তা দেখবেন।

১৪. ঘর গৃহস্থালির প্রয়োজনীয় কিছু সামগ্রী কেনাকাটা করতে গিয়ে এক দোকানে দেখলেন দোকানে আপনার পুরনো দিনের বন্ধু। তখন আপনি কি করবেন?
(ক) তাকে না চেনার ভান করে কেনাকাটা করবেন।
(খ) সহাস্যে বন্ধুর মতো আলাপ করবেন ও কেনাকাটা করবেন।
(গ) বন্ধু হিসাবে জিনিসপত্রের দাম কম রাখার অনুরোধ করবেন।
(ঘ) লজ্জা পেয়ে ওই দোকানে কেনাকাটা না করে পালিয়ে আসবেন।

১৫. আপনি দেখলেন যে একজন আগন্তক আপনার নতুন ছাতাটি নিয়ে রেস্টুরেন্ট ত্যাগ করছে এবং ওই রকম একটা পুরনো ছাতা এ জায়গায় রয়েছে। তখন আপনি কি করবেন?
(ক) পুলিশ ডেকে তাকে সব কিছু বলবেন।
(খ) তাকে ডেকে বলবেন তিনি আপনার নতুন ছাতাটি ভুল করে তার নিজের ভেবেছেন কিনা?
(গ) কিছুই করবেন না এবং অপেক্ষা করে দেখবেন লোকটি কি করে?
(ঘ)তাকে বলবেন তার যদি একটা নতুন ছাতা কেনার সামর্থ্য না থাকে তাহলে সে ওটা নিতে পারে।
(ঙ) ওই রেস্টুরেন্ট ট্যাগ করবেন এবং সেখানে আর কখনো খেতে আসবেন না।

১৬. আপনার এলাকায় সন্ত্রাসী ধরার নামে পুলিশ অভিযান চালিয়ে নিরীহ মানুষদের হয়রানি করা হচ্ছে। এমত অবস্থায় আপনি কি করবেন?
(ক) স্থানীয় পুলিশ স্টেশনে একাকী যোগাযোগ করে অভিযোগ জানাবেন।
(খ) স্থানীয় সাধারণ মানুষদের ঐক্যবদ্ধ করে থানায় অভিযোগ জানাবেন।
(গ) পুলিশের হামলা প্রতিরোধের জন্য সশস্ত্র আন্দোলন গড়ে তুলবে।
(ঘ) এলাকা ছেড়ে পালিয়ে যাবেন।

১৭. ধরুন আপনি একজন বিবাহিত যুবতী মহিলা। আপনার বিবাহিত ঊর্ধ্বতন কর্মচারী যার প্রণয় প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করেছিলেন, তিনি আপনার প্রতি অতিরিক্ত মনোযোগ প্রদর্শন করছেন। আপনি তখন কি করবেন?
(ক) তৎক্ষণাৎ অন্য চাকরির খোঁজ করবেন।
(খ) লক্ষ না করার ভান করবেন।
(গ) তাকে ভদ্রভাবে বলবেন অন্য কর্মচারীদের সাথে যেমন ব্যবহার করা হয়, আপনার সাথেও তিনি সেরকম ব্যবহার করবেন।
(ঘ) তার পক্ষপাতিত্বের কথা বন্ধুদের কাছে গর্ভের সাথে বলবেন।
(ঙ) এ ধরনের ব্যবহার করতে থাকলে তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বলে দেবেন বলে ভয় দেখালেন।

১৮. শখের বসে বন্ধুর মোটরসাইকেলটি চোরে ঘুরে বেড়ালেন কিন্তু বিড়ম্বনা বাঁধলো তখনই যখন মোটরসাইকেলটি ফেরত দেয়ার সময় দেখলেন যে প্রয়োজনীয় একটি যন্ত্রাংশ খুলে পড়ে গেছে। তখন আপনি কি করবেন?
(ক) বিষয়টি গোপন রেখে মোটরসাইকেলটি ফেরত দিবেন।
(খ) বিষয়টি বন্ধুকে জানিয়ে মোটরসাইকেলটি ফেরত দিবেন।
(গ) পরে যন্ত্রাংশ কিনে দিবেন বলে অঙ্গীকার করবেন।
(ঘ) তখনই যন্ত্রাংশটি কিনে দেয়ার জন্য রওনা দিবেন।

১৯. তহবিল তসরুপের জন্য আপনার পিতাকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেয়া হলো, এটা আপনার কাছে দুঃখজনক ঘটনা। আপনি কি করবেন?
(ক) পিতার অতীত ইতিহাসের জন্য বড়াই করবেন।
(খ) পিতার ব্যাপারে যেকোনো আলোচনা এড়িয়ে যাবেন।
(গ) যারা আপনাকে এ ব্যাপারে জিজ্ঞেস করছে তাদের বলবেন যে এ নিয়ে তাদের মাথা ঘামানোর দরকার নেই।
(ঘ) স্বাভাবিক আচরণ করবেন এবং ভদ্রভাবে সব প্রশ্নের উত্তর দিবেন।
(ঙ) শহর ছেড়ে চলে যাবেন।

২০. কয়েক বন্ধু মিলে ভ্রমণে যাওয়ার সিদ্ধান্তের আলোচনায় বসেছেন। কিন্তু কোন সঠিক সিদ্ধান্তেই পৌঁছাতে পারছেন না। এমতাবস্থায় আপনি কি করবেন?
(ক) ভ্রমণে যাওয়াই বাদ দিবেন।
(খ) পরদিন আবার আলোচনার কথা বলবেন।
(গ) যে কোন এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা করার সিদ্ধান্ত নেবেন।
(ঘ) নিজের মতামতের গুরুত্ব দিয়ে পছন্দ মতো জায়গায় যাওয়ার সিদ্ধান্ত দিবেন।

উত্তরমালা

১. ঘ, ২. খ, ৩. গ, ৪. ঘ, ৫. গ, ৬. ঘ, ৭. গ, ৮. ঘ, ৯. গ, ১০. ঘ, ১১. ঙ, ১২. গ, ১৩. ক, ১৪. খ, ১৫. ক, ১৬. খ, ১৭. খ, ১৮. খ, ১৯. ঘ, ২০. খ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url