Non Finite Verb এর ব্যবহার-Use Of Non Finite Verb
Non-finite Verb এমন এক ধরণের Verb যা Subject-এর Number, Person এবং Verb-এর Tense অনুযায়ী পরিবর্তিত হয় না। Non-finite Verb একটি বাক্যের Main Verb হিসেবেও কাজ করে না। অর্থাৎ, Non-finite Verb বাক্যের কোন কাজ সম্পন্ন করে না। একটি Sentence যে Tense এই থাকুক না কেন যেমন- Past, Present, বা Future, Non-finite Verb গুলো সব সময় অপরিবর্তিত থাকে। একটি বাক্যে Non-finite Verb গুলো Finite Verb এর মতো অত্যাবশ্যক নয়। শুধুমাত্র বিভিন্ন ধরণের অর্থ প্রকাশ করার জন্য এবং বাক্যকে সম্প্রসারণ করার জন্য ব্যবহার করা হয়। সুতরাং, Finite Verb ছাড়া শুধু Subject ও Non-finite Verb দিয়ে আমরা কোন বাক্য Sentence তৈরী করতে পারবো না। যেমন-
Children to fly kites.
ব্যাখ্যাঃ উপরের বাক্যটিতে Children হলো Subject এবং to fly হলো Non-finite Verb. এই বাক্যের অর্থপূর্ণ বাংলা অনুবাদ করা সম্ভব নয়। কারণ এই বাক্যে কোন Finite Verb নেই।
এর পরিবর্তে আমরা বলতে পারি-
Children like to fly kites.
ব্যাখ্যাঃ উপরের বাক্যটিতে “Children” হলো Subject, “like” হলো Finite Verb এবং “to fly” হলো Non-finite Verb. এই বাক্যেটি অর্থপূর্ণ ।
Simple or Noun Infinitive-এর ব্যবহার
1. Finite Verb এর Subject হিসেবেঃ
To tell a lie is a great sin.
To walk is a good exercise.
তবে, এ Sentence গুলোকে 'It' Subject দিয়ে শুরু করাই ভালো। যেমন-
It is a great sin to tell a lie.
It is easy to find fault with others.
2. Transitive Verb এর Object হিসেবেঃ
I do not mean to read.
He does not fear to die.
3. Preposition-এর Object হিসেবেঃ
He had no choice but to obey.
The patient is about to die.
4. Intransitive Verb এর Complement হিসেবেঃ
His hobby is to collect stamp.
He seems to be happy.
5. Objective Complement হিসেবেঃ
She helped me to complete the task.
I saw him go.
6. আবেগ প্রকাশে বা প্রশ্ন জিজ্ঞাসায়ঃ
To think that he would do this!
And now what to do?
Gerundial or Qualifying Infinitive-এর ব্যবহার
এই Infinitive দিয়ে Purpose (উদ্দেশ্য), Cause (কারণ), Condition (শর্ত), Result (ফলাফল) প্রকাশ করা হয়। কোন Verb, Adjective, Noun & Sentence-কে Qualify করতে এই Infinitive-টি ব্যবহৃত হয়। যেমন-
It is time to read.
To tell the truth, I don't like that person.
We eat to live.
Orange is good to cat.
(Qualifying Infinitive-এর Pattern ও Structure-গুলো নিম্নরূপঃ
1. Subject + Verb + to/ not to (infinitive)
I want to swim.
She decided not to play.
2. Subject + Verb + (Pro)noun + to/ not to (infinitive)
I do not want anyone to show me sympathy.
I told Mira not to do that.
3. Subject + Verb + (Pro) noun + bare infinitivě.
He saw me go out.
They made me do it..
4. Subject + Verb + conjunctive (how, what, when, who, whom, whose, why, whether) + to-infinitive
I know how to swim.
He doesn't know what to do.
Note: যখন কোন বিশেষ skill বা training বুঝায় না, তখন Conjunctive ‘how’ ব্যবহৃত হয় না। যেমন-
We must learn to live in peace.
5. Subject +Verb+ Pronoun + Conjunctive + to-infinitive
I told Zahin where to go.
I asked her where to go.
6. In order to + Verb
We live in houses in order to protect ourselves from rain.
Note: সুনির্দিষ্ট উদ্দেশ্য (Specific Purpose) প্রকাশে ‘in order to’ ব্যবহৃত হয়। ‘for’ object-এর পর ‘in order to’ ব্যবহৃত হয় না। যেমন-
This is a gold chain for her to wear. (for her in order to wear হবে না)
7. Have to/ has to +Verb
Man has to breathe if he wants to live.
8. Subject + be + infinitive + verb.
You are to knock before you come in.
You are to write on both sides of the paper.
Use of Bare Infinitive
যখন কোন বাক্যের Infinitive এর ‘to’ উহ্য থাকে তখন তাকে Bare Infinitive বলে।
নিম্নলিখিত ক্ষেত্রে bare infinitive ব্যবহৃত হয়ঃ
1. ‘have’ ও ‘help’ verb এর পর সাধারণত bare infinitive ব্যবহৃত হয়। যেমন-
Please help me (to) do this homework.
I will not have him (to) take this advantage.
2. Than, but, except, had better, had rather ইত্যাদির পরঃ
You had better (to) change your elective subject.
I had rather (to) stay here.
He did everything except (to) carry out my order.
He did nothing but (to) give me false promise.
I think he will choose a job than (to) continue his studies.
3. কয়েকটি নির্দিষ্ট Auxiliary verb এর পর (can, have/ has, may, must, shall, should, will, would) এবং অনেক সময় ‘do’ verb টির পর ‘to’ উহ্য থাকে অর্থাৎ bare infinitive হয়। যেমন-
I can (am able to) swim.
Do (to) show something new.
I will (am determined to) be a teacher.
He may (is allowed to) go.
You must (are commanded to) obey the rules of our team.
I shall (am determined to) join that ceremony.
If you came here, I would (be interested to) take you to the sea beach.
4. Active Voice-এ please, see, let, make, know, feel, hear, dare, bid, behold, watch, notice প্রভৃতি Verb-এর পর ‘to’ উহ্য থাকে। যেমন-
I saw him (to) draw a picture.
Make her (to) do the homework.
He dared not (to) compete with me.
He will not let me (to) live in peace.
He bade me (to) go.
You can hear me (to) sing a song.
She felt the gentle breeze (to) ruffle her hair.
Note: তবে এই Verb-গুলো Passive voice-এ ব্যবহৃত হলে তাদের সাথে ‘to’ ব্যবহার করতে হবে।। যেমন-
I was made to prepare this lesson.
He was seen to sit alone in a remote place.
ব্যতিক্রমঃ ‘let’ যুক্ত বাক্যে এ নিয়ম প্রযোজ্য হয় না। যেমন-
He was let (to) go.
Participle-এর ব্যবহার
Participle-এর বহুমুখী ব্যবহার রয়েছে। যেমন- এটি Verb এর মতো Object গ্রহণ করতে পারে, Adjective এর মতো তা কোন Noun/ Pronoun কে বিশেষিত করতে পারে, Comparison বা তুলনা প্রকাশে ব্যবহৃত হতে পারে, এবং সর্বোপরি বিভিন্ন রকম Verb ও Adjective হিসেবে ব্যবহৃত হতে পারে। নিচে Participle গুলোর ব্যবহার দেওয়া হলো-
1. Adjective হিসেবেঃ Present বা Past Participle কোন Noun-কে Modify করতে এর পূর্বে ব্যবহৃত হয়। যেমন-
He killed a flying bird. (Present Participle)
He is a retired teacher. (Past Participle)
2. Present বা Past Participle ‘be’ Verb-এর Complement হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন-
The news is surprising. (Present Participle)
The school is closed. (Past Participle)
3. Present বা Past Participle কোন Object এর পরে বসে এর অবস্থা (State) প্রকাশ করতে পারে। যেমন-
I saw the baby crying. (Present Participle)
I found the house deserted. (Past Participle)
4. Present/ Past Participle একটি Adjective Phrase হিসেবে কাজ করতে পারে। যেমন-
The girl dancing on the stage is my sister. (Present Participle)
The eggs bought yesterday are rotten. (Past Participle)
5. Verb হিসেবেঃ Verb হিসেবে Participle সর্বদা Finite Verb এর অংশ হিসেবে ব্যবহৃত হয়। Present Participle ব্যবহৃত হয় Continuous tense গঠন করতে। যেমন-
Meena is/ was/ will be/ has been playing.
আবার, Past Participle ব্যবহৃত হয় Perfect tense গঠন করতে। যেমন-
Meena has/had/ will have done the work.
6. 'Be + Past Participle' ব্যবহৃত হয় Passive Voice করতে। যেমন-
Letters are being typed.
The book is being printed.
7. Adverb হিসেবেঃ একটি Participle কোন Verb-কে Modify করতে Adverb হিসেবে ব্যবহৃত হয়। যেমন-
She came dancing/singing. (Present Participle)
She got back home tired/ displeased. (Past Participle)
Nate: মনে রাখতে হবে, Sentence-এ Participle কে Noun বা Pronoun এর সাথে সঙ্গতি রেখে ব্যবহার করতে হয়। তা না হলে Sentence শুদ্ধ হয় না। নিচে Participle এর কিছু শুদ্ধ ও অশুদ্ধ ব্যবহার দেখানো হলো-
Inc. Walking through the forest, a bear attacked them.
Cor. While walking through the forest we were attacked by a bear.
Inc. Being a rainy day, we could not visit the place.
Cor. It being a rainy day, we could not visit the place.
Inc.: Going up the hill, I saw an old temple.
Cor. As I was going up the hill, I saw an old temple,
Gerund-এর ব্যবহার
বাক্যের বিভিন্ন স্থানে Gerund ব্যবহৃত হতে পারে। যেমন-
1. Verb এর Subject রূপেঃ
Seeing is believing.
Learning English is not difficult.
Driving too fast is dangerous.
Her knitting is beautiful. My doctor says that swimming is the best kind of exercise.
2. Transitive Verb এর Object রূপেঃ
I like catching fish. Start reading.
She likes sleeping in the afternoon.
I enjoyed reading and writing.
He finished playing at 9 o'clock.
3. Preposition এর Object রূপেঃ
He is hard of hearing.
He has been criticized for writing this novel.
I have no objection to walking.
She is fond of shopping.
Note: Preposition-এর পর সর্বদা Gerund হয়, infinitive হয় না।
4. Verb এর Complement ৰূপেঃ
His profession is driving.
His hobby is playing tennis.
5. Compound Noun-এর অংশরূপেঃ
This is my reading room.
I have bought a new washing machine.
Note: Possessive Case এর সাথে ব্যবহৃত হলে Gerund যুক্ত Sentence ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে। তা না হলে ভুলের সম্ভাবনা রয়েছে। নিচে কয়েকটি উদাহরণ দেওয়া হলোঃ
I like your speaking in this way. (you speaking নয়)
He insisted on my going there. (me going there নয়)
I am happy to know about my friend's taking this position. (my friend taking this নয়)
আরো একটি বিষয় মনে রাখবে, Gerund এর পূর্বের Noun/ Pronounটি প্রাণীবাচক হলে কেবল সেই ক্ষেত্রেই তার Possessive হবে। যেমনটা উপরের Sentence-গুলোতে হয়েছে। আর Noun/ Pronoun-টি অপ্রাণীবাচক/ বস্তুবাচক হলে তার Possessive হবে না। যেমন-
There is no chance of the machine working again. (machine's working again হবে না)
Gerund in a Complement:
Complement-এর সাথে Gerund দু'ভাবে ব্যবহৃত হতে পারে। যেমন-
1. Objective case-এ noun/ pronoun-এর পরে;
2. Possessive case-এ noun/pronoun-এর পরে। যেমন-
I don't like Tom/him watching TV all the time. (objective case) I don't like Tom's/ his watching TV all the time. (possessive case)
Some Important Structures of Gerund
1. By + Gerund By eating nutritious food we can be healthy.
By being a doctor he wants to help people.
2 Without + Gerund
Without working hard you cannot expect a good result in the exam.
. UP + Vt +Genund
3 She could not help crying.
The Verbal Noun : Gerund করা হালে নোম Verbal Noun এর আলোচনাও গুরুত্বপূর্ণ। Gerund এর পূর্বে The এবং পরে of যুক্ত করে Verbal Noun গঠন যেমন-
The reading of newspaper increases our knowledge.
The hunting of migratory birds is not good at all.
Infinitive Gerund সংক্রান্ত কিছু সমস্যা
এমন কিছু Sentence আছে যেগুলোতে Gerund অথবা Infinitive ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। নিচে এ
সংক্রান্ত নিয়মগুলো আলোচনা করা হলো: L কতিপয় Verb এর পর (যদি উভয়ের মধ্যে অর্থাৎ দুটি verb-এর মধ্যে কোন Noun বা Pronoun না থাকে তাহলে)
Gerund বসে, Infinitive বসে না। Verb-গুলো হলো-
advise, avoid, confess, consider, delay, deny, drop, endure, enjoy, escape, excuse, fancy, finish, forbid, forgive, mind, miss, pardon, practice, prefer, present, stop, suggest ইত্যাদি।
I could not avoid facing the problem.
He enjoy's watching English movies.
কিন্তু উভয়ের মধ্যে Noun বা Pronoun থাকলে এগুলোর পরে Infinitive বসতে পারে। যেমন- Mother advises me to read attentively. (reading নয়)
He stops the machine to run. (running নয়)
ii. কতিপয় verb এর পর Infinitive বসে, Gerund নয়।
সেগুলো হলো:
dare, expect, decide, desire, promise, want, wish, ইত্যাদি।
He promises to help me (helping নয়) I want to read in English. (reading নয়)
iii. কিছু verb-এর পরে Infinitive ও Gerund উভয়ই বসতে পারে। তবে এক্ষেত্রে বাক্যের অর্থের পরিবর্তন ঘটে থাকে। যেমন-
(a) Do you remember leaving a message for her? (তুমি আগেই তার জন্য একটা বার্তা রেখে গিয়েছিলে।)
Remember to leave a message for her. (তুমি এখন বা ভবিষ্যতে এটা করবে।)
(b) Meena stopped buying fruits from the-shop. (সে নিয়মিত সেই দোকান থেকে ফল কিনতো কিন্তু এখন আর কিনে না।) Meena stopped to buy fruits from the shop. (সে দোকানটি থেকে ফল কিনতে চেয়েছিল, আর তাই সে থেমেছিল।)
iv. কিছু verb যেমন- start, like, love, ইত্যাদির পরে Infinitive ও Gerund উভয়ই বসতে পারে বাক্যের অর্থের কোন পরিবর্তন না ঘটিয়ে। যেমন-
I love to read poetry.
I like to dance.
He has started to go to the gym.
I love reading poetry.
I like dancing.
He has started going to the gym.
Participles
Participle হচ্ছে verb-এর একটি রূপ যার শেষে ing (present participle) অথবা - c * d, - d, - t, - e * n, - n, - n * epsilon (past participle), ইত্যাদি যুক্ত থাকে এবং যা adjective হিসেবে কাজ করে। একে verbal ও বলে। যেমন-
This is a very exciting event. Look at the flying bird.
He welcomed the invited guests.
The school is closed.
উপরের উদাহরণগুলোতে underline-করা word-গুলো Participle।
Note: Participle-গুলো noun-কে modify করে Adjective হিসেবে কাজ করতে পারে। আবার, 'to be' বা 'to have' verb-এর সাথে ব্যবহৃত হয়ে Action verb হিসেবে কাজ করতে পারে। যেমন-
The talking parrots entertained the crowd. (present participle)
The wrecked sailboat washed up on shore. (past participle)
She is thinking of the children. (Action verb)
The conference room had been cleaned before they arrived. (Action Verb)
The job has been done successfully. (Action verb)
Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url