Non-finite Verb কাকে বলে?-Non-finite Verb কত প্রকার ও কি কি
Parts of Speech
ও
Verb
পোষ্টে Verb কাকে বলে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আমরা Non-finite Verb
সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। Non-finite Verb বুঝতে হলে Finite Verb
সম্পর্কেও ধারণা থাকতে হবে।
Table of Content:- Non-finite Verb কাকে বলে?-Non-finite Verb কত প্রকার ও কি কি
Non-finite Verb কাকে বলে
যে Verb দ্বারা
Sentence-এর বক্তব্য শেষ করতে পারেনা এবং Sentence-এর Subject (Nominative)-এর Number,
Person এবং
Tense
দ্বারা তার রূপ নির্ণীত হয়না তাকে Non-finite Verb (অসমাপিকা ক্রিয়া) বলে।
অন্যভাবে বলা যায়,
Non-finite verb এমন এক ধরনের verb যেটি Subject-এর Number, Person এবং Tense
অনুসারে পরিবর্তিত হয় না এবং যা সাধারণত বাক্যে Main verb হিসেবে কাজ করতে পারে
না। অর্থাৎ, Non-finite Verb, বাক্যে কোন কাজ সম্পাদন করতে পারে না। Sentence যে
Tense-এই থাকুকনা কেন Non-finite Verb সমূহ অপরিবর্তিত থাকে। Non-finite
verb-গুলো finite verb-এর মতো অত্যাবশ্যক নয়। Non-finite verb-গুলো বাক্যের অর্থ
সম্পন্ন করতে পারেনা। বাক্যে এদের প্রয়োজন হয় শুধু বিভিন্ন ধরনের অর্থ প্রকাশ করে
বাক্যের সম্প্রসারণ করার লক্ষ্যে। তাই Finite verb ছাড়া শুধু
Subject
এবং Non-finite verb দিয়ে কোন sentence তৈরি করা সম্ভব নয়।
Note: Non-finite verb কে Verbals ও বলা হয়। Verb-এর যে রূপ Subject
(Nominative)-এর Number, Person দিয়ে নির্ধারণ করা যায় না এবং এরা বাক্যে একসাথে
Verb, Noun বা
Adjective-এর মত কাজ করে। যেমন-
আমরা কখনই বলি নাঃChildren to fly kites. (Subject + Non-finite verb)
I to do the work. (Subject + Non-finite verb)
We to play cricket. (Subject + Non-finite verb)
বরং আমরা বলিঃ
Children like to fly kites. (Subject + Finite Verb + Non-finite verb)
I want to do the work. (Subject + Finite Verb + Non-finite verb)
We love to play cricket. (Subject + Finite Verb + Non-finite verb)
Example:
I take tea.
I saw him.
উপরের বাক্য দুইটির Verb “Drink ও Saw” Subject ‘I’-এর Number ও Person দ্বারা
নিয়ন্ত্রিত হয়েছে। তাই “Drink ও Saw” এখানে Finite Verb। কিন্তু বাক্য দুইটিকে
যদি এ ভাবে লেখা হয়-
I like to take tea.He started taking tea.
উপরের বাক্য দুটিতে “take ও taking” Verb দুইটি একই সাথে Verb ও
Noun-এর কাজ করছে এবং এরা Finite Verb নয়। সুতরাং এরা Non-finite verb।
নিচের বাক্য দুইটি লক্ষ করুন-I saw them playing cricket.
She saw the baby crying.
উপরের বাক্য দুটিতে “playing ও crying” Verb দুইটি Main Verb “Play ও Cry”-এব
সাথে “img” যুক্ত হয়ে গঠিত হয়েছে। তাই এরা Finite Verb নয়। Verb দুইটি যথাক্রমে
Pronoun ‘them’ এবং Noun ‘Baby’ কে Modify করছে। তাই এরা বাক্যে এর Verb ও
Adjective-এর কাজ করছে। সুতরাং এরা Non-finite verb বা Verbals।
নিচের বাক্য গুলো লক্ষ করুন-I want to read the book.
He wants to read the book.
You want to read the book.
they want to read the book.
উপরের বাক্য গুলো Subject-এর Number ও Person পরিবর্তন করা হয়েছে এবং Main Verb
“want” এর রূপ পরিবর্তিত হয়েছে। কিন্তু (to read) Verb টির রুপের কোন পরিবর্তন
হয়নি। সুতরাং (to read) Verb টি Non-finite verb বা Verbals।
আবার নিচের বাক্য গুলো লক্ষ করুন-She wanted to read the book.
I bought a rose to present you.
She has bought a rose to present me.
I have bought a rose to present you.
উপরের বাক্য গুলো Subject-এর Number ও Person এবং Tense-এর পরিবর্তন করা হয়েছে
এবং Main Verb “want, buy” এর রূপ পরিবর্তিত হয়েছে। কিন্তু (to present) Verb টির
রুপের কোন পরিবর্তন হয়নি। সুতরাং (to present) Verb টি Non-finite verb বা
Verbals।
Non-finite Verb এর প্রকার | Kinds of Non-finite verb:
Non-finite Verb তিন প্রকার। যথা-(i) Infinitive
(ii) Participle
(iii) Gerund
Infinitive verb এবং Verb-এর Base form-এর মধ্যে পার্থক্য
অনেকে মনে করেন, Infinitive হচ্ছে একটি Verb-এর Basic form, কিন্তু আসলে বিষয়টি
তা নয়। Verb-এর Vase form হচ্ছে ‘to’ ছাড়া শুধু verb। অনেকে সময় এটিকে Bare
Infinitive-ও বলা হয়। আমরা যখন একটি Infinitive Verb ব্যবহার করি, তখন সেই ‘to’
সেই Verb-এর পূর্বে ‘to’ যুক্ত করতে হয়। আর verb-এর শেষে কখনো-ed, -ing, -s,
ইত্যাদি যুক্ত হয় না।
Infinitive Verb-কে Infinitive বলা হয় কেন?
Latin শব্দ ‘Infinitivus’ থেকে ‘Infinitive’ শব্দটি এসেছে। এবং ‘Infinitivus’
শব্দটির উৎপত্তি হয়েছে ‘Infinitus’ শব্দ থেকে, যার অর্থ ‘Unlimited’ (অসীম)। এই
verb-গুলো সময় দ্বারা নিয়ন্ত্রিত নয়। যেহেতু এরা বাক্যে কোন কাজ বা ঘটনা ঘটার
প্রকৃত সময় প্রকাশ করে না। তাই এদেরকে Infinitives বলা হয়।
Infinitive
English Grammar-এ Infinitive, Participle ও Gerund এর ব্যবহার অত্যন্ত
গুরুত্বপূর্ণ। তাই এদের সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। নিচে এদের সম্পর্কে
আলোচনা করা হলো।
Structure: (to + verb / not to + verb)
Infinitive একটি নির্দিষ্ট verb form যা বাক্যে Non-finite Verb হিসেবে ব্যবহৃত
হয়। Verb এর Base form/Present form-এর পূর্বে ‘to’ যুক্ত করে Infinitive গঠন করা
হয়। তবে এই 'to' কোন কোন sentence-এ উহ্যও থাকতে পারে। যখন 'to' স্পষ্টভাবে Verb
এর সাথে যুক্ত থাকে তখন তাকে `to-infinitive' বলা হয়। এবং ‘to’ উহ্য থাকলে তাকে
Bare Infinitive বলা হয়। যেমন-
I want to go there. (আমি সেখানে যেতে চাই।)Mahin went to see the cricket match. (মাহিন ক্রিকেট খেলা দেভতে গিয়েছিল।)
লক্ষ করুনঃ
To = তে, তাহলে ‘to go’ = যাওয়া + তে = যেতে, to see = দেখা + তে = দেখতে।
To + verb এর বাংলা অর্থ হচ্ছে “Verb এর বাংলা অর্থের সাথে “তে” যুক্ত হয় অর্থাৎ
“ক্রিয়ামূল + তে” এরকম।
আবার,
I told Mahin (to) do the work. (আমি মাহিনকে কাজটি করতে বলেছিলাম। এখানে ‘to’
উহ্য। তাই এটি Bare Infinitive)একটি Bare Infinitive শুধু verb নিয়ে গঠিত হয়, এর পূর্বে কোন ‘to’ বসে না, বা
এর পর ‘ing’ যোগ হয় না। যেমন-
I saw them cross the road.You made me laugh.
Bare infinitive-এর গঠন বিভ্রান্তিকর মনে হতে পারে কারণ, এটা দেখতে Finite
Verb-এর মতো, অথচ এটি Finite Verb নয়।
Infinitive-এর প্রকারভেদ
Infinitive-কে দু'ভাগে ভাগ করা যায়। যেমন-1. Simple/Noun Infinitive
2. Gerundial/ Qualifying Infinitive.
Simple/Noun Infinitive
যখন Infinitive Verb Form টি Sentence-এ Noun এর কাজ করে তখন তাকে Simple/Noun
Infinitive বলা হয়। যেমন-
To tell a lie is a great sin.
To walk is a good for health.Gerundial/ Qualifying Infinitive
কোন Infinitive যখন বাক্যে Adjective/Adverb-এর মত কাজ করে তখন তাকে Gerundial/
Qualifying Infinitive বলা হয়। Gerundial/ Qualifying Infinitive বাক্যে নিম্ন
বর্ণিত কাজ গুলো করে থাকে।
(১) উদ্দেশ্য - (Purpose)(২) কারণ - (Cause)
(৩) শর্ত - (Condition)
(৪) ফলাফল - (Result)
(৫) Parenthetically
এই ৫ টি গুরুত্বপূর্ণ Point মনে রাখতে পারলে Gerundial/ Qualifying Infinitive
বুঝতে সহজ হবে।যেমন-
(১) He came to visit us. ( ‘to see’ উদ্দেশ্য বোঝাচ্ছে)(২) I am sorry to bother you. ( ‘to bother’ কারণ বোঝাচ্ছে)
(৩) You can take my phone to talk only for 5 minutes. ( ‘to talk’ শর্ত বোঝাচ্ছে)
(৪) You should work hard to obtain good marks in the exam. ( ‘to obtain’ ফলাফল বোঝাচ্ছে)
(৫) Parenthetical Use: Infinitive যখন Finite verb-এর সাথে সম্পর্কহীন ভাবে
ব্যবহৃত হয় তখন তাকে Parenthetical Use বলা হয়। সাধারনত কোন বক্তব্য বা বিষয়কে
জোর দেওয়ার জন্য এটি ব্যবহার করা হয়। এই ধরণের Infinitive Verb Form সম্পূর্ণ
বাক্যকে Qualify করে। যেমন-
To speak frankly, he is not an honest man.To be frank, I am not a rich man.
To be belief, we won't play the game today.
উপরের বাক্যগুলোতে “To speak, To be” হলো Infinitive-এর Parenthetical Use.
Participle
Structure: (Verb + ing)
Verb-এর যে Form বাক্যে একসাথে Verb ও Adjective-এর কাজ করে তখন তাকে Participle
বলা হয়। Verb এর Base form/Present form-এর সাথে ‘ing’ যুক্ত করে এবং Verb এর
Past Participle গঠন করে Participle গঠন করা হয়। Participle Verb Form টি
Sentence-এ একসাথে Verb ও Adjective এর কাজ করে। যেমন-
The baby came to its mother crying.
We should not eat rotten eggs.উপরের বাক্য দুটিতে “crying ও rotten” হলো Participle।
Participle-এর প্রকারভেদ
Participle তিন প্রকার:(1) Present/Active Participle
(2) Past Participle
(3) Perfect Participle
Present/Active Participle
Verb এর Base/Present form-এর সাথে ‘ing’ যুক্ত হয়ে Sentence-এ একসাথে Verb ও
Adjective এর কাজ করে তখন তাকে Present/Active Participle বলে। যেমন-
We saw a girl singing a song.
A rolling stone gathers no moss.উপরের বাক্য দুটিতে “singing ও rolling” হলো Present Participle।
Past Participle
যখন Verb এর Past Participle Form, Sentence-এ একসাথে Verb ও Adjective এর কাজ
করে তখন তাকে Past Participle বলে। যেমন-
Rotten vegetable is not good for health.A learned man is respected by all.
উপরের বাক্য দুটিতে “Rotten ও learned” হলো Past Participle।
Perfect Participle
Structure: Having + Verb-এর Past Participle.
Verb এর Past Participle Form এর পূর্বে Having যুক্ত করে Perfect Participle গঠন
করা হয়। এই গঠনটিকে Compound Participle-ও বলে কারণ এটি Present Participle ও
Past Participle এর মিলিত রূপ। Verb এর Past Participle Form যখন Sentence-এ
একসাথে Verb ও Adjective এর কাজ করে তখন তাকে Perfect Participle বলে। যেমন-
Having seen the police, the thief ran away.Having completed my lesson, I went to play football.
উপরের বাক্য দুটিতে “Having seen ও Having completed” হলো Perfect Participle।
Gerund
Structure: (verb + ing)
Verb-এর Present Participle (অর্থাৎ verb + ing) রূপ যখন Sentence-এ একসাথে Verb
ও Noun-এর কাজ করে তখন তাকে Gerund বলে। Gerund-এর পূর্বে ‘The’ এবং পরে ‘of’
(The + gerund + of) থাকলে তাকে Verbal Noun বলে। যেমন-
Walking is good for health.I prefer travelling with friends.
The reading of history is interesting.
উপরের বাক্য গুলোতে “Walking ও travelling” হলো Gerund। এবং “The reading of” হলো
Verbal Noun.
Gerund এবং Present Participle-এর মধ্যে পার্থক্য
Gerund এবং Present Participle-এর গঠন একই রকম, কিন্তু এরা বাক্যে ভিন্ন ভিন্ন
কাজ করে। Gerund বাক্যে একইসাথে Verb ও Noun-এর কাজ করে। অন্যদিকে Participle
বাক্যে একইসাথে Verb ও Adjective-এর কাজ করে। এদেরকে Verbal Adjective-ও বলা হয়।
‘Verb + ing’ কি Gerund, নাকি Present Participle?
বাক্যে ব্যবহৃত ‘verb + ing’ রূপটিকে যদি Adjective
Clause-এ
রূপান্তরিত করা যায়, তাহলে সেটি Present Participle হবে; অন্যথায় সেটি Gerund
হবে। যেমন-
He killed a flying bird. (অর্থাৎ, He killed a bird that was flying.)Look at the flowing water. (অর্থাৎ, Look at the water that is flowing.)
উপরের sentence দুটিতে `flying' এবং `flowing' এই দুটি ing-যুক্ত verb-কে
Adjective clause-এ রূপান্তর করা যায়। এবং এরা ‘bird ও water’ Noun দুটির পূর্বে
বসে Adjective এর কাজ করছে তাই এরা Present Participle, এরা Gerund নয়।
আবার, নিচের sentence দুটি লক্ষ করুন:This is drinking water.
This is a writing pen.
উপরের sentence দুটিকে নিম্নোক্তভাবে লেখা যায় না। যেমন-
This is water that is drinking.
This is a pen that is writing.
সুতরাং, উপরের sentence দুটিতে 'drinking' এবং 'writing' হচ্ছে Gerund, এরা Present Participle নয়।
Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url