Verb কাকে বলে - Verb কত প্রকার ও কি কি

আমরা পূর্বের Parts of Speech এর Article এ Verb কাকে বলে বা Verb কি সে সম্পর্কে জেনেছি। এখানে আমরা Verb কত প্রকার ও কি কি, Verb শ্রেণিবিভাগ, আলাদা আলাদা ভাবে বিভিন্ন প্রকার Verb সম্পর্কে বিস্তারিত জানবো। যেকোনো Speech বা Sentence দ্বারা কোন না কোন Action বোঝায়। ইংরেজি শেখার গুরুত্ব কত সবাই না জানলও অনেকেই জানি। ইংরেজি শেখার জন্য গ্রামার জানা জরুরি।
Verb কাকে বলে - Verb কত প্রকার ও কি কি
কোন Sentence দ্বারা কোন কিছু করা বোঝায় বা কোন কিছু থাকা বোঝায়, আবার কোন কিছু হওয়াও বোঝাতে পারে। এ সকল Action বোঝানোর জন্য এক ধরনের Parts of Speech ব্যবহৃত হয়। তার নাম হলো Verb.

Table of Content:-

Verb কি বা কাকে বলেঃ

Verb কি বা কাকে বলে? এই প্রশ্নের উত্তরে আমরা অনেকেই বলি, যে শব্দ দ্বারা কোন কিছু করা বোঝাই তাকে Verb করে। এটি Verb এর সম্পূর্ণ নয়। Verb পূর্ণ সংখ্যা হল- যে শব্দ দ্বারা কোন কিছু ‘করা’, ‘হওয়া’, ‘থাকা বা আছে’ বোঝায় তাকে Verb বলে।
উদাহরণঃ
Newton reads a book. (কোন কিছু করা অর্থ)
The Padma is a big river. (কোন কিছু হওয়া অর্থে)
Raka has a mobile phone. (কোন কিছু থাকা বা আছে অর্থে)

Verb কত প্রকার

Verb শ্রেণীবিভাগের এই অংশে আমরা প্রথমে Verb এর শ্রেণীবিভাগ দেখব এবং পরে প্রতিটি Verb সম্পর্কে বিস্তারিত জানবো।
যেমনঃ-
(1) Finite Verb (সমাপিকা ক্রিয়া)
(2) Non-finite Verb (অসমাপিকা ক্রিয়া)
Finite Verb আবার দুই প্রকার। যথাঃ
(1) Principal Verb (মূল/প্রধান ক্রিয়া)
(2) Auxiliary Verb (সাহায্যকারী ক্রিয়া)

Principal Verb কে আবার দুই ভাবে ভাগ করা যায়। যথা-
(1) Transitive Verb (স্বকর্মক ক্রিয়া)
(2) Intransitive Verb (অকর্মক ক্রিয়া)

Transitive Verb কে চার ভাগে ভাগ করা যায়। যথাঃ
(1) Causative Verb (প্রযোজক ক্রিয়া)
(2) Reciprocal Verb
(3) Reflexive Verb
(4) Factative Verb

Auxiliary/Helping Verb কে আবার ২ ভাগে ভাগ করা যায়। যথাঃ
(1) Primary Auxiliary Verb
(2) Modal Auxiliary Verb

Non-finite Verb কে আবার ৩ ভাগে ভাগ করা যায়। যথাঃ
(1) Infinitive
(2) Participle
(3) Gerund

Participle আবার তিন প্রকার। যথা-
(1) Present Partciple
(2) Past Participle
(3) Perfect Participle

(উপরে উল্লেখিত Verb ছাড়াও আরো অনেক প্রকার Verb রয়েছে যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব)

Finite Verb কি বা কাকে বলেঃ

যে Verb কোনো Sentence-এর বক্তব্য সমাপ্ত করে এবং উক্ত Sentence-এর Nominative-এর Number ও Person এবং Tense অনুসারে রূপের পরিবর্তন হয়, তাকে Finite Verb বলে। যেমন-
1. Sentence-এর Nominative-এর Number অনুযায়ী পরিবর্তন।
He plays football.
They play football.
2. Sentence-এর Nominative-এর Personঅনুযায়ী পরিবর্তন।
I write a letter.
He writes a letter.
You write a letter.
3. Sentence-এর Tense অনুযায়ী Verb এর রূপের পরিবর্তন।
Raka goes to school regularly.
She is going to school now.
She went to school yesterday.
She shall go to school tomorrow.

Principal Verb কি বা কাকে বলেঃ

যে Verb অন্য কোনো Verb-এর সাহায্য ছাড়াই স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সক্ষম, তাকে
Principal Verb বলে। যেমন-
I eat rice.
The boy plays football.
He went to the market.
Nobody trusts a liar.
এখানে 'eat' , 'plays', ‘went’, ‘trusts’ অন্য কোনো Verb-এর সাহায্য ব্যতীত স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। তাই এগুলো Principal Verb.
Note: Principal Verb ছাড়া কোনো Sentence হয় না।

Transitive Verb কি বা কাকে বলেঃ

যে Verb এর Object (কর্ম) থাকে Transitive Verb বলে। যেমন-
Simon has bought a bike.
She sings a song.
Lubna makes tea.
She writes a letter.
এখানে (bought, sings, makes, writes) Verb গুলো bike, song, tea, letter শব্দ গুলোর সাহায্য গ্রহণ করে সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে। তাই bought, sings, makes, writes হলো Transitive Verb এবং bike, song, tea, letter যথাক্রমে উক্ত Verb গুলোর Object.
Note: Case, Subject ও Object কি, Subject ও Object চেনার উপায় সম্পর্কে পরবর্তীতে আলোচনা করব।
Causative Verb:
যে Verb এর Subject সরাসরি নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি সম্পাদন করে বা করিয়ে নেয় তাকে Causative Verb বলে। যেমন-
Mother feeds the baby.
Father walks his son.
She showed me a picture.
Mahin flies a kite.
উপরের Sentence গুলোতে Verb এর Subject গুলো নিজে কাজ না করে অন্যদেরকে দিয়ে করিয়ে নিচ্ছে তাই এই Verb গুলো Causative Verb.
Note: Causative Verb গুলো মূলত Intransitive Verb. কিন্তু কোন কিছু করানো হয় এই অর্থে ব্যবহৃত হওয়ার কারণে এই Verb গুলো Transitive Verb এর বৈশিষ্ট্য বহন করে। তাই এদেরকে Transitive Verb বলে।
Note: Make, Have, Get - প্রভৃতি Verb যুক্ত করে অনেক Verb কে Causative Verb এ রূপান্তরিত করা হয়। যা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব।
Reciprocal Verb:
Reciprocal Pronoun এর পূর্বের যে Verb থাকে অথবা Reciprocal Pronoun যখন কোন verb এর Object হিসেবে ব্যবহৃত হয়, তখন তাকে Reciprocal Verb বলে। যেমন-
laboni and Lubna love each other.
The friends help one another.
উপরের Sentence গুলোতে each other, one another হলো Reciprocal Pronoun. যেগুলো (love, help ) Verb দুটির Object হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই এই Verb দুইটি হল Reciprocal Verb.

Reflexive Verb:
Reflexive Pronoun এর পূর্বে যে Verb থাকে তাকে Reflexive Verb বলে।
অথবা-
যখন কোন Verb একই ব্যক্তি বা বস্তুকে Subject এবং Object হিসেবে গ্রহণ করে তখন সে Verb কে Reflexive Verb বলে। যেমন-
She fans herself.
He killed himself.
They praised themselves.
উপরের Sentence গুলোতে herself, himself, themselves হলো Reflexive Pronoun. এবং
(fans, killed, praised) Verb গুলো একই ব্যক্তিকে Subject ও Object হিসেবে গ্রহণ করেছে।
তাই এই (fans, killed, praised) Verb গুলোকে Reflexive Verb বলে।

Factitive Verb:
যে Transitive Verb গুলো একটি Object থাকার পরেও সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। সম্পূর্ণভাবে অর্থপ্রকাশ করার জন্য নিজের Object ছাড়াও অন্য একটি Word এর সাহায্য নেয়ার প্রয়োজন হয়। তখন সেই Verb গুলোকে Factitive Verb বা Transitive verb of incomplete predication বলে। এবং অতিরিক্ত Word গুলোকে Object বা Objective Complement বলে।
Nore: Complement কাকে বলে, কত প্রকার কি কি, এ বিষয়ে পরবর্তীতে আলোচনা করব।

Intransitive Verb কি বা কাকে বলেঃ

যে Verb-এর কোনো Object বা কর্ম নেই অথবা যে Verb দ্বারা কেবল অবস্থান ও ঘটনা বোঝায়, তাকে Intransitive Verb বলে।
আবারঃ
যে Verb অন্য কোনো word-এর সাহায্য ব্যতীত অথবা Object গ্রহণ না করে অর্থকে সম্পন্ন করতে পারে তাকে Intransitive Verb বলে। যেমন-
The girl sings.
Birds fly.
Lubna dances.
Wind blows.
এখানে (sings, fly, dances, blows) হলো Verb যা Sentence গুলোর অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করেছে। তাদের অর্থকে সম্পন্ন করতে কোনো Object-এর প্রয়োজন হয়নি। তাই (sings, fly, dances, blows) হলো Intransitive Verb.

Auxiliary Verb কি বা কাকে বলেঃ

যে Verb নিজে অর্থ প্রকাশ করতে পারে না এবং বিভিন্ন প্রকার Sentence, Tense, Voice, Questions, Negatives এবং Mood এর বিভিন্ন রূপ গঠনের জন্য Principal Verb কে সাহায্য করে তাকে Auxiliary Verb বলে।
Primary Auxiliary:
(1) Verb 'To be'
(2) Verb 'To have'
(3) Verb 'To do'
Verb 'To be' = am, is, are, was, were, be, been, being
Verb 'To have' = have, has had.
Verb 'To do' = do, did, done.
স্মরণীয়ঃ
আমাদের অনেকেরই বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে ‘To be’ Verb এবং Auxiliary Verb এর মধ্যে পার্থক্য নির্ণয়ে সমস্যার সৃষ্টি হয়। এক্ষেত্রে নিচের বিষয়গুলো স্মরণ রাখতে হবে।
(1) Verb 'To be' এর মধ্যে (am, is, are, was, were) নির্ণয়ের ক্ষেত্রে সমস্যা হয়।
(2) Verb 'To be', Auxiliary Verb এবং Principal Verb উভয় হিসেবেই ব্যবহৃত হয়
(3) আমরা জানি Auxiliary মানে সাহায্যকারী। যখন এই (am, is, are, was, were) verb গুলো Principal Verb কে সাহায্য করে তখন তাকে Auxiliary Verb বলে। অপরপক্ষে, Sentence এর যখন 'To be' Verb ছাড়া অন্য কোন verb থাকে না অর্থাৎ'To be' verb, Principal Verb এর কাজ করে তখন এই Verb গুলোকে Principal Verb বলে।
(4) 'To have' Verb ও Auxiliary Verb এবং Principal Verb দুই হিসেবেই ব্যবহৃত হয়।
He has broken the glass. (এখানে 'To have' Verb, Auxiliary Verb হিসেবে ব্যবহৃত হয়েছে)
She has a toy. (এখানে 'To have' Verb, Principal Verb হিসেবে ব্যবহৃত হয়েছে)
Modal Auxiliary:
যে Auxiliary / Helping Verb গুলো কোনো অবস্থা বা কাজের নিশ্চয়তা, সম্ভাবনা, অনুমতি, বাধ্যবাধকতা ইত্যাদি ভাব প্রকাশের জন্য Principal Verb যে সাহায্য করে তখন তাদেরকে Modal Auxiliary Verb বলে। যেমনঃ Shall, Should, Will, Would, Can, Could, May, Might, Must, Need, Dare, Ought to, Get used to, Be going to. যেমন-
We should obey our parents.
The boys will play football.
Lubna can solve the math.
It may rain today.

Non-finite Verbকি বা কাকে বলেঃ

যে Verb কোনো Sentence-এর বক্তব্য শেষ করতে পারে না অথবা Sentence এর অর্থ সম্পন্নরূপে প্রকাশ করতে অক্ষম এবং উক্ত Sentence-এর Nominative-এর Number ও Person এবং Tense অনুসারে রূপের পরিবর্তন হয় না, তাকে Non-finite Verb বলে। যেমন-
I want to buy a new mobile phone.
I saw the baby crying.
Walking is good for health.
Lubna loves to listen to music.
উপরের বাক্যগুলোতে Underline করা Verb গুলো Non-finite Verb.
Infinitive Verb কি বা কাকে বলেঃ
Verb এর Present form এর পূর্বে to যুক্ত করে Infinitive গঠন করা হয়। (to + verb-র present form) এই গঠনকে Infinitive বলে। যেমন-
I want to do the work.
Lubna likes to play Free Fire games.
To err is human.
To tell a lie is a great sin.

Participle Verb কি বা কাকে বলেঃ
Verb যে রূপ, যখন একই সঙ্গে Verb এবং Adjective এর কাজ করে তখন তাকে Participle বলে।
অর্থাৎ, Verb এর এই রূপটি বাক্যে একসাথে Verb এবং Adjective এর কাজ করে। যেমন-
the bird is flying.
I saw a flying bird.
The baby is crying.
The bay came to its mother crying.
উপরের বাক্যগুলোতে Underline করা Verb গুলো Participle.

Present Participle:
বাক্যে verb + ing, form যখন Verb ও Adjective এর কাজ করে, তখন তাকে Present Participle বলে। যেমন-
I saw him walking in the field.
The baby came to its mother running.
উপরের বাক্যে Underline করা Verb গুলো Present Participle.

Past Participle:
বাক্যে verb এর Past Participle form যখন Verb ও Adjective এর কাজ করে, তখন তাকে Past Participle বলে। যেমন-
This is a book written by Shakespeare.
This is a broken toy.
We should not drink polluted water.
উপরের বাক্যে Underline করা Verb গুলো Past Participle.

Perfect Participle:
Verb এর Past Participle এর পূর্বে Having যুক্ত হয়ে Verb টি যখন বাক্যে Verb ও Adjective হিসেবে কাজ করে, তখন তাকে Perfect Participle বলে। যেমন-
Having taken my breakfast I will go to school.
Having said this he went away.
উপরের বাক্যে Underline করা Verb গুলো Perfect Participle.

Gerund কি বা কাকে বলেঃ
Verb এর (verb+ing) forn যখন বাক্যে Noun এবং Verb এর কাজ করে তখন তাকে Gerund বলে। যেমন-
This is my reading room.
Gardening is my favorite pastime.
Walking is a good exercise.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url