ওশেনিয়া মহাদেশ কি-ওশেনিয়া মহাদেশ পরিচিতি
আর্টিকেলে যা যা শিখবেন
- ওশেনিয়া মহাদেশ পরিচিতি
- ওশেনিয়া মহাদেশর অঞ্চলসমুহ
- ওশেনিয়া মহাদেশের দেশগুলোর নাম
- অস্ট্রেলিয়া পরিচিতি
- নিউজিল্যান্ড পরিচিতি
- বিগত বছরের প্রশ্ন ও উত্তর
ওশেনিয়া মহাদেশ পরিচিতি
ওশেনিয়া মহাদেশর অঞ্চলসমুহ
ওশেনিয়া মহাদেশের দেশগুলোর নাম
| অঞ্চল | দেশের সংখ্যা | দেশের নাম |
|---|---|---|
| অস্ট্রেলিয়া | ১টি | অস্ট্রেলিয়া |
| নিউজিল্যান্ড | ১টি | নিউজিল্যান্ড |
| পলিনেশিয়া | ৩ টি | ১. সামোয়া ২. টোঙ্গা ৩. টুভ্যালু |
| মেলানেশিয়া | ৪ টি | ১. পাপুয়া নিউগিনি ২. সলোমন দ্বীপপুঞ্জ ৩. ভানুয়াতু ৪. ফিজি |
| মাইক্রোনেশিয়া | ৫ টি | ১. মাইক্রোনেশিয়া ২. কিরিবাতি ৩. নাউরু ৪. মার্শাল দ্বীপপুঞ্জ ৫. পালাউ |
অস্ট্রেলিয়া পরিচিতি
- অস্ট্রেলিয়া এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত দক্ষিণ গোলার্ধের একটি দেশ।
- ‘অস্ট্রেলিয়া’ একটি ল্যাটিন শব্দ, যার অর্থ- দক্ষিণাঞ্চল।
- ওশেনিয়া মহাদেশের সর্ববৃহৎ হ্রদ- গ্রেট ভিক্টোরিয়া- অস্ট্রেলিয়ায় অবস্থিত।
- বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর- গ্রেট ব্যারিয়ার রিফ (কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়ায় অবস্থিত)।
- কুইন্সল্যান্ড যে দেশের অংশ- অস্ট্রেলিয়া।
- Ayers Rock অবস্থিত- অস্ট্রেলিয়ায়।
- জনসংখ্যা ও আয়তনে ওশেনিয়া মহাদেশের বৃহত্তম নগরী- সিডনি।
- ‘মেলবোর্ন শহর’ অবস্থিত- অস্ট্রেলিয়ায় (অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর)।
- অস্ট্রেলিয়ার আনুষ্ঠানিক রাজা- তৃতীয় চার্লস।
- ‘ক্যাঙ্গারুর দেশ’ বলা হয়- অস্ট্রেলিয়াকে।
- অস্ট্রেলীয় আদিবাসীদের বলা হয়- Aborigine।
- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম- দি লজ (ক্যানবেরা অবস্থিত)।
- অনেকেই “সিডনি” কে অস্ট্রেলিয়ার রাজধানী মনে করেন। কিন্তু সিডনি হলো জনসংখ্যা ও আয়তনে ওশেনিয়া মহাদেশের বৃহত্তম শহর ও বন্দর।
নিউজিল্যান্ড পরিচিতি
- দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয়- নিউজিল্যান্ডকে।
- নিউজিল্যান্ডের আদি অধিবাসী- মাউরি।
- নিউজিল্যান্ডের স্ব-শাসিত অঞ্চল- কুক আইল্যান্ড, কিউই।
- যে দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার পায়- নিউজিল্যান্ড (১৮৯৩ সালে)।
- নিউজিল্যান্ডের জাতীয় খেলার নাম- রাগবী।
- ‘কিউই’ যে দেশের জাতীয় পাখি- নিউজিল্যান্ড।
- ‘মাউরিরা’ যে দেশে বাস করে- নিউজিল্যান্ড।
- নিউজিল্যান্ডের নামকরণ করেন- ডাচ নাবিক ভাসম্যান।
- নিউজিল্যান্ডের জাতীয় পাখির নাম- কিউই।
- কিউই বলা হয়- নিউজিল্যান্ডের অধিবাসীদেরও।
বিগত বছরের প্রশ্ন ও উত্তর
১. সর্বপ্রথম কোন দেশে মহিলাদের ভোটাধিকার প্রদান করা হয়?ক) নিউজিল্যান্ড
খ) বৃটেন
গ) যুক্তরাষ্ট্র
ঘ) নেদারল্যান্ডস
২. নিউজিল্যান্ডের আদিবাসীদের কী বলা হয়? (বাতিলকৃত 24 BCS)
ক) কুর্দি
খ) তাতারু
গ) রেড ইন্ডিয়ান
ঘ) মাওরি
৩. কুইন্সল্যান্ড কোন দেশের অংশ?
ক) অস্ট্রেলিয়া
খ) নাইজেরিয়া
গ) কানাডা
ঘ) যুক্তরাষ্ট্র
৪. ২০১২ সালে কার্বন কর চালু করে-
ক) যুক্তরাষ্ট্র
খ) ব্রাজিল
গ) অস্ট্রেলিয়া
ঘ) জাপান
৫. কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যের রাজা ও রাণীকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকার
করে? (পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন সহকারী পরিচালক-০৩)
ক) অস্ট্রেলিয়া
খ) কানাডা
গ) ত্রিনিদাদ
ঘ) সাইপ্রাস
৬. গ্রেট বেরিয়ার রীফ কোথায় অবস্থিত? (প্রা বি প্রধান শিক্ষক-১২)
ক) প্রশান্ত মহাসাগরে
খ) আটলান্টিক মহাসাগরে
গ) ভারত মহাসাগরে
ঘ) পারস্য উপসাগরে
৭. উইকিলিকস কোন দেশ ভিত্তিক ওয়েবসাইট?
ক) আমেরিকা
খ) অস্ট্রেলিয়া
গ) ফ্রান্স
ঘ) জার্মানি
উত্তরমালা
১. ক; ২. ঘ; ৩. ক; ৪. গ; ৫. ক; ৬. ক; ৭. খ
সচরাচর জিজ্ঞাসাঃ
ওশেনিয়া মহাদেশে কয়টি দেশ আছে?
ওশেনিয়া মহাদেশে মোট ১৪ টি দেশ আছে।
ওশেনিয় মহাদেশে স্বাধীন দেশ কয়টি?
ওশেনিয় মহাদেশে স্বাধীন দেশের সংখ্যা ১৪ টি।
ওশেনিয়া মহাদেশ কে আবিষ্কার করেন?
কিছু মহাদেশের মতো ওশেনিয়া মহাদেশ কোনও একক ব্যক্তির দ্বারা “আবিষ্কৃত” হয়নি। কারণ হাজার হাজার বছর ধরে এই অঞ্চলে আদিবাসীরা বসবাস করত। তবে, ইউরোপীয় অনুসন্ধানের দিক থেকে, আবেল তাসমান (Abel Tasman) ছিলেন ১৭ শতকে এই অঞ্চলের কিছু অংশের মানচিত্র তৈরিকারী করেন। তিনি ছিলেন ইউরোপীয়দের মধ্যে প্রথম। তার পরে জেমস কুক (James Cook), যিনি ১৮ শতকে অনেক দ্বীপ অনুসন্ধান করেন এবং মানচিত্র তৈরি করেন।
ওশেনিয়া মহাদেশের আয়তন কত?
ওশেনিয়া মহাদেশটি প্রায় ৮.৫ মিলিয়ন বর্গকিলোমিটার (প্রায় ৩.৩ মিলিয়ন বর্গমাইল) এলাকা জুড়ে বিস্তৃত। ওশেনিয় মহাদেশের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মধ্য ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ছড়িয়ে থাকা হাজার হাজার দ্বীপ।
ওশেনিয়া মহাদেশের দেশগুলোর নাম কি?
১. অস্ট্রেলিয়া; ২. নিউজিল্যান্ড; ৩. সামোয়া; ৪. টোঙ্গা; ৫. টুভ্যালু; ৬. পাপুয়া নিউগিনি; ৭. সলোমন দ্বীপপুঞ্জ; ৮. ভানুয়াতু; ৯. ফিজি; ১০. মাইক্রোনেশিয়া; ১১. কিরিবাতি; ১২. নাউরু; ১৩. মার্শাল দ্বীপপুঞ্জ; ১৪. পালাউ।
ওশেনিয়া মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি?
ওশেনিয়ার সবচেয়ে ছোট দেশ হলো নাউরু। এটি প্রশান্ত মহাসাগরের একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র, যার আয়তন মাত্র ২১ বর্গকিলোমিটার (প্রায় ৮ বর্গমাইল)। নাউরু কেবল ওশেনিয়ার সবচেয়ে ছোট দেশই নয়, বিশ্বের সবচেয়ে ছোট দেশগুলোর মধ্যে একটি।
- Britannica – Oceania
- National Geographic – Oceania
- CIA World Factbook – Nauru
- BBC – Nauru
- NZ History – Abel Tasman
- State Library of NSW – Captain Cook
- Britannica – Australia
- Australia.com – Explore Australia
- Britannica – New Zealand
Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url