Phrase ও Clause কাকে বলে - Phrase ও Clause কত প্রকার ও কি কি

The Phrase and the Clause

Grammar এর First and Foremost উদ্দেশ্য হচ্ছে Sentence কে সঠিক, সুন্দর ও সাবলীল ভাবে গঠন করা। সে সঠিক ও সুন্দরভাবে উপস্থাপন করার অত্যাবশ্যকীয় কিছু উপাদান রয়েছে। তাদের মধ্যে Phrase ও Clause এর গুরুত্ব অপরিসীম। এই পোস্টে Phrase ও Clause সম্পর্কে প্রাথমিক ধারণা দেয়া হলো।
Phrase ও Clause কাকে বলে - Phrase ও Clause কত প্রকার ও কি কি

আলোচ্য বিষয়ঃ-Phrase ও Clause কাকে বলে - Phrase ও Clause কত প্রকার ও কি কি

কতগুলো Word একত্রিত হয়ে একটি বড় Sentence তৈরি হয়। এবং কখনো কখনো Word এর Group তৈরি হয়। এই গ্রুপ ২ প্রকার। যথা-

১. Phrase (শব্দগুচ্ছ)
২. Clause (বাক্যাংশ)

Phrase(শব্দগুচ্ছ)

নিচের বাক্যগুলো পড়ুন-
I saw the fox.
উপরের বাক্যে I হলো Sebject, saw হলো Verb এবং fox হলো Object. যা একটি Noun.

এবার নিচের বাক্যটি পড়ুন-
I saw the fox without a tail.
এই বাক্যে Sebject এবং Verb আগের মতই, শুধু Object টি ভিন্ন। Object এর পরিবর্তে একটি Noun (Fox)- এর পরবের্তে একাধিক Word ব্যবহৃত হয়েছে যাদের মধ্যে Noun, Adjective ও Preposition আছে।
এই বাক্যে (the fox without a tail) Word গুলো Object হিসেবে ব্যবহৃত হয়েছে।
অর্থাৎ একটিমাত্র Element বা Part of Speech এর মত কাজ করেছে। আরো লক্ষ্য করার বিষয়, এই Group of Words এর মধ্যে কোন Subject বা Finite Verb নেই। এই শব্দগুচ্ছে কোন Verb নেই বলেই আলাদা ভাবে কোন বাক্য গঠন করার ক্ষমতা নেই। এ ধরনের Group of Words কেই Phrase বলে।
সংজ্ঞাঃ যে শব্দগুচ্ছে কোনো Subject ও Finite Verb থাকে না ও মনের আংশিক ভাব প্রকাশ করে এবং যা বাক্যে একটি Element বা Part of Speech হিসেবে কাজ করে তাকে Phrase বলে ।
উদাহরণঃ-
They left the class in a body.
It stands on the bank of a river.
উপরে বাক্যে in a body ও on the bank of হলো Phrase.

PHRASE (শব্দগুচ্ছ) এর প্রকারভেদ

ইংরেজিতে Phrase- ৬ প্রকার।
যথাঃ

১. Noun Phrase
২. Adjective Phrase
৩. Adverb বা Adverbial Phrase
৪. Preposition বা Prepositional Phrase
৫. Conjunction বা Conjucntional Phrase
৬. Interjection বা Interjectional Phrase

Noun Phrase:

যে Phrase সাধারণত Sentence- এ Noun-এর কাজ করে, তাকে Noun Phraseবলে।
যেমনঃ-
To take exerciseis good for health.
I do not know how to swim.
উপরের বাক্যগুলোতে,To take exercise এবং how to swim, Noun হিসেবে ব্যবহৃত হয়েছে।

Adjective Phrase:

যে Phrase সাধারণত Sentence- এ Adjective-এর কাজ করে তাকে Adjective Phrase বলে।
যেমনঃ-
He is a man of good taste.
He is out and outa rogue.
এখানে, of good taste এবং out and out শব্দগুচ্ছ দুইটি Adjective রূপে ব্যবহৃত হয়েছে।

Adverbial Phrase:

যে Phrase সাধারণত Sentence- এ Adverb- এর কাজ করে, তাকে Adverbial Phrase বলে।
যেমনঃ-
The horse runs at a great speed.
The sinners suffer in the long run.
এখানে at a great speed এবং in the long run শব্দগুচ্ছ দুইটি Adverb রূপে ব্যবহৃত হয়েছে। তাই at a great speedin the long run এখানে Adverbial Phrase.

Prepositional Phrase:

যে Phrase সাধারণত Sentence- এ Preposition- এর কাজ করে, তাকে Prepositional Phrase বলে।
যেমনঃ-
He sacrificed his life for the shake his country.
In spite of his illness, he attended the meeting.
উপরের বাক্য দুটিতে, for the shake এবং In spite of, Preposition এর কাজ করেছে। তাই for the shake In spite of এখানে Prepositional Phrase.

Conjunctional Phrase:

যে Phrase সাধারণত Sentence-এ দুটি Clause-কে যুক্ত করে, তাকে Conjunctional Phrase বলে।
যেমনঃ-
Work hard in order that you can succeed.
I shall go there as soon as I can.
উপরের বাক্য দুটিতে, in order that এবং as soon as Phrase দুইটি, দুটি করে Clause কে যুক্ত করে Conjunction এর করেছে। তাই, in order that ও as soon as এখানে Conjunctional Phrase.

Interjectional Phrase:

যে Phrase সাধারণত Sentence-এ দুটি Interjection-এর কাজ করে, তাকে Interjectional Phrase বলে।
যেমনঃ-
What a pity! He is dead.
What a pleasure! We have won the game.
উপরের বাক্য দুটতে What a pity ও What a pleasure, Interjectional Phrase.


Clause (বাক্যাংশ)

Clause:

যে শব্দসমষ্টিতে একটি Subject ও একটি Finite verb থাকে এবং যা বৃহত্তর Sentence-এর অংশ হিসেবে ব্যবহৃত হয়, তাকে Clause বলে।
যেমনঃ-
I saw the baby who was crying.
I saw a boywho was playing football.
এখানে,who was cryingwho was playing football২ টি Clause.

Kinds of Clause (বাক্যাংশের প্রকারভেদ)

Clause প্রধানত তিন প্রকার।
যথাঃ-
১. Principal Clause
২. Subordinate Clause
৩. Co-ordinate Clause

Principal Clause:

যে Clause, Principal Clause বা অন্য Clause এর উপর নির্ভরশীল না হয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, তাকে Principal Clause বলে।
যেমনঃ-
I have a pet cat,which is ver friendly.
এখানে, I have a pet cat হলো Principal Clause.

Subordinate Clause:

যে Clause, Principal Clause এর সাহায্য ছাড়া অর্থ প্রকাশ করতে পারে না,তাকে Subordinate Clause বলে।
যেমনঃ-
He is so weak that he cannot walk.
এখানে,that he cannot walkহলো Subordinate Clause.

Co-ordinate Clause:

যখন দুই বা ততোধিক সম জাতীয় Clause কোন Co-ordinating Conjunction দ্বারা যুক্ত হয়, তখন তাকে Co-ordinate Clause বলে।
যেমনঃ-
She heard the sad news and (she) cried out in grief.
এখানে She heard the sad newsএবং cried out in griefহলো Co-ordinate Clause.
Subordinate Clause আবার ৩ প্রকার।
যথাঃ-
১. Noune clause
২. Adjective clause
৩. Adverb বা Adverbial clause.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url