Pronoun কাকে বলে-Pronoun কত প্রকার ও কি কি

Pronoun কাকে বলে Parts of Speech আর্টিকেলটিতে আমরা সামান্য কিছু জেনেছি। আজকে আমরা Pronoun কাকে বলে, Pronoun কত প্রকার ও কি কি, Pronoun এর কিছু ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা করবো। Pronoun, Parts of Speech এর একটি গুরুত্বপূর্ণ অংশ।
Pronoun কাকে বলে-Pronoun কত প্রকার ও কি কি
ইংরেজি Sentence কে সুন্দর ও সাবলীল ভাবে লিখতে ও উস্থাপন করতে Pronoun এর ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। একই Noun বারবার ব্যবহারের ফলে ইংরেজি ভাষার আদর্শ কথোপকথন রীতি ও মাধুর্য নষ্ট হয়। এই মাধুর্য ধরে রাখার জন্য Pronoun ব্যবহার করার প্রয়োজন হয়।

Table of content:- Pronoun কাকে বলে-Pronoun কত প্রকার ও কি ক

Pronoun কাকে বলেঃ

Pro অর্থ পরিবর্তে। Nounঅর্থ নাম। তাহলে, Pronoun অর্থ Noun এর পরিবর্তে। Pronoun শব্দের অর্থ হলো সর্বনাম।
যে সকল শব্দ Noun পরিবর্তে ব্যবহৃত হয় তাদেরকে Pronoun বলে।
কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হওয়া যাক।
Zahin is a good student.
He goes to school regularly.
Lubna is a cheerful girl.
She likes to listen to music.
The cow is a domestic animal.
It has four legs.
উপরের Sentence গুলোতে Zahin, Lubna এবং Cow শব্দগুলো হলো Noun. এবং He, She এবং It হল Pronoun.

Classification of Pronoun (সর্বনামের প্রকারভেদ)

ইংরেজিতে Pronoun প্রধানত আট প্রকার। যথা-
1. Indefinite Pronoun (অনির্দিষ্ট বাচক সর্বনাম)
2. Personal Pronoun (ব্যক্তিবাচক সর্বনাম)
3. Demonstrative Pronoun (নির্দেশক সর্বনাম)
4. Distributive Pronoun (সাকুল্যবাচক সর্বনাম)
5. Interrogative Pronoun (প্রশ্নবোধক সর্বনাম)
6. Relative Pronoun (সম্বন্ধ বাচক সর্বনাম)
7. Reflexive & Emphatic Pronoun (নিজবাচক সর্বনাম)
8. Reciprocal Pronoun (বাতিহারিক সর্বনাম)

Indefinite Pronoun:

যে সকল Pronoun কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বুঝাতে ব্যবহৃত হয়, তাদেরকে Indefinite Pronoun বলে। যেমন-
One, none, other, another, many, few, some, several, all, they both ইত্যাদি।
এখানে কয়েকটি Sentence দেখানো হলোঃ
One must be careful about one's health.
Be kind to others.
None of them helped him.
Both of them are reliable.
Some are born genius.

Personal Pronoun:

কোন Pronoun যখন ব্যাক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়ে কে কথা বলে, কার সাথে কথা বলা হয় এবং কার সম্বন্ধে কথা বলা হয় ইত্যাদি বোঝায় তখন তাকে Personal Pronoun বলে।
অর্থাৎ-
যে Pronoun কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়, তাকে Personal Pronoun বলে।
যেমন-
Sayem is a good student.
He read everything attentively.
Oxygen is important for our life.
It is found everywhere.
উপরের Sentence এ He, Pronoun টি ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়েছে। এবং It, Pronoun টি বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয়েছে।

Personal Pronoun এর প্রকার

Personal Pronoun আবার তিন প্রকার। যথা-
(Person কাকে বলে। Person কত প্রকার ও কি কি হলো Person সম্পর্কিত প্রশ্ন)
Person শব্দের অর্থ পুরুষ।
(1) First Person (উত্তম পুরুষ)
(2) Second Person (মধ্যম পুরুষ)
(3) Third Person (নাম পুরুষ)

First Person:

Sentence এ যে কথা বলে তাকে First Person বলে।
অথবা,
বক্তার পরিবর্তে যে Pronoun ব্যবহৃত হয় তাকে First Person বলে।
অথবা,
যে Word দ্বারা আমি, আমরা, আমাদের ইত্যাদি বুঝায়, তার Person কে First Person বলে। যথা-
I, We, Me, Us, My, Mine, Our, Ours ইত্যাদি।

Second Person:

যাকে সম্বন্ধ করে কথা বলা হয় তাকে Second Person বলে।
অর্থাৎ,
বক্তা যার নিকট কথা বলে তার পরিবর্তে যে Pronoun ব্যবহৃত হয় তাকে Second Person বলে।
অথবা,
যে Word যারা তুমি, তোমরা, তোমাদের ইত্যাদি বুঝায় তার Person-কে Second Person বলে। যথা-
You, Your, Yours, Thou, Thy Thee ইত্যাদি।

Third Person:

যার সম্বন্ধে কোন কথা বলা হয় তাকে Third Person বলে।
অথবা,
বক্তা যে ব্যক্তির সম্বন্ধে কথা বলে তার পরিবর্তে যে নাউন ব্যবহৃত হয় তাকে Third Person বলে। First Person এবং Second Person বাতীত অন্যান্য সকল Person-কে Third Person বলে। যথা-
He, She, It, Him, Her, It, His, Her, Hers, Its, Them, Their, Theirs ইত্যাদি।

Demonstrative Pronoun:

যে সকল Pronoun কোন ব্যক্তি বা বস্তুর পরিবর্তে ব্যবহৃত হয় তাদেরকে Demonstrative Pronoun বলে।
অথবা,
যদি ব্যক্তি বা বস্তুকে এইটি, ওইটি, এগুলো, ওইগুলো ইত্যাদি শব্দ দ্বারা নির্দেশ করা হয় তাহলে ওই সকল শব্দকে Demonstrative Pronoun বলে। যেমন- This, That, These, Those ইত্যাদি।
উদাহরণঃ
These are my books.
This bird is free.
That is your pen.
Those are your books.

Distributive Pronoun:

যে Pronoun দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে প্রকাশ করে তাকে Demonstrative Pronoun বলে। যেমন-
Each, Either, Neither, Every one ইত্যাদি।
উদাহরণঃ
Each of the boys has a pen.
Each mango is ripe.
Either of the two boys is talent.
Every one of them is present.

Interrogative Pronoun:

যে সকল Pronoun কোন প্রশ্ন জিজ্ঞেস করতে ব্যবহৃত হয় তাদেরকে Interrogative Pronoun বলে। যেমন- who, whom, whose, which, what, where etc.
এখানে কয়েকটি Sentence দেখানো হল:
Who are you?
Whom do you want?
Whose book is this?
Which is your pen?
What is your name?
Where do you live?

Relative Pronoun:

যে সকল Pronoun পূর্ববর্তী Noun বা Pronoun-এর পরে বসে তার সাথে সম্পর্ক স্থাপন করে এবং সেই সঙ্গে দুটি Sentence-কে যুক্ত করে, তাকে Relative Pronoun বলে। যেমন-
I saw the fisherman who was catching fish.
They have a cow which gives milk everyday.
এখানে I saw the fisherman এবং He was catching fish. এই দুটো Sentence কে Who দ্বারা যুক্ত করা হয়েছে এবং Who শব্দটি Fisherman-এর পরিবর্তে বসেছে। Who এখানে Relative Pronoun হয়েছে।
আবার,
এখানে They have a cow এবং A cow gives milk everyday. এই দুটো Sentence কে which দ্বারা যুক্ত করা হয়েছে এবং which শব্দটি a cow-এর পরিবর্তে বসেছে। which এখানে Relative Pronoun হয়েছে।

Reflexive & Emphatic Pronoun:

Reflexive Pronoun:

Personal Pronoun এর সাথে Self বা Selves যুক্ত হয়ে যে Prooun গঠিত হয় এবং Objective Case হিসেবে ব্যবহৃত হয় এবং পুনরায় Subject কে নির্দেশ করে তখন তাকে Reflexive Pronoun বলে। যেমন- Himself, Herself, Myself, Yourself, Ourself, Themselves ইত্যাদি।
উদাহরণঃ
He killed himself.
She fans herself.
Allah helps those who help themselves.

Emphatic Pronoun:

যে সকল Pronoun, Noun বা Pronoun এর পরে বসে পূর্ববর্তী Noun বা Pronoun এর ওপর জোর প্রদান করে তাকে Emphatic Pronoun বলে। যেমন-
I met the president himself.
উপরের বাক্যে জোর প্রদানের জন্য President, Noun এর পরে Himself, Pronoun টি ব্যবহৃত হয়েছে।

Reciprocal Pronoun:

যে Pronoun দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক ক্রিয়া বা পরস্পরকে বুঝায়, তাকে ReciprocalPronoun বলে। যেমন- Each other, One another ইত্যাদি।
উদাহরণঃ
The two brothers help each other.
They love one another.
এখানে প্রথম Sentence-এ each other এবং দ্বিতীয় Sentence-এ one another যারা যথাক্রমে দুই এবং দু'য়ের অধিক ব্যক্তির মধ্যে পারস্পারিক ক্রিয়া বা পরস্পরকে বুঝাচ্ছে। তাই তারা Reciprocal Pronoun হয়েছে।
Note 1: Each other: দুজনের মধ্যে পারস্পরিক ক্রিয়া বুঝালে each other ব্যবহৃত হয়। যেমন: The two boys helped each other.
Note 2: One another: দু'য়ের অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক ক্রিয়া বুঝালে one another ব্যবহৃত হয়। যেমন: The three members helped one another.

কিছু কথাঃ

প্রিয় পাঠক/শিক্ষার্থী আর্টিকেলটি পড়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের এই আর্টিকেলটি পরে নিশ্চয়ই আপনারা Pronoun কাকে বলে-Pronoun কত প্রকার ও কি কি সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছে। পরবর্তীতে আমরা Parts of Speech এর আরো অন্যান্য বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করুন।ইংরেজি শেখার গুরুত্ব এবং ইংরেজি শেখার সহজ উপায় সম্পর্কে জানতে এই ওয়েবসাইট এর মেনু থেকে ওই পোস্টগুলো পড়তে পারেন। আলোচিত টপিক গুলো আপনাদের পছন্দ হলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কমেন্ট করতে পারেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url