Present Continuous Tense এর Translation [Bangla to English]

এই পোস্টে আমরা Present Continuous Tense এর Translation শিখব। যারা ইংরেজি শেখার চেষ্টা করছেন বা শিক্ষার্থীরা যারা ইংরেজিতে ভয় পান তারা আজকের Present Continuous Tense এর Translation অনুশীলন করতে পারেন। বাংলা থেকে ইংরেজিতে অনুবাদের ক্ষেত্রে Verb চেনাটা খুব গুরুত্বপূর্ণ আপনি Verb কে Identify করতে না পারলে কখনোই বাংলা Sentence কে ইংরেজিতে রূপান্তর করতে পারবেন না।

Present Continuous Tense এর Translation

আসলে ইংরেজি শিখতে বা ইংরেজিতে কথা বলতে হলে গ্রামারের বেসিক নিয়মকানুন আপনাকে জানতেই হবে। বেসিক নিয়ম কানুন জানার পর অবশ্যই চেষ্টার কোনো বিকল্প নাই। নিয়মিত প্র্যাকটিস না করলে আপনার ইংরেজি বলার ভীতি বা জড়তা কখনোই কাটবে না। তাই প্রাথমিক অবস্থায় আপনি Tense ভিত্তিক ছোট ছোট Simple বাক্য গুলোকে Translate করার Practice করতে পারেন।

ইংরেজি গ্রামার শেখার পাশাপাশি বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা Translation অনুশীলন করা উচিত। তাই আজকের এই পোষ্টে আমরা Present Tense ভিত্তিক কিছু Translation নিয়ে আলোচনা করবো।

Bangla to English Translation-Present Indefinite Tense ভিত্তিক Translation

Bangla English
বাবা একটি গল্প বলছেন।
Father is telling a story.
মাহিন আমার জন্য অপেক্ষা করছে Mahin is waiting for me.
মাহিন নদীতে মাছ ধরছে/ধরিতেছে। Mahin is catching fish in the river.
মা ভাত রান্না করছেন/করিতেছেন। Mother is cooking rice.
এখন বৃষ্টি হচ্ছে/হইতেছে। It is raining now.
লুবনা একটি চিঠি লিখছে/লিখিতেছে। Lubna is writting a letter.
আমি মাঠে দৌড়াচ্ছি/দৌড়াইতেছি। I am running in the field.
হাঁসগুলো পুকুরে সাঁতার কাটছে/কাটিতেছে। The ducks are swimming in the pond.
শিশুটি খেলা করছে/করিতেছে। The baby is playing.
তিনি একটি বই পড়ছেন/পড়িতেছেন। He is reading a book.
লুবনা নািচ্ছে/নাচিতেছে। Lubna is dancing.
পাখিরা বাগানে কিচিরমিচির করছে/করিতেছে। The birds are chirpping in the garden.
কৃষকরা মাঠে যাচ্ছে/যাইতেছে। Farmers are going to the field.
পাখিরা আকাশে উড়ছে/উড়িতেছে। Birds are flying in the sky.
আমরা ইংরেজি শিখছি/শিখিতেছে। We are learning English.
তিনি আমাদেরকে ইংরেজি শেখাচ্ছেন/শেখাইতেছেন। He is teaching us English.
সামিয়া স্কুলে যাচ্ছে/যাইতেছে। Samiya is going to school.
কুষকেরা মঠে কাজ করছে/করিতেছে। Farmers are working in the field.
বালকেরা মাঠে ফুটবল খেলছে/খেলিতেছে। The boys are playing football in the field.
আমি চা পান করছি/করিতেছি। I am taking tea.
তারা গল্প করছে/করিতেছে। They are gossiping
সে আমাদের সাথে কথা বলছে/বলিতেছে। He is talking to us.
ছেলেটি নদীতে সাঁতার কাটছে/কাটিতেছে। The boy is swimming in the river.
ছাত্ররা ক্লাসে গোলমাল করছে/করিতেছে। The students are making noise.
শিশুটি কান্না করছে/করিতেছে। The baby is crying.
হেলেন একটি ছবি আঁকছে/আঁকিতেছে। Helen is drawing a picture.
আমরা গরীবদের সাহায্য করছি/করিতছি। We are helping the poor.
আমরা কেনাকাটা করছি/করিতেছি। We are shopping.
আমি বাড়ি যাচ্ছি/যাইতেছি। I am going home.
ফারিহা একটি বই পড়ছে/পড়িতেছে। Fariha is reading a book.
সীমা হাসছে/হাসিতেছে। Shima is lauhging.
শিশুটি ঘুমাচ্ছে/ঘুমাইতেছে। The baby is sleeping.
বাতাস বইছে/বইতেছে। Wind is blowing.
সে একটি গাড়ি চালাচ্ছে/চালাইতেছে। He is driving a car.
সে ভাত খাচ্ছে/খাইতেছে। He is eating rice.
তারা চিড়িয়াখানায় ঘুরছে/ঘুরিতেছে। They are visiting the zoo.
কুকুরটি ঘেউঘেউ করছে/করিতেছে। The dog is barking.
বৃদ্ধ মানুষটি রাস্তায় হাঁটছে/হাঁটিতেছে। The old man is walking on the road.
তারা বিষয়টি নিয়ে আলোচনা করছে/করিতেছে। They are discussing the matter.
মাহিন অংকটির সমাধান করছে/করিতেছে। Mahin is solving the sum.
লুবনা চা বানাচ্ছে/বানাইতেছে। Lubna is making tea.
সূর্য অস্ত যাচ্ছে/যাইতেছে। The sun is going down.
লোকটি ফল বিক্রি করছে/করিতেছে। The man is selling fruits.
তারা বাড়ি নির্মান করছে/করিতেছে। They are building house.
সে আমাকে ডাকছে/ডাকিতেছে। He is calling me.
সে তার পোশাক পরিবর্তন করছে/করিতেছে। She is changing her dress.
সে একটি ব্যাগ বহন করছে/করিতেছে। He is carrying a bag.
আমি একটি গান শুনছি/শুনিতেছি। I am listening to a music.
সে তার বকেয়া পরিশোধ করছে/করিতেছে। He is paying his dues.
আমরা রাজশাহীতে বসবাস করছি/করিতেছি। We are living in Rajshahi.

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url