Present Continuous Tense এর ১০০+ Translation

এই পোস্টে আমরা Present Continuous Tense এর Translation শিখব। যারা ইংরেজি শেখার চেষ্টা করছেন বা শিক্ষার্থীরা যারা ইংরেজিতে ভয় পান তারা আজকের Present Continuous Tense এর Translation অনুশীলন করতে পারেন। বাংলা থেকে ইংরেজিতে অনুবাদের ক্ষেত্রে Verb চেনাটা খুব গুরুত্বপূর্ণ আপনি Verb কে Identify করতে না পারলে কখনোই বাংলা Sentence কে ইংরেজিতে রূপান্তর করতে পারবেন না।

Present Continuous Tense এর Translation

আসলে ইংরেজি শিখতে বা ইংরেজিতে কথা বলতে হলে গ্রামারের বেসিক নিয়মকানুন আপনাকে জানতেই হবে। বেসিক নিয়ম কানুন জানার পর অবশ্যই চেষ্টার কোনো বিকল্প নাই। নিয়মিত প্র্যাকটিস না করলে আপনার ইংরেজি বলার ভীতি বা জড়তা কখনোই কাটবে না। তাই প্রাথমিক অবস্থায় আপনি Tense ভিত্তিক ছোট ছোট Simple বাক্য গুলোকে Translate করার Practice করতে পারেন।

ইংরেজি গ্রামার শেখার পাশাপাশি বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা Translation অনুশীলন করা উচিত। তাই আজকের এই পোষ্টে আমরা Present Tense ভিত্তিক কিছু Translation নিয়ে আলোচনা করবো।

Bangla to English Translation-Present Indefinite Tense ভিত্তিক Translation

Bangla English
বাবা একটি গল্প বলছেন।
Father is telling a story.
মাহিন আমার জন্য অপেক্ষা করছে Mahin is waiting for me.
মাহিন নদীতে মাছ ধরছে/ধরিতেছে। Mahin is catching fish in the river.
মা ভাত রান্না করছেন/করিতেছেন। Mother is cooking rice.
এখন বৃষ্টি হচ্ছে/হইতেছে। It is raining now.
লুবনা একটি চিঠি লিখছে/লিখিতেছে। Lubna is writting a letter.
আমি মাঠে দৌড়াচ্ছি/দৌড়াইতেছি। I am running in the field.
হাঁসগুলো পুকুরে সাঁতার কাটছে/কাটিতেছে। The ducks are swimming in the pond.
শিশুটি খেলা করছে/করিতেছে। The baby is playing.
তিনি একটি বই পড়ছেন/পড়িতেছেন। He is reading a book.
লুবনা নািচ্ছে/নাচিতেছে। Lubna is dancing.
পাখিরা বাগানে কিচিরমিচির করছে/করিতেছে। The birds are chirpping in the garden.
কৃষকরা মাঠে যাচ্ছে/যাইতেছে। Farmers are going to the field.
পাখিরা আকাশে উড়ছে/উড়িতেছে। Birds are flying in the sky.
আমরা ইংরেজি শিখছি/শিখিতেছে। We are learning English.
তিনি আমাদেরকে ইংরেজি শেখাচ্ছেন/শেখাইতেছেন। He is teaching us English.
সামিয়া স্কুলে যাচ্ছে/যাইতেছে। Samiya is going to school.
কুষকেরা মঠে কাজ করছে/করিতেছে। Farmers are working in the field.
বালকেরা মাঠে ফুটবল খেলছে/খেলিতেছে। The boys are playing football in the field.
আমি চা পান করছি/করিতেছি। I am taking tea.
তারা গল্প করছে/করিতেছে। They are gossiping
সে আমাদের সাথে কথা বলছে/বলিতেছে। He is talking to us.
ছেলেটি নদীতে সাঁতার কাটছে/কাটিতেছে। The boy is swimming in the river.
ছেলেরা মাঠে দৌড়াচ্ছে/দৌড়াইতেছে। The boys are running in the field.
ছাত্ররা ক্লাসে গোলমাল করছে/করিতেছে। The students are making noise.
শিশুটি কান্না করছে/করিতেছে। The baby is crying.
হেলেন একটি ছবি আঁকছে/আঁকিতেছে। Helen is drawing a picture.
আমরা গরীবদের সাহায্য করছি/করিতছি। We are helping the poor.
আমরা কেনাকাটা করছি/করিতেছি। We are shopping.
আমি বাড়ি যাচ্ছি/যাইতেছি। I am going home.
ফারিহা একটি বই পড়ছে/পড়িতেছে। Fariha is reading a book.
সীমা হাসছে/হাসিতেছে। Shima is lauhging.
শিশুটি ঘুমাচ্ছে/ঘুমাইতেছে। The baby is sleeping.
বাতাস বইছে/বইতেছে। Wind is blowing.
সে একটি গাড়ি চালাচ্ছে/চালাইতেছে। He is driving a car.
সে ভাত খাচ্ছে/খাইতেছে। He is eating rice.
তারা চিড়িয়াখানায় ঘুরছে/ঘুরিতেছে। They are visiting the zoo.
কুকুরটি ঘেউঘেউ করছে/করিতেছে। The dog is barking.
বৃদ্ধ মানুষটি রাস্তায় হাঁটছে/হাঁটিতেছে। The old man is walking on the road.
তারা বিষয়টি নিয়ে আলোচনা করছে/করিতেছে। They are discussing the matter.
মাহিন অংকটির সমাধান করছে/করিতেছে। Mahin is solving the sum.
লুবনা চা বানাচ্ছে/বানাইতেছে। Lubna is making tea.
সূর্য অস্ত যাচ্ছে/যাইতেছে। The sun is going down.
লোকটি ফল বিক্রি করছে/করিতেছে। The man is selling fruits.
তারা বাড়ি নির্মান করছে/করিতেছে। They are building house.
সে আমাকে ডাকছে/ডাকিতেছে। He is calling me.
সে তার পোশাক পরিবর্তন করছে/করিতেছে। She is changing her dress.
সে একটি ব্যাগ বহন করছে/করিতেছে। He is carrying a bag.
আমি একটি গান শুনছি/শুনিতেছি। I am listening to a music.
সে তার বকেয়া পরিশোধ করছে/করিতেছে। He is paying his dues.
আমরা রাজশাহীতে বসবাস করছি/করিতেছি। We are living in Rajshahi.
রুমি গান গাইছে/গাইতেছে। Rumi is singing a song.
আমি বই পড়ছি/পড়িতেছি। I am reading a book.
তারা মাঠে খেলছে/খেলিতেছে। They are playing in the field.
সে গিটার বাজাচ্ছে/বাজাইতেছে। He is playing the guitar.
আমরা ইংরেজি শিখছি/শিখিতেছি। We are learning English.
তুমি কফি বানাচ্ছো/বানাইতেছো। You are making coffee.
রুবেল রাস্তায় হাঁটছে/হাঁটিতেছে। Rubel is walking on the road.
শিশুটি খেলনা নিয়ে খেলছে/খেলিতেছে। The baby is playing with toys.
পাখিরা গাছে বসে ডাকছে/ডাকিতেছে। Birds are chirping on the tree.
মা রান্নাঘরে কাজ করছেন/করিতেছেন। Mother is working in the kitchen.
বাবা চা খাচ্ছেন/খাইতেছেন। Father is drinking tea.
রাফি বাসের জন্য অপেক্ষা করছে/করিতেছে। Rafi is waiting for the bus.
আমি গান শুনছি/শুনিতেছি। I am listening to music.
সে তার বন্ধুর সাথে কথা বলছে/বলিতেছে। She is talking to her friend.
আমরা ভ্রমণের প্রস্তুতি নিচ্ছি/নিতেছি। We are preparing for the trip.
তুমি নতুন জুতো কিনছো/কিনিতেছো। You are buying new shoes.
তারা সমুদ্রের ধারে হাঁটছে/হাঁটিতেছে। They are walking by the sea.
ছেলেটি কলম দিয়ে লিখছে। The boy is writing with a pen.
মেয়েটি ছবি আঁকছে। The girl is drawing a picture.
কুকুরটি দৌড়াচ্ছে। The dog is running.
বিড়ালটি দুধ খাচ্ছে। The cat is drinking milk.
তারা নতুন গান শিখছে। They are learning a new song.
আমরা হোটেলে খাচ্ছি। We are eating at the hotel.
সে তার ঘর পরিষ্কার করছে। She is cleaning her room.
রাহাত ফোনে কথা বলছে। Rahat is talking on the phone.
আমি কম্পিউটার ব্যবহার করছি। I am using the computer.
মীরা কাপড় ধুচ্ছে। Meera is washing clothes.
তারা সিনেমা দেখছে। They are watching a movie.
তুমি গাছ লাগাচ্ছো। You are planting a tree.
সে তার বন্ধুদের হাসাচ্ছে। He is making his friends laugh.
আমরা অনলাইনে কেনাকাটা করছি। We are shopping online.
শিশুটি ঘুমাচ্ছে। The baby is sleeping.
তারা পাহাড়ে উঠছে। They are climbing the hill.
আমি কলা খাচ্ছি। I am eating a banana.
পাখিরা বাসা বানাচ্ছে। Birds are building nests.
সে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। She is preparing for the exam.
তারা ব্যাডমিন্টন খেলছে। They are playing badminton.
আমি বাজারে যাচ্ছি। I am going to the market.
তুমি গান শিখছো। You are learning a song.
আমরা নদীতে নৌকা চালাচ্ছি। We are rowing a boat in the river.
সে বাসায় ফিরছে। He is returning home.
রুমা হেঁটে স্কুলে যাচ্ছে। Ruma is walking to school.
আমি ছবি তুলছি। I am taking a photo.
তারা পাহাড়ে ক্যাম্প করছে। They are camping on the hill.
তুমি মেসেজ পাঠাচ্ছো। You are sending a message.
আমরা ফুটবল অনুশীলন করছি। We are practicing football.
সে গাছের নিচে বসে আছে। She is sitting under the tree.
আমি অনলাইনে ক্লাস করছি। I am attending an online class.
তারা মঞ্চে নাচছে। They are dancing on the stage.
তুমি খাবার অর্ডার করছো। You are ordering food.
শিশুটি হাসছে। The baby is laughing.
আমি ফোন চার্জ দিচ্ছি। I am charging the phone.
তারা গল্প করছে। They are chatting.
সে ডাক্তার দেখাচ্ছে। He is visiting the doctor.
তুমি ছবি আঁকছো। You are painting a picture.
আমরা গাছ কাটছি না। We are not cutting trees.
মিতু সেলাই করছে। Mitu is stitching.
সে ইমেইল লিখছে। She is writing an email.
তারা টিভি দেখছে। They are watching TV.
আমি হোমওয়ার্ক করছি। I am doing homework.
সে তার গাড়ি পরিষ্কার করছে। He is cleaning his car.
তুমি নোট নিচ্ছো। You are taking notes.
আমরা হোস্টেলে থাকছি। We are staying in the hostel.
তারা বাজার করছে। They are shopping for groceries.
আমি গুগল সার্চ করছি। I am searching on Google.
রুবিনা সাইকেল চালাচ্ছে। Rubina is riding a bicycle.
সে ঘড়ি মেরামত করছে। He is repairing the watch.
তুমি ইংরেজি অনুবাদ শিখছো। You are learning English translation.
তারা উৎসব পালন করছে। They are celebrating the festival.
আমরা নতুন বই কিনছি। We are buying new books.
আমি ট্যাক্সি ডাকছি। I am calling a taxi.
তুমি রান্না শিখছো। You are learning to cook.
সে জুতা পালিশ করছে। He is polishing shoes.
আমরা বাগান সাজাচ্ছি। We are decorating the garden.
তারা প্রজেক্ট করছে। They are working on a project.
আমি ব্লগ লিখছি। I am writing a blog.
তুমি ভিডিও বানাচ্ছো। You are making a video.
সে ছবি এডিট করছে। She is editing a photo.
তারা গান শুনছে। They are listening to a song.
আমরা গল্প লিখছি। We are writing a story.
আমি নতুন ফোন কিনছি। I am buying a new phone.
তুমি ল্যাপটপ ব্যবহার করছো। You are using a laptop.
তারা গান রেকর্ড করছে। They are recording a song.
সে কম্পিউটার চালাচ্ছে। He is operating the computer.
আমরা ইংরেজি অনুশীলন করছি। We are practicing English.
আমি চিঠি লিখছি। I am writing a letter.
তুমি জানালা খুলছো। You are opening the window.
তারা দরজা বন্ধ করছে। They are closing the door.
আমরা পানি ফুটাচ্ছি। We are boiling water.
সে মাছ ধরছে। He is catching fish.
আমি সাইকেল মেরামত করছি। I am repairing the bicycle.
তুমি ছবি তুলছো। You are clicking photos.
তারা মাঠে দৌড়াচ্ছে। They are running in the field.
আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। We are waiting for the train.
সে নতুন বই পড়ছে। She is reading a new book.
আমি শব্দ শিখছি। I am learning words.
তুমি ফোন ধরছো। You are answering the phone.
তারা ক্লাস করছে। They are attending the class.
আমরা গান গাইছি। We are singing songs.
আমি বন্ধুদের সাথে কথা বলছি। I am talking with friends.
Note: ইংরেজি গ্রামার ও স্পোকেন ইংলিশ সম্পর্কে যে কোন প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url