Tense কাকে বলে-Tense কত প্রকার ও কি কি

ইংরেজি ভাষার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো Tense. Tense ছাড়া ইংরেজি ভাষা শেখা, বোঝা এমনকি ইংরেজিতে কথা বলা সম্ভব নয়। তাই ইংরেজিতে কথা বলতে হলে Tense সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হরে।
Tense কাকে বলে-Tense কত প্রকার ও কি কি
আজকের এই পোষ্টে Tense সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

সূচিপত্রঃ- Tense কাকে বলে-Tense কত প্রকার ও কি কি

Tense কাকে বলে

Tense একটি ব্যাকরণগত ধারণা (Grammatical term)। Tense শব্দের অর্থ হলো “Time/সময়/কাল”। এখন প্রশ্ন হলো কার “Time/সময়/কাল”? Verb/ক্রিয়া সম্পন্ন/ সংঘটিত হওয়ার “Time/সময়/কাল” কেই Tense বলে। অর্থাৎ Verb (ক্রিয়ার) কাজ সম্পন্ন/ সংঘটিত হওয়ার সময় অনুসারে তার Past (অতীত), Present (বর্তমান), Future (ভবিষ্যৎ) বুঝানোকেই Tense বলে।
অর্থাৎ- কোন কাজ (action), ঘটনা (event), বা অবস্থার (state) সময় প্রকাশ করাকে Tense বলে। এটি Verb-এর রূপ (form) নির্দেশক হিসেবে কজ করে।

নিচের Sentence-গুলো লক্ষ করুনঃ

(i) He goes to school everyday. → (action) [সে প্রতিদিন স্কুলে যায়।]
(ii) I saw a bird. → (event) [আমি একটি পাখি দেখেছিলাম।]
(ii) He will go to school tomorrow. [সে আগামীকাল স্কুলে যাবে।]
উপরের (i) নং Sentence-এর 'goes' verbটি দ্বারা কর্তার কর্মটি বর্তমান সময়ে সম্পন্ন/সংঘটিত হওয়া বোঝাচ্ছে।
(ii) নং Sentence-এ "happen' verb-এর past form 'happened' দ্বারা অতীত ঘটনাটি প্রকাশ পাচ্ছে।
(iii) নং Sentence-এ 'will go' দ্বারা কাজটি ভবিষ্যতে করা হবে বোঝাচ্ছে।
অতএব, কোন verb-এর কাজ কোন সময়ে সম্পন্ন বা সংঘটিত হয়, হয়েছিল বা হবে বুঝাবার জন্য Verb-এর যে ভিন্ন ভিন্ন রূপ হয় তাকে Tense বলা হয়।
[Tense is the form of a verb which shows the time of an action Present, Past and Future indicated by the verb.]

Tense এর প্রকারভেদ

Tense প্রধানত তিন প্রকার। যথা-
Tense কাকে বলে-Tense কত প্রকার ও কি কি
(1) Past Tense (অতীত কাল):
Verb-এর কার্য যখন অতীত সময়কে নির্দেশ করে তখন তাকে Past Tense বলে। যেমন-
He went to school.
I was writing a letter
(2) Present Tense (বর্তমান কাল):
Verb-এর কার্য যখন বর্তমান সময়কে নির্দেশ করে তখন তাকে Present Tense বলে। যেমন-
He goes to school.
I am writing a letter.

(3) Future Tense (ভবিষ্যত কাল):
Verb-এর কার্য যখন ভবিষ্যৎ সময়কে নির্দেশ করে তখন তাকে Future Tense বলে। যেমন-
He will go to school.
I shall be writing a letter

প্রত্যেক Tense-কে আবার চার ভাগে ভাগ করা হয়েছে। যথা-

(i) Indefinite বা Simple.
(ii) Continuous বা Progressive.
(iii) Perfect.
(iv) Perfect Continuous.
অর্থাৎ সর্বোমোট ১২ টি। যথা-
Tense কাকে বলে-Tense কত প্রকার ও কি কি

Present-এর ৪টি Tense বিস্তারিত

Present Indefinite/ Simple Present Tense

সাধারণভাবে বর্তমানে কোন কাজ করা ,হওয়া বা কোন কাজ বা ঘটনা, চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ, অভ্যাস বা প্রকৃতি বোঝাতে Verb-এর Present Indefinite Tense বা Simple Present Tense অর্থাৎ Verb-এর Present form (রূপ) হয়।

বাংলা ভাষায় Present Indefinite Tense চেনার উপায়ঃ-

বাংলা ক্রিয়ার শেষে (অ,ই,এ) চিহ্ন থাকে। যেমনঃ-
কর, করি, করেন, করিস, পড়ি, পড়ের, পড়, খাই, যাই, ঘান, ঘুমাই, ঘুমাও ইথ্যাদি।

গঠন প্রনালী (Structure):

Subject + Verb-এর Present Form + Object/Extension.
Example:
I write a letter. (আমি একটি চিঠি লিখি।)
Samiya sings a song. (সামিয়া একটি গান গায়।)
They play football. (তারা ফুটবল খেলে।)
Note-1:
Present Indefinite Tense-এর কোন Sentence-এ মূল Verb না থাকলে সেক্ষেত্রে am/is/are,have,has মূল Verb হিসেবে ব্যবহৃত হয়। যেমন-
Lubna is a good girl. (লুবনা একটি ভালো মেয়ে।)
She has a mobile phone. (তার একটি মোবাইল আছে।)
I am a student. (আমি একজন ছাত্র।)
Note-2:
Present Indefinite Tense-এ Subject যদি 3rd Person Singular Number হয় তহলে মূল Verb-এর সাথে s বা es যুক্ত করতে হয়। যেমন-
Zayan goes to college everyday. (জায়ান প্রতিদিন কলেজে যায়।)
Lubna sings a song. (লুবনা একটি গান গায়।)
উপরের Sentence দুটির Subject “Zayan এবং Lubna” 3rd Person Singular Number. তাই পরবর্তী মূল Verb-এর সাথে s বা es যুক্ত হয়েছে।

Present Continuous Tense

বর্তমান সময়ে কোন কাজ চলছে বা হচ্ছে/চলিতেছে বা হইতেছে বা চলমান রয়েছে এরূপ বোঝালে Verb-এর Present Continuous Tense হয়।

বাংলা ভাষায় Present Continuous Tense চেনার উপায়ঃ-

বাংলা ক্রিয়ার শেষে (তেছ, তেছি, তেছে, তেছেন, চ্ছ, ছি, চ্ছে, চ্ছেন, ছি, ছে, ছেন) ইত্যাদি চিহ্ন থাকে।

গঠন প্রনালী (Structure):

Subject + am/is/are + V (+ ing) + Object/Extension.
Example:
I am eating rice. (আমি ভাত খাচ্ছি/খাইতেছি।)
They are running in the field. ( তাহারা মাঠে দৌড়াচ্ছে/দৌড়াইতেছে।)
It is raining cats and dogs. ( মুষলধারে বৃষ্টি হচ্ছে/হইতেছে।)
Note:
Present Continuous Tense-এর ক্ষেত্রে Subject, I-এর পরে am বসে। He, She, It এবং অন্য সব 3rd Person ও Singular Number-এর পরে is বসে। এবং We, They, এবং (You, Singular বা Plural উভয়) Subject-এর পরে are বসে।

Present Perfect Tense

যে Verb-এর কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান/বিদ্যমান আছে, এরূপ অর্থ প্রকাশ করলে তাকে Present Perfect Tense বলে।

বাংলা ভাষায় Present Perfect Tense চেনার উপায়ঃ-

বাংলা ক্রিয়ার শেষে (য়েছ, য়েছি, য়েছে, য়েছেন, য়াছ, য়াছি, য়াছে, য়াছেন,) ইত্যাদি চিহ্ন থাকে।

গঠন প্রনালী (Structure):

Subject + have/has + V-3 (Verb- past participle form) + Object/Extension.
Note:
Present Perfect Tense-এর ক্ষেত্রে Subject, He, She, It এবং সকল 3rd Person ও Singular Number-এর পরে has বসে। I, We, You, They এবং সকল Plural Subject-এর পরে have বসে।
Example:
I have bought a new book. (অমি একটি নতুন বই কিনেছি/কিনিয়াছি।)
Lubna has passed the H.S.C examination. (লুবনা এইচ.এস.সি পরীক্ষায় পাশ করেছে/করিয়াছে।)
They have killed a snake. (তারা একটি সাপ মেরেছে/মারিয়াছে।)

Present Perfect Continuous Tense

কোন কাজ পূর্বে নির্দিষ্ট সময়ে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলছে/চলিতেছে/চলিয়া আসছে/আসিতেছে এরূপ বোঝালে Present Perfect Continuous Tense হয়। অর্থাৎ- সময় ধরে চলমান রয়েছে।

বাংলা ভাষায় Present Perfect Tense চেনার উপায়ঃ-

বাংলা ক্রিয়ার শেষে (তেছ, তেছি, তেছে, তেছেন, জ্ব, চ্ছি, 'চ্ছে, চ্ছেন, ছ, ছি, ছে, ছেন) ইত্যাদি চিহ্ন থাকে। অথবা, (নির্দিষ্ট সময় ধরে/ধরিয়া, থেকে বা যাবৎ এরকম কথা উল্লেখ থাকে।)

গঠন প্রনালী (Structure):

Subject + has been/ have been + V (+ ing) + Object/Extension.
Note:
  • Point of time (নির্দিষ্ট সময়) এর ক্ষেত্রে Since বসে।
  • Period of time (ব্যপক/গানিতিক সময়) এর ক্ষেত্রে For বসে।
Example:
Mahima has been sleeping for two hours. (মাহিমা দুই ঘন্টা ধরে ঘুমাচ্ছে/ঘুমাইতেছে।)
It has been raining since morning. (সকাল থেকে বুষ্টি হচ্ছে/হইতেছে।)
They have been waiting for 10 minutes. (তারা ১০ মিনিট ধরে অপেক্ষা করছে/করিতেছে।)

Past-এর ৪টি Tense বিস্তারিত

Past Indefinite Tense/Simple Past

সাধারণভাবে অতীত কালে কোন কাজ করা (হয়েছিল/করিয়াছিল), হওয়া (হয়েছিল/হইয়াছিল), ঘটা (ঘটেছিল/ঘটিয়াছিল) বোঝালে Verb-এর Simple Past বা Past Indefinite Tense হয়।

বাংলা ভাষায় Past Indefinite Tense চেনার উপায়ঃ-

বাংলা ক্রিয়ার শেষে (ইলাম, ইলেন, ইলে, ছিল, ল, লেন, লাম, ত, তাম, তে, তেন) ইত্যাদি চিহ্ন থাকে।

গঠন প্রনালী (Structure):

Subject + V2 (Verb-এর Past Form) + Object/Extension.
Example:
I ate rice. (আমি ভাত খেয়েছিলাম/খাইছিলাম।)
She looked at me. (সে আমার দিকে তাকিয়েছিল/তাকাইছিল।)
Mayan did the sum. (মায়ান অংকটি করেছিল/করিয়াছিল।)
Note:
Present Perfect Tense যুক্ত কোনো Sentence-এ মূল verb থাকে না, তখন was/ were/ had মূল verb হিসেবে ব্যবহৃত হয়। যেমন-
He had a pen.
They were present at the meeting.

Past Continuous Tense

অতীতকালে কোন কাজে চলছিল/চলিতেছিল, শেষ হয়েছিল না/হয়নি এরুপ বোঝালে Verb-এর Past Continuous Tense হয়।

বাংলা ভাষায় Past Continuous Tense চেনার উপায়ঃ-

বাংলা ক্রিয়ার শেষে (তেছিল, তেছিলাম, তেছিলে, তেছিলেন, ছিলে, ছিলেন, ছিল, ছিলাম) ইত্যাদি চিহ্ন থাকে।

গঠন প্রনালী (Structure):

Subject + was/were + (verb+ing) + Object/Extension.
Note:
Past Continuous Tense যুক্ত কোনো Sentence-এর Subject (We, You, They এবং Plural) হলে এদের পরে were বসে। অন্য সমকল ক্ষেত্রে was বসে।
Example:
I was running. (আমি দৌড়াইতেছিলাম/দৌড়াচ্ছিলাম।)
We were swimming in the river. (অমরা নদীতে সাঁতার কাটিতেছিলাম/কাটছিলাম।)
The boy was flying a kite. (বালকটি একটি ঘুড়ি উড়াচ্ছিল/উড়াইতেছিল।)

Past Perfect Tense

অতীতকালে দুইটি ঘটনা/কাজের মধ্যে যে কাজটি পূর্বে (আগে) শেষ হয়েছিল, সেটি Verb-এর Past Perfect Tense হয় এবং যে কাজটি পরে হয়েছিল সেটি বোঝাতে Past Simple Tense হয়। এবং Sentence দুইটকে Before বা After দিয়ে যুক্ত করতে হয়।

গঠন প্রনালী (Structure):

Subject + had + V3 (Verb-এর Past Participle Form) + Object/Extension.
Example:
The patient had died before the doctor came. (ডাক্তার আসিবার/আসার পূর্বে রোগী মারা গেল।)
The patient died after the doctor had come. (ডাক্তার আসিবার/আসার পর রোগী মারা গেল।)
They had reached the field before the game started. (খেলা আরম্ভ হওয়ার পূর্বে তারা মাঠে পৌছলো।)
We reached the station after the train had left, (ট্রেন ছাড়ার পর আমরা স্টেশনে পৌছলাম।)
Note:
সাধারণত Before-এর প্রথম অংশ Past Perfect Tense এবং পরের অংশ Past Indefinite Tense হয় এবং After- এর প্রথম অংশ Past Indefinite Tense এবং পরের অংশ Past Perfect Tense হয়। অর্থাৎ-
  • Past Perfect Tense + Before + Past Indefinite Tense.
  • Past Indefinite Tense + After + Past Perfect Tense.

Past Perfect Continuous Tense

অতীতে কোন কাজ শুরু হয়ে কিছুক্ষণ ধরে চলে অতীতেই সমাপ্ত হয়েছিল এরূপ ক্ষেত্রে Past Perfect Continuous Tense হয়। আবার, অতীতকালে অনেক সময় Past Perfect Continuous Tense-এর ক্ষেত্রে সময়ের উল্লেখ থাকে না। তখন দুটি কাজের উল্লেখ থাকে। সেক্ষেত্রে, যে কাজটি অতীতকালে চলছিল/চলমানছিল সেটির Past Perfect Continuous Tense এবং অন্যটির Past Indefinite Tense হয়ে থাকে।
অন্যভাবে বলা যায় যে, অতীতকালে সময়ধরে চলমানছিল একাজ বোঝাতে Past Perfect Continuous Tense ব্যবহৃত হয়।

গঠন প্রনালী (Structure):

Subject + had been + (V+ing) + Object/Extension + since/for + Time.
Note:
  • Object/Extension (থাকতেও পারে, নাও থাকতে পারে।)
  • Point of time (নির্দিষ্ট সময়) এর ক্ষেত্রে Since বসে।
  • Period of time (ব্যপক/গানিতিক সময়) এর ক্ষেত্রে For বসে।
Examples:
He had been sleeping for 2 hours. (সে দুই ঘণ্টা যাবৎ/ধরে ঘুমাচ্ছিল/ঘুমাইতেছিল।)
We had been playing cricket for 3 hours. (আমরা তিন ঘণ্টা যাবৎ/ধরে খেলছিলাম/খেলিতেছিলাম।)
They had been walking for an hour. (তার এক ঘণ্টা ধরে হাঁটিতেছিল/হাঁটছিল।)

Future-এর ৪টি Tense বিস্তারিত

Future Indefinite Tense/Simple Future

ভবিষ্যতে কোন কাজ করা হবে বা ঘটবে বোঝালে Verb-এর Future Indefinite Tense হয়।

বাংলা ভাষায় Future Indefinite Tense চেনার উপায়ঃ-

বাংলা ক্রিয়ার শেষে (বে, ব, বা, বি, বেন) ইত্যাদি চিহ্ন থাকে।

গঠন প্রনালী (Structure):

Subject + shall/will + Verb-এর Present Form + Object/Extension.
Example:
I shall go to the market. (আমি বাজারে যাবো।)
He will come tomorrow. (সে আগামীকাল অসবে।)
You will write a letter. (তুমি একটি চিঠি লিখবে।)
Note:
শুধু ভবিষ্যৎকাল বোঝাতে First Person এর ক্ষেত্রে ‘shall’ এবং 2nd & 3rd Person এর ক্ষেত্রে ‘will’ ব্যবহৃত হয়।
কিন্তু, বক্তার ইচ্ছা, প্রতিজ্ঞা, সংকল্প, ভীতি প্রদর্শন, আদেশ ইত্যাদি ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে। অর্থাৎ- First Person এর ক্ষেত্রে ‘will’ এবং 2nd & 3rd Person এর ক্ষেত্রে ‘shall’ ব্যবহৃত হয়। যেমন-
Faizun shall go to college. (ফাইজুন কলেজে যাবেই।) [ইচ্ছা]
I will go to Dhaka by train. (আমি ট্রেনে ঢাকা যাবই।) [ইচ্ছা]
You shall never go there. (তুমি কখনও সেখানে যাবেনা।) [আদেশ]

Future Continuous Tense

কোন কাজ ভবিষ্যৎকালে চলমান/চলতে থাকবে বোঝালে Verb-এর Future Continuous Tense হয়।

বাংলা ভাষায় Future Continuous Tense চেনার উপায়ঃ-

বাংলা ক্রিয়ার শেষে (তে থাকিব, তে থাকিবা, তে থাকিবে, তে থাকিবেন, তে থাকিবি) ইত্যাদি চিহ্ন থাকে।

গঠন প্রনালী (Structure):

Subject + shall be/will be + (V+ing) + Object/Extension.
Example:
I shall be reading. (আমি পড়তে থাকবো/থাকিবো।)
She will be singing. (সে গান গাইতে থাকবে/থাকিবে।)
They will be playing cricket. (তারা ক্রিকেট খেলতে থাকবে/থাকিবে।)

Future Perfect Tense

ভবিষ্যতকালে শেষ হবে এমন দুইটি কাজের মধ্যে যে কাজটি পূর্বে (আগে) শেষ হবে, সেটি Future Perfect Tense হয়। এবয় যে কাজটি পরে শেষ হবে সেটি Future Indefinite Tense বা Present Indefinite Tense হয়। Sentence দুইটি Before বা After দ্বারা যুক্ত করতে হয়। 

গঠন প্রনালী (Structure):

Subject + shall have/will have + V3 (Verb-এর Past Participle Form) + Object/Extension.
Example:
We will have done this before you go to school. (তুমি স্কুলে যাওয়ার আগে সে এটি করে ফেলবে।)
We shall have gone home before the train will leave the station. (আমরা স্টেশনে পৌছাবার পূর্বে গাড়ি ছেড়ে যাবে।)
I shall go away after he will have come. (সে আসার পর আমি চলে যাবো।)
Note:
সাধারণত Before-এর প্রথম অংশ Future Perfect Tense এবং পরের অংশ Future Indefinite Tense বা Present Indefinite Tense হয় এবং After- এর প্রথম অংশ Future Indefinite Tense বা Present Indefinite Tense এবং পরের অংশ Future Perfect Tense হয়। অর্থাৎ-
  • Future Perfect Tense + Before + Future Indefinite Tense বা Present Indefinite Tense.
  • Future Indefinite Tense বা Present Indefinite Tense + After + Future Perfect Tense.

Future Perfect Continuous Tense

ভবিষ্যৎ কালে কোনো কাজ কোনো নির্দিষ্ট সময় শেষ হওয়ার পূর্ব পর্যন্ত চলতে থাকবে বুঝালে অথবা দুটি কাজের মধ্যে একটি কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে এরূপ বুঝালে Verb-এর Future Perfect Continuous Tense হয়। অন্যটির Future Indefinite Tense হয়। অনেক সময় Future Perfect Continuous Tense-এ সময়ের উল্লেখ থাকে না এমন দুটি কাজের উল্লেখ থাকে। দুটি কাজের মধ্যে যে কাজটি ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে বুঝায় সেটি Future Perfect Continuous Tense এবং অন্যটি Present Indefinite Tense অথবা Future Indefinite Tense হয়।

গঠন প্রনালী (Structure):

Subject + shall have been/will have been + (V+ing) + Object/Extension + since/for + Time.
Note:
  • Object/Extension (থাকতেও পারে, নাও থাকতে পারে।)
  • Point of time (নির্দিষ্ট সময়) এর ক্ষেত্রে Since বসে।
  • Period of time (ব্যপক/গানিতিক সময়) এর ক্ষেত্রে For বসে।
Example:
He will have been writing for two hours. (সে দুই ঘন্টা ধরে লিখতে থাকবে/থাকিবে।)
It will have been raining since morning. সকাল থেকে বৃষ্টি হতে থাকবে/থাকিবে।)
Fahim shall have been writing a letter for one hour. ফাহিম ১ ঘন্ট ধরে একটি চিঠি লিখতে থাকবে/থাকিবে।)
Note:
দুটি কাজের মধ্যে যে কাজটি ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে, সেটি Future Perfect Continuous Tense এবং অন্যটি Present Indefinite Tense অথবা Future Indefinite Tense হয়।
সাধারণত Before-এর প্রথম অংশ Future Perfect Continuous Tense এবং পরের অংশ Future Indefinite Tense বা Present Indefinite Tense হয় এবং After- এর প্রথম অংশ Future Indefinite Tense বা Present Indefinite Tense এবং পরের অংশ Future Perfect Continuous Tense হয়। অর্থাৎ-
  • Future Perfect Continuous Tense + Before + Future Indefinite Tense বা Present Indefinite Tense.
  • Future Indefinite Tense বা Present Indefinite Tense + After + Future Perfect Continuous Tense.
Example:
I shall have been reading before the sun rises.
Our examination will have been running for seven days.
The sun will set after we will have been playing for 2 hours.
NB:বর্তমানে Future Perfect Continuous Tense ব্যবহৃত হয়না।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

Timeline Treasures নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url